IMD Bengal Weather Update: মন্থার প্রভাব কাটিয়ে রোদের হাসি! উত্তরবঙ্গের নীল আকাশে ফুটল ঘুমন্ত বুদ্ধের অপরূপ রূপ
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
নিম্নচাপ মন্থা- র প্রভাব কাটিয়ে রোদের হাসি, ফের চাঙ্গা উত্তরবঙ্গের আকাশ! দেখা মিলল ঘুমন্ত বুদ্ধের অপরূপ দৃশ্য! কয়েকদিনের মন্থা ও বৃষ্টিস্নাত আবহাওয়ার পর অবশেষে রোদের হাসি ফিরে এসেছে উত্তরবঙ্গে।
নিম্নচাপ মন্থা- র প্রভাব কাটিয়ে রোদের হাসি, ফের চাঙ্গা উত্তরবঙ্গের আকাশ! দেখা মিলল ঘুমন্ত বুদ্ধের অপরূপ দৃশ্য! কয়েকদিনের মন্থা ও বৃষ্টিস্নাত আবহাওয়ার পর অবশেষে রোদের হাসি ফিরে এসেছে উত্তরবঙ্গে। আজ সকাল থেকেই জলপাইগুড়ির নীল আকাশে রোদ ঝলমল, হালকা ঠান্ডা হাওয়ায় ভেসে এসেছে এক নতুন সতেজতা। আর সেই সোনালি আলোয় ভেসে উঠেছে উত্তরবঙ্গবাসীর প্রিয় দৃশ্য ঘুমন্ত বুদ্ধ তথা কাঞ্চনজঙ্ঘা পর্বতের অপরূপ রূপ।
advertisement
জলপাইগুড়ি শহর থেকেই আজ সকাল থেকে স্পষ্ট দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গের সেই অনিন্দ্যসুন্দর রূপ। বেলা বাড়লেও চোখে পড়ছে সেই ছবি। বহু মানুষ নিজের বাড়ির ছাদে উঠে মোবাইল হাতে বন্দি করছেন সেই মুহূর্ত। কেউ তুলছেন ছবি, কেউ বানাচ্ছেন রিলস। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়ছে ‘ঘুমন্ত বুদ্ধ’ দেখা পাওয়ার উচ্ছ্বাস।
advertisement
advertisement
advertisement
