গত ২৪ ঘণ্টায় রাজ্যের কোন জেলায় কতটা বৃষ্টি হল, জানাল আলিপুর আবহাওয়া দফতর

Last Updated:
1/6
• জুলাই মাস ৷ আষাঢ় পেরিয়ে শ্রাবণ শুরু হয়েছে ৷ কিন্তু কাঙ্খিত বর্ষা রানির দেখা নেই মোটেই ৷ দক্ষিণবঙ্গের হাহাকার ঘুচছে না ৷ বর্ষাকালে বৃষ্টির অভাবে নাভিঃশ্বাস উঠছে মানুষের ৷ তবে উত্তরের জেলাগুলো আবার টানা বর্ষণে বিপর্যস্ত ৷
• জুলাই মাস ৷ আষাঢ় পেরিয়ে শ্রাবণ শুরু হয়েছে ৷ কিন্তু কাঙ্খিত বর্ষা রানির দেখা নেই মোটেই ৷ দক্ষিণবঙ্গের হাহাকার ঘুচছে না ৷ বর্ষাকালে বৃষ্টির অভাবে নাভিঃশ্বাস উঠছে মানুষের ৷ তবে উত্তরের জেলাগুলো আবার টানা বর্ষণে বিপর্যস্ত ৷
advertisement
2/6
• প্রবল বৃষ্টিপাতের জেরে উত্তরবঙ্গের ৫ জেলায় বন্যা হয়েছে ৷ ভূমিধ্বসের কারণে প্রাণহানির ঘটনাও ঘটেছে ৷ ক্ষতিগ্রস্থ হয়েছেন ৫ জেলার বাসিন্দারা ৷ তবে গত কয়েকদিনে বৃষ্টি কমায় পরিস্থিতি অনেকটা স্বাভাবিকের দিকে এগোচ্ছিল ৷ ফের উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস ৷
• প্রবল বৃষ্টিপাতের জেরে উত্তরবঙ্গের ৫ জেলায় বন্যা হয়েছে ৷ ভূমিধ্বসের কারণে প্রাণহানির ঘটনাও ঘটেছে ৷ ক্ষতিগ্রস্থ হয়েছেন ৫ জেলার বাসিন্দারা ৷ তবে গত কয়েকদিনে বৃষ্টি কমায় পরিস্থিতি অনেকটা স্বাভাবিকের দিকে এগোচ্ছিল ৷ ফের উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস ৷
advertisement
3/6
• সোমবার থেকে বুধবার পর্যন্ত ফের অতিভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গের আট জেলায়। ফের সক্রিয় মৌসুমী অক্ষরেখা। গোরখপুর থেকে কোচবিহার হয়ে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত। এর জেরেই ফের প্রবল বৃষ্টিপাত শুরু হতে পারে উত্তরে ৷
• সোমবার থেকে বুধবার পর্যন্ত ফের অতিভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গের আট জেলায়। ফের সক্রিয় মৌসুমী অক্ষরেখা। গোরখপুর থেকে কোচবিহার হয়ে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত। এর জেরেই ফের প্রবল বৃষ্টিপাত শুরু হতে পারে উত্তরে ৷
advertisement
4/6
 • হাওয়া অফিস জানাল গত ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ কত ৷
• হাওয়া অফিস জানাল গত ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ কত ৷
advertisement
5/6
• আলিপুরদুয়ারে বৃষ্টি হয়েছে ২৭০ মিমি, চেপানে ২১০ মিমি, বারভিষায় বৃষ্টি হয়েছে ২০০ মিমি ৷
• আলিপুরদুয়ারে বৃষ্টি হয়েছে ২৭০ মিমি, চেপানে ২১০ মিমি, বারভিষায় বৃষ্টি হয়েছে ২০০ মিমি ৷
advertisement
6/6
• ফালাকাটায় বৃষ্টি হয়েছে ১৮০ মিমি, কোচবিহারে ১৮০ মিমি,জলপাইগুড়িতে ১৭০ মিমি,দোমহনিতে বৃষ্টি হয়েছে ১৩০ মিমি, মাথাভাঙায় ১০০ মিমি, হাসিমারায় বৃষ্টি হয়েছে ৫০ মিমি ৷
• ফালাকাটায় বৃষ্টি হয়েছে ১৮০ মিমি, কোচবিহারে ১৮০ মিমি,জলপাইগুড়িতে ১৭০ মিমি,দোমহনিতে বৃষ্টি হয়েছে ১৩০ মিমি, মাথাভাঙায় ১০০ মিমি, হাসিমারায় বৃষ্টি হয়েছে ৫০ মিমি ৷
advertisement
advertisement
advertisement