ভোটের প্রচারে বেরিয়ে বিতর্ক, ফিরদৌসকে দেশে ফিরতে নির্দেশ বাংলাদেশ দূতাবাসের
Last Updated:
রায়গঞ্জে তৃণমূলের প্রচার মঞ্চে উঠে বিপাকে বাংলাদেশের অভিনেতা ফিরদৌস। বিজেপির দাবি, টুরিস্ট ভিসায় এসে এ ভাবে ভোটের প্রচার অবৈধ। সিইও দফতরে গিয়ে তারা ফিরদৌসকে গ্রেফতারের দাবি জানায়। উত্তর দিনাজপুরের পুলিশ সুপারের থেকে রিপোর্ট তলব করেছে কমিশন। সিইও দফতরের দাবি, বিদেশি নাগরিক এসে ভোটে প্রচার করলে তাতে আদর্শ আচরণ বিধি লঙ্ঘন হয় না। ভিসার শর্ত লঙ্ঘন হয়েছে কি না সেটা তাদের বিচার্য নয়। এরই মাঝে ফিরদৌসকে দেশে ফিরতে নির্দেশ বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের ৷
advertisement
advertisement
তৃণমূলের এই প্রচার মঞ্চে ওঠার জেরেই বিপাকে ফিরদৌস। বিজেপির দাবি, বাংলাদেশের অভিনেতা টুরিস্ট ভিসা নিয়ে এসে এ ভাবে ভোটে প্রচার করতে পারেন না। এতে যেমন নির্বাচনী বিধি ভঙ্গ হয়েছে, তেমনই ভিসার শর্তও লঙ্ঘন হয়েছে। মঙ্গলবার, সিইও দফতরে গিয়ে বাংলাদেশের অভিনেতা ফিরদৌসকে গ্রেফতারের দাবিও জানান বিজেপি নেতারা। এরপরই শুটিং বন্ধ রেখে দেশে ফিরতে নির্দেশ ফিরদৌসকে ৷
advertisement
advertisement