শীলার সন্তানদের নামকরণের জন্য মুখ্যমন্ত্রীকে আর্জি, অনুমোদনের অপেক্ষায় আফ্রিকান জিরাফ, ক্যাঙ্গারু

Last Updated:
মুখ্যমন্ত্রীর অনুমোদনের অপেক্ষা। বেঙ্গল সাফারি পার্কে আসছে আফ্রিকান জিরাফ, ক্যাঙ্গারু। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠান্য হয়েছে।
1/6
*মুখ্যমন্ত্রীর অনুমোদনের অপেক্ষা। বেঙ্গল সাফারি পার্কে আসছে আফ্রিকান জিরাফ, ক্যাঙ্গারু। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠান্য হয়েছে। নির্দিষ্ট জায়গাও রয়েছে সাফারি পার্কে। শিশুদের কাছে যা বাড়তি আকর্ষণ হবে। ইতিমধ্যেই হিমালয়ান, ব্ল্যাক বিয়ার, লেপার্ড, কুমীর, ঘড়িয়াল-সহ নানা অজানা পাখি রয়েছে এখানে। এবারে আনা হবে নিশাচর পাখিও!
*মুখ্যমন্ত্রীর অনুমোদনের অপেক্ষা। বেঙ্গল সাফারি পার্কে আসছে আফ্রিকান জিরাফ, ক্যাঙ্গারু। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠান্য হয়েছে। নির্দিষ্ট জায়গাও রয়েছে সাফারি পার্কে। শিশুদের কাছে যা বাড়তি আকর্ষণ হবে। ইতিমধ্যেই হিমালয়ান, ব্ল্যাক বিয়ার, লেপার্ড, কুমীর, ঘড়িয়াল-সহ নানা অজানা পাখি রয়েছে এখানে। এবারে আনা হবে নিশাচর পাখিও!
advertisement
2/6
*এ দিকে, মুখ্যমন্ত্রীর কাছে তিন নতুন অতিথির নামকরণের অন্য আর্জি জানান হয়েছে। আগেরবারেও মুখ্যমন্ত্রী শাবক ত্রয়ীর নাম দিয়েছিলেন। সেবার তিনটের মধ্যে একটি শাবককে বাঁচানো যায়নি। এবারে সাফারি পার্কের বন কর্মীদের দেখভালে ধীরে ধীরে বড় হয়ে উঠছে। মা শীলারও দিন কাটছে তিন শাবককে নিয়েই।  সংগৃহীত ছবি। 
*এ দিকে, মুখ্যমন্ত্রীর কাছে তিন নতুন অতিথির নামকরণের অন্য আর্জি জানান হয়েছে। আগেরবারেও মুখ্যমন্ত্রী শাবক ত্রয়ীর নাম দিয়েছিলেন। সেবার তিনটের মধ্যে একটি শাবককে বাঁচানো যায়নি। এবারে সাফারি পার্কের বন কর্মীদের দেখভালে ধীরে ধীরে বড় হয়ে উঠছে। মা শীলারও দিন কাটছে তিন শাবককে নিয়েই।  সংগৃহীত ছবি। 
advertisement
3/6
*করোনার জেরে আপাতত বন্ধ সাফারি পার্কের দরজা। একেবারে নির্জনতায় নিজেদের মধ্যে খেলায় মত্ত বন্য জন্তুরা। ব্ল্যাক বিয়ার ব্যস্ত কখনও বরফের চাঁই নিয়ে, আবার কখনও ব্যায়ামে মত্ত। আবার লেপার্ড ব্যস্ত দোলুনি খেতে। সংগৃহীত ছবি। 
*করোনার জেরে আপাতত বন্ধ সাফারি পার্কের দরজা। একেবারে নির্জনতায় নিজেদের মধ্যে খেলায় মত্ত বন্য জন্তুরা। ব্ল্যাক বিয়ার ব্যস্ত কখনও বরফের চাঁই নিয়ে, আবার কখনও ব্যায়ামে মত্ত। আবার লেপার্ড ব্যস্ত দোলুনি খেতে। সংগৃহীত ছবি। 
advertisement
4/6
*বাড়ছে ময়ূরের সংখ্যাও। অগুনতি ময়ূর, ময়ূরী রয়েছে। প্রায় প্রতিদিনই জন্ম হচ্ছে ময়ূর ছানার। সেইসঙ্গে বাড়ছে হরিণের সংখ্যাও। তৃণভোজী এনক্লোজারে বেড়ে উঠছে অগুনতি হরিণ। এবারে এখান থেকে কুঞ্জনগর, রসিকবিল-সহ রাজ্যের অন্যত্র পাঠানো হবে হরিণ।
*বাড়ছে ময়ূরের সংখ্যাও। অগুনতি ময়ূর, ময়ূরী রয়েছে। প্রায় প্রতিদিনই জন্ম হচ্ছে ময়ূর ছানার। সেইসঙ্গে বাড়ছে হরিণের সংখ্যাও। তৃণভোজী এনক্লোজারে বেড়ে উঠছে অগুনতি হরিণ। এবারে এখান থেকে কুঞ্জনগর, রসিকবিল-সহ রাজ্যের অন্যত্র পাঠানো হবে হরিণ।
advertisement
5/6
*বেঙ্গল সাফারি পার্ক পরিদর্শনের পর একথা জানান রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব। তিনি জানান, গোটা দেশে যখন বাঘের সংখ্যা কমছে। সেখানে পথ দেখাচ্ছে সাফারি পার্ক। রয়েল বেঙ্গল টাইগার শীলা সম্প্রতি জন্ম দিয়েছে তিন সন্তান। অত্যন্ত যত্নে বেড়ে উঠছে নিজেদের এনক্লোজারে। সংগৃহীত ছবি। 
*বেঙ্গল সাফারি পার্ক পরিদর্শনের পর একথা জানান রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব। তিনি জানান, গোটা দেশে যখন বাঘের সংখ্যা কমছে। সেখানে পথ দেখাচ্ছে সাফারি পার্ক। রয়েল বেঙ্গল টাইগার শীলা সম্প্রতি জন্ম দিয়েছে তিন সন্তান। অত্যন্ত যত্নে বেড়ে উঠছে নিজেদের এনক্লোজারে। সংগৃহীত ছবি। 
advertisement
6/6
*এই মূহূর্তে সাফারি পার্কে রয়েল বেঙ্গল টাইগারের সংখ্যা বেড়ে হয়েছে ৭। তাই সাফারি পার্কে ব্যাঘ্র প্রজনন কেন্দ্র খোলার সিদ্ধান্ত নিয়েছে বন দফতর এবং পর্যটন দফতর। জমির অভাব নেই এখানে। নকশা তৈরী করা হচ্ছে। অর্থ মঞ্জুর হলেই প্রকল্পের কাজ শুরু হয়ে যাবে। তিনি জানান, মুখ্যমন্ত্রীকে বিষয়টি জানানো হয়েছে। সংগৃহীত ছবি।
*এই মূহূর্তে সাফারি পার্কে রয়েল বেঙ্গল টাইগারের সংখ্যা বেড়ে হয়েছে ৭। তাই সাফারি পার্কে ব্যাঘ্র প্রজনন কেন্দ্র খোলার সিদ্ধান্ত নিয়েছে বন দফতর এবং পর্যটন দফতর। জমির অভাব নেই এখানে। নকশা তৈরী করা হচ্ছে। অর্থ মঞ্জুর হলেই প্রকল্পের কাজ শুরু হয়ে যাবে। তিনি জানান, মুখ্যমন্ত্রীকে বিষয়টি জানানো হয়েছে। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement