Chicken Neck: শিলিগুড়ি চিকেন নেকে নজর পড়তে পারে পাকিস্তানের! সুরক্ষায় আসছে রাশিয়ার তৈরি বিশেষ মিসাইল 'সাম'! কী এই সাম?

Last Updated:
Chicken Neck: স্পর্শকাতর এই এলাকায় আসতে চলেছে রাশিয়ার শক্তিশালী মিসাইল সাম। তবে এই মিসাইল কোথায় বসবে তা নিয়ে স্পষ্ট করে কিছু বলতে চাইছে না প্রশাসন।
1/5
যুদ্ধ আবহে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে চিকেন নেক শিলিগুড়িকে। স্পর্শকাতর এই এলাকায় আসতে চলেছে রাশিয়ার শক্তিশালী মিসাইল সাম। তবে এই মিসাইল কোথায় বসবে তা নিয়ে স্পষ্ট করে কিছু বলতে চাইছে না প্রশাসন।
যুদ্ধ আবহে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে চিকেন নেক শিলিগুড়িকে। স্পর্শকাতর এই এলাকায় আসতে চলেছে রাশিয়ার শক্তিশালী মিসাইল সাম। তবে এই মিসাইল কোথায় বসবে তা নিয়ে স্পষ্ট করে কিছু বলতে চাইছে না প্রশাসন।
advertisement
2/5
সাম এর পুরো নাম সারফেস টু এয়ার মিসাইল। এটি একপ্রকার ক্ষেপণাস্ত্র যা ভূমি থেকে উৎক্ষেপণ করে আকাশে থাকা লক্ষ্যবস্তু বিমান বা অন্য ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে ব্যবহৃত হয়।
সাম এর পুরো নাম সারফেস টু এয়ার মিসাইল। এটি একপ্রকার ক্ষেপণাস্ত্র যা ভূমি থেকে উৎক্ষেপণ করে আকাশে থাকা লক্ষ্যবস্তু বিমান বা অন্য ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে ব্যবহৃত হয়।
advertisement
3/5
সাম একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যা শত্রু পক্ষের বিমান বা ক্ষেপণাস্ত্রকে আটকাতে এবং ধ্বংস করতে পারে। সাম সাধারণত স্থল থেকে নিক্ষেপ করা হয়। তবে কিছু সাম সমুদ্র থেকেও নিক্ষেপ করা হতে পারে।
সাম একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা , যা শত্রু পক্ষের বিমান বা ক্ষেপণাস্ত্রকে আটকাতে এবং ধ্বংস করতে পারে। সাম সাধারণত স্থল থেকে নিক্ষেপ করা হয়। তবে কিছু সাম সমুদ্র থেকেও নিক্ষেপ করা হতে পারে।
advertisement
4/5
শিলিগুড়ি সংলগ্ন এলাকা শুকনা এবং সেবকে রয়েছে সেনা ছাউনি। প্রহরীর ন্যায় তারা সুরক্ষার কাজে নিয়োজিত রয়েছেন।ইতিমধ্যে বাংলাদেশ সহ আন্তর্জাতিক বর্ডারগুলিতে ১৪৪ ধারা জারি হয়েছে।
শিলিগুড়ি সংলগ্ন এলাকা শুকনা এবং সেবকে রয়েছে সেনা ছাউনি। প্রহরীর ন্যায় তারা সুরক্ষার কাজে নিয়োজিত রয়েছেন। ইতিমধ্যে বাংলাদেশ সহ আন্তর্জাতিক বর্ডারগুলিতে ১৪৪ ধারা জারি হয়েছে।
advertisement
5/5
বাংলাদেশ, ভুটান, নেপাল ও প্রতিবেশী রাজ্য সিকিম দিয়ে ঘেরা চিকেন নেক শিলিগুড়ি। এই এলাকা বরাবর স্পর্শকাতর হিসেবে জানা যায়। ইতিমধ্যে এই এলাকায় বিশেষ সতর্কতা জারি হয়েছে। শহরের কিছু এলাকায় ব্ল্যাক আউট দেখা গিয়েছে।
বাংলাদেশ ভুটান নেপাল ও প্রতিবেশী রাজ্য সিকিম দিয়ে ঘেরা চিকেন নেক শিলিগুড়ি। এই এলাকা বরাবর স্পর্শকাতর হিসেবে জানা যায়। ইতিমধ্যে এই এলাকায় বিশেষ সতর্কতা জারি হয়েছে। শহরের কিছু এলাকায় ব্ল্যাকআউট দেখা গিয়েছে।
advertisement
advertisement
advertisement