Bangla News: বাঘের ডেরায় গুলির আওয়াজ! বক্সায় ভয়ঙ্কর ঘটনা, কালীপুজোর রাতে জঙ্গলের মাঝে ওরা কারা!

Last Updated:
Bangla News: বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলের ভেতর ডিমা ব্রীজের কাছে কালচিনি - রাজাভাতখাওয়া সড়কে মারাত্মক ঘটনা।
1/7
বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলের রাস্তায় গুলি করে বাইক ও  মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটল।
বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলের রাস্তায় গুলি করে বাইক ও মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটল।
advertisement
2/7
গুলিবিদ্ধ এক যুবক আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালে ভর্তি। তাঁর নাম অনিশ দেব। বাড়ি আলিপুরদুয়ার শহর লাগোয়া বীরপাড়াতে।
গুলিবিদ্ধ এক যুবক আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালে ভর্তি। তাঁর নাম অনিশ দেব। বাড়ি আলিপুরদুয়ার শহর লাগোয়া বীরপাড়াতে।
advertisement
3/7
জখম যুবক ও তাঁর এক বন্ধু বাইকে করে দুই জনের দুই বান্ধবীকে নিয়ে কালীপুজোয় ঘুরতে বেড়িয়েছিল।
জখম যুবক ও তাঁর এক বন্ধু বাইকে করে দুই জনের দুই বান্ধবীকে নিয়ে কালীপুজোয় ঘুরতে বেড়িয়েছিল।
advertisement
4/7
বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলের ভেতর ডিমা ব্রীজের কাছে কালচিনি - রাজাভাতখাওয়া সড়কে মাস্কে মুখ ঢাকা দুই দুষ্কৃতী তাদের আটকায়।
বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলের ভেতর ডিমা ব্রীজের কাছে কালচিনি - রাজাভাতখাওয়া সড়কে মাস্কে মুখ ঢাকা দুই দুষ্কৃতী তাদের আটকায়।
advertisement
5/7
এক বন্ধুর মোটর বাইক ও দুই বন্ধুর মোবাইল ছিনতাই করে নেয় দুষ্কৃতীরা। একজনকে পায়ে গুলি করে চলে যায় দুষ্কৃতীরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এক বন্ধুর মোটর বাইক ও দুই বন্ধুর মোবাইল ছিনতাই করে নেয় দুষ্কৃতীরা। একজনকে পায়ে গুলি করে চলে যায় দুষ্কৃতীরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
6/7
বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ এই ঘটনা ঘটে। যে অটোতে করে গুলিবিদ্ধ যুবক ও অন্যান্যদের জেলা হাসপাতালে নিয়ে আসা হয় সেই অটো চালকের নাম নিতাই দাস।
বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ এই ঘটনা ঘটে। যে অটোতে করে গুলিবিদ্ধ যুবক ও অন্যান্যদের জেলা হাসপাতালে নিয়ে আসা হয় সেই অটো চালকের নাম নিতাই দাস।
advertisement
7/7
রাত ৮ টা নাগাদ ঘটনা ঘটে। একাধিক গুলি চালায় দুষ্কৃতীরা। শুন্যে একাধিক গুলি দুষ্কৃতীদের। দুই দুষ্কৃতীর হাতে দুই বন্দুক। জেলায় নির্বাচন বিধি লাগু রয়েছে। তার পরেও বেআইনি অস্ত্রের রমরমা জেলায়। (রিপোর্টার-- রাজকুমার কর্মকার)
রাত ৮ টা নাগাদ ঘটনা ঘটে। একাধিক গুলি চালায় দুষ্কৃতীরা। শুন্যে একাধিক গুলি দুষ্কৃতীদের। দুই দুষ্কৃতীর হাতে দুই বন্দুক। জেলায় নির্বাচন বিধি লাগু রয়েছে। তার পরেও বেআইনি অস্ত্রের রমরমা জেলায়। (রিপোর্টার-- রাজকুমার কর্মকার)
advertisement
advertisement
advertisement