শীলার সন্তানদের নামকরণের জন্য মুখ্যমন্ত্রীকে আর্জি, অনুমোদনের অপেক্ষায় আফ্রিকান জিরাফ, ক্যাঙ্গারু
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
মুখ্যমন্ত্রীর অনুমোদনের অপেক্ষা। বেঙ্গল সাফারি পার্কে আসছে আফ্রিকান জিরাফ, ক্যাঙ্গারু। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠান্য হয়েছে।
*মুখ্যমন্ত্রীর অনুমোদনের অপেক্ষা। বেঙ্গল সাফারি পার্কে আসছে আফ্রিকান জিরাফ, ক্যাঙ্গারু। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠান্য হয়েছে। নির্দিষ্ট জায়গাও রয়েছে সাফারি পার্কে। শিশুদের কাছে যা বাড়তি আকর্ষণ হবে। ইতিমধ্যেই হিমালয়ান, ব্ল্যাক বিয়ার, লেপার্ড, কুমীর, ঘড়িয়াল-সহ নানা অজানা পাখি রয়েছে এখানে। এবারে আনা হবে নিশাচর পাখিও!
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
*এই মূহূর্তে সাফারি পার্কে রয়েল বেঙ্গল টাইগারের সংখ্যা বেড়ে হয়েছে ৭। তাই সাফারি পার্কে ব্যাঘ্র প্রজনন কেন্দ্র খোলার সিদ্ধান্ত নিয়েছে বন দফতর এবং পর্যটন দফতর। জমির অভাব নেই এখানে। নকশা তৈরী করা হচ্ছে। অর্থ মঞ্জুর হলেই প্রকল্পের কাজ শুরু হয়ে যাবে। তিনি জানান, মুখ্যমন্ত্রীকে বিষয়টি জানানো হয়েছে। সংগৃহীত ছবি।