Malda News: বাপ রে বাপ! দুই ষাঁড়ের ব্যাপক গুঁতোগুতি, প্রাণ নিয়ে পালানো দায়

Last Updated:
ক্ষতিগ্রস্ত একাধিক অস্থায়ী দোকান, রাস্তায় বন্ধ চলাচল, আতঙ্ক এলাকায়। ষাঁড়ের গুঁতোগুতিতে লণ্ডভণ্ড ব্যস্ততম বাজার, কোনক্রমে পালিয়ে প্রাণে বাঁচলেন লোকজন।
1/4
 #মালদহ: ব্যস্ততম বাজার এলাকায় আচমকা শুরু ষাঁড়ের লড়াই । দুই ষাঁড়ের লড়াইয়ে ভাঙল একাধিক অস্থায়ী দোকান । ক্ষতিগ্রস্ত মাল বোঝাই ভ্যান । কোনওক্রমে পালিয়ে বাঁচলেন  পথচারীরা । ব্যস্ত রাস্তায় বেশ কিছুক্ষণের জন্য বন্ধ গাড়ি চলাচল । মালদহের হবিবপুরের দাল্লা বাজার এলাকার ঘটনা । ঘটনার জেরে রীতিমতো আতঙ্ক ছড়ায় গোটা এলাকায় । দীর্ঘক্ষণ লড়াইয়ের পর ষাঁড় দুটি শান্ত হয় । স্বাভাবিক হয় পরিস্থিতি । হাঁফ ছেড়ে বাঁচেন উপস্থিত লোকজন ।
 #মালদহ: ব্যস্ততম বাজার এলাকায় আচমকা শুরু ষাঁড়ের লড়াই । দুই ষাঁড়ের লড়াইয়ে ভাঙল একাধিক অস্থায়ী দোকান । ক্ষতিগ্রস্ত মাল বোঝাই ভ্যান । কোনওক্রমে পালিয়ে বাঁচলেন  পথচারীরা । ব্যস্ত রাস্তায় বেশ কিছুক্ষণের জন্য বন্ধ গাড়ি চলাচল । মালদহের হবিবপুরের দাল্লা বাজার এলাকার ঘটনা । ঘটনার জেরে রীতিমতো আতঙ্ক ছড়ায় গোটা এলাকায় । দীর্ঘক্ষণ লড়াইয়ের পর ষাঁড় দুটি শান্ত হয় । স্বাভাবিক হয় পরিস্থিতি । হাঁফ ছেড়ে বাঁচেন উপস্থিত লোকজন ।
advertisement
2/4
দিন কয়েক আগেই উত্তর দিনাজপুরের রায়গঞ্জে দুর্গাপূজোর কার্নিভালে বলদের গুঁতোয় প্রা যায় এক জনের । কার্যত ভণ্ডুল হয়ে যায় কার্নিভাল । জখম হন বেশ কয়েকজন । এরপর থেকেই রাজ্যের জেলায় জেলায় রাস্তায় চড়ে বেড়ায় গরু , ষাঁড় নিয়ন্ত্রনে তৎপরতা বাড়িয়েছে প্রশাসন । কিন্তু এরপরেও বৃহস্পতিবার মালদহে হবিবপুরের দাল্লা বাজারের ঘটনা হুলস্থুল বাঁধিয়ে দেয় ।
দিন কয়েক আগেই উত্তর দিনাজপুরের রায়গঞ্জে দুর্গাপূজোর কার্নিভালে বলদের গুঁতোয় প্রা যায় এক জনের । কার্যত ভণ্ডুল হয়ে যায় কার্নিভাল । জখম হন বেশ কয়েকজন । এরপর থেকেই রাজ্যের জেলায় জেলায় রাস্তায় চড়ে বেড়ায় গরু , ষাঁড় নিয়ন্ত্রনে তৎপরতা বাড়িয়েছে প্রশাসন । কিন্তু এরপরেও বৃহস্পতিবার মালদহে হবিবপুরের দাল্লা বাজারের ঘটনা হুলস্থুল বাঁধিয়ে দেয় ।
advertisement
3/4
স্থানীয়রা জানিয়েছেন , এদিন ঘটনার সময় দাল্লা বাজার ছিল জমজমাট ।  নিশ্চিন্তে কেনাবেচা সারছিলেন ক্রেতা -বিক্রেতারা । আচমকাই এসে হাজির হয় দুটি বড় ষাঁড় । হঠাৎ করেই শুরু হযে যায় গুঁতোগুতি থেকে ধুন্ধুমার লড়াই । একের পর এক ছোট অস্থায়ী দোকান গুড়িয়ে যায় ষাঁড়দের লড়াইয়ে । মাল বোঝাই ভ্যানেও গুঁতো মেরে ভেঙেচুড়ে দেয় উন্মত্ত ষাঁড় । Photo- Pixabay
স্থানীয়রা জানিয়েছেন , এদিন ঘটনার সময় দাল্লা বাজার ছিল জমজমাট ।  নিশ্চিন্তে কেনাবেচা সারছিলেন ক্রেতা -বিক্রেতারা । আচমকাই এসে হাজির হয় দুটি বড় ষাঁড় । হঠাৎ করেই শুরু হযে যায় গুঁতোগুতি থেকে ধুন্ধুমার লড়াই । একের পর এক ছোট অস্থায়ী দোকান গুড়িয়ে যায় ষাঁড়দের লড়াইয়ে । মাল বোঝাই ভ্যানেও গুঁতো মেরে ভেঙেচুড়ে দেয় উন্মত্ত ষাঁড় । Photo- Pixabay
advertisement
4/4
এইসব দেখে প্রান ভয়ে ছোটাছুটি শুরু করে দেন সকলে । গোটা এলাকা কার্যত ফাঁকা হয়ে যায় । ব্যস্ততম বাজার হয়ে দাঁড়ায় ষাঁড়ের লড়াইয়ের ময়দান । ব্যস্ততম রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায় । আধ ঘন্টারও বেশি সময় ধরে চলে এই ধুন্ধুমার । শেষে এক সময় নিজে থেকেই শান্ত হয় দুটি ষাঁড়  । কার্যত হাফ ছেড়ে বাঁচেন সকলে । তবে সোভাগ্য ক্রমে প্রাণহানি বা জখম হওয়ার মতো ঘটনা ঘটেনি। Sebak DebSarma
এইসব দেখে প্রান ভয়ে ছোটাছুটি শুরু করে দেন সকলে । গোটা এলাকা কার্যত ফাঁকা হয়ে যায় । ব্যস্ততম বাজার হয়ে দাঁড়ায় ষাঁড়ের লড়াইয়ের ময়দান । ব্যস্ততম রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায় । আধ ঘন্টারও বেশি সময় ধরে চলে এই ধুন্ধুমার । শেষে এক সময় নিজে থেকেই শান্ত হয় দুটি ষাঁড়  । কার্যত হাফ ছেড়ে বাঁচেন সকলে । তবে সোভাগ্য ক্রমে প্রাণহানি বা জখম হওয়ার মতো ঘটনা ঘটেনি। Sebak DebSarma
advertisement
advertisement
advertisement