আজ দার্জিলিংয়ে যা হল, এই মরশুমে আগে হয়নি! পর্যচকদের আনন্দের সীমা নেই

Last Updated:
Snowfall at Darjeeling- সন্ধে হতেই শৈলশহরে হালকা শিলা বৃষ্টি সঙ্গে কনকনে ঠান্ডা, ঠান্ডার মরশুমে আচমকা এই শিলাবৃষ্টিতে ছাতা মাথায় দার্জিলিং-এর মল রোডে চুটিয়ে আনন্দ করছে পর্যটকরা।
1/5
বছরের শুরুতেই হার কাঁপানো ঠান্ডা শৈল শহর দার্জিলিংয়ে। চলতি সপ্তাহেই শৈল শহরে জারি হালকা বৃষ্টির সঙ্গে তুষারপাতের সম্ভাবনা। সেই অর্থেই সকাল থেকেই ঘন কুয়াশার সঙ্গে মেঘে ঢাকা আকাশ শৈলশহর দার্জিলিংয়ে ।
বছরের শুরুতেই হার কাঁপানো ঠান্ডা শৈল শহর দার্জিলিংয়ে। চলতি সপ্তাহেই শৈল শহরে জারি হালকা বৃষ্টির সঙ্গে তুষারপাতের সম্ভাবনা। সেই অর্থেই সকাল থেকেই ঘন কুয়াশার সঙ্গে মেঘে ঢাকা আকাশ শৈলশহর দার্জিলিংয়ে ।
advertisement
2/5
সন্ধ্যা হতেই শিলা বৃষ্টি শৈল শহর দার্জিলিংয়ে আনন্দে মতল পর্যটকেরা। অনেক পর্যটক বলছে এ যেন মিনি তুষারপাত। আর বৃষ্টি হতেই ঠান্ডার দাপট। কনকনে ঠান্ডায় কাঁপছে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পাহাড়ে ঘুরতে আসা পর্যটকেরা।
সন্ধে হতেই শিলা বৃষ্টি শৈল শহর দার্জিলিংয়ে আনন্দে মতলেন পর্যটকেরা। অনেক পর্যটক বলছেন, এ যেন মিনি তুষারপাত। আর বৃষ্টি হতেই ঠান্ডার দাপট। কনকনে ঠান্ডায় কাঁপছে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পাহাড়ে ঘুরতে আসা পর্যটকেরা।
advertisement
3/5
ঠান্ডার মরশুমে পর্যটকদের ভিড়ে জমজমাট শৈলশহর দার্জিলিং। বৃষ্টির পরেই হু হু করে কমতে শুরু করেছে পারদ। দার্জিলিংয়ের প্রাণকেন্দ্র মল রোড জমজমাট পর্যটকদের ভিড়ে।
ঠান্ডার মরশুমে পর্যটকদের ভিড়ে জমজমাট শৈলশহর দার্জিলিং। বৃষ্টির পরেই হু হু করে কমতে শুরু করেছে পারদ। দার্জিলিংয়ের প্রাণকেন্দ্র মল রোড জমজমাট পর্যটকদের ভিড়ে।
advertisement
4/5
ছাতা মাথায় মল রোডে দাঁড়িয়ে ঠান্ডার আমেজ উপভোগ করছে পর্যটকেরা।চলতি সপ্তাহেই সাদা বরফের চাদরে মুড়তে পারে দার্জিলিং।
ছাতা মাথায় মল রোডে দাঁড়িয়ে ঠান্ডার আমেজ উপভোগ করছে পর্যটকেরা। চলতি সপ্তাহেই সাদা বরফের চাদরে মুড়তে পারে দার্জিলিং।
advertisement
5/5
একদিকে কনকনে ঠান্ডা অন্যদিকে শিলাবৃষ্টি সঙ্গে ঘন কুয়াশায় এক অন্যরূপে শৈলরানী ধরা দিল পর্যটকদের কাছে। সব মিলিয়ে দারুন আমেজে উত্তরের আবহাওয়া। চুটিয়ে আনন্দ পর্যটকদের।
একদিকে কনকনে ঠান্ডা অন্যদিকে শিলাবৃষ্টি সঙ্গে ঘন কুয়াশায় এক অন্যরূপে শৈলরানী ধরা দিল পর্যটকদের কাছে। সব মিলিয়ে দারুন আমেজে উত্তরের আবহাওয়া। চুটিয়ে আনন্দ পর্যটকদের।
advertisement
advertisement
advertisement