Alipurduar News: দুধ পুলি থেকে পাটিসাপ্টা...! মিড ডে মিলে বিরাট 'সারপ্রাইজ'! স্কুল পড়ুয়াদের পেটে পড়ল 'পিঠে'!

Last Updated:
Alipurduar News: মকর সংক্রান্তির আগের দিন ফালাকাটার এক সরকারি বিদ্যালয়ে আয়োজিত হল পৌষ পার্বণ। পিঠে পুলি, পায়েস দিয়ে মিড ডে মিলের খাবারের আয়োজন করা হল। অন্যরকমের মিড ডে মিল পেয়ে খুশি পড়ুয়ারা। সকাল থেকে ব্যস্ত থাকলেন রাঁধুনিরা।
1/5
আগামীকাল মকর সংক্রান্তি,পৌষ পার্বণে মাতবে গোটা বাংলা। স্কুল ছুটি থাকে এই উপলক্ষে। এবারে স্কুলেই পিঠে পুলি উৎসবের আয়োজন হল ফালাকাটায়। পড়ুয়ারা চেটেপুটে খেল পিঠেপুলি।
আগামীকাল মকর সংক্রান্তি, পৌষ পার্বণে মাতবে গোটা বাংলা। স্কুল ছুটি থাকে এই উপলক্ষে। এবারে স্কুলেই পিঠে পুলি উৎসবের আয়োজন হল ফালাকাটায়। পড়ুয়ারা চেটেপুটে খেল পিঠেপুলে।
advertisement
2/5
মালপোয়া,পায়েস, সেদ্ধ পুলি নানান রকমের পিঠে দিয়ে সাজানো হয়েছিল পড়ুয়াদের থালা। এদিনের মিড ডে মিলে ছিল না খিচুড়ি অথবা ভাত। অন্যরকমের খাবার পেয়ে খুশি হতে দেখা যায় পড়ুয়াদের।
মালপোয়া, পায়েস,সেদ্ধ পুলি নানান রকমের পিঠে দিয়ে সাজানো হয়েছিল পড়ুয়াদের থালা। দিনের মিড ডে মিলে ছিল না খিচুড়ি অথবা ভাত। অন্যরকমের খাবার পেয়ে খুশি হতে দেখা যায় পড়ুয়াদের।
advertisement
3/5
ফালাকাটার পাড়েঙ্গেরপার হাই স্কুলে আয়োজন করা হয়েছিল পিঠেপুলি উৎসবের। সকাল থেকেই মিড ডে মিলের রাঁধুনিদের দেখা যায় আয়োজনে ব্যস্ত থাকতে। বাজার করা থেকে শুরু করে পিঠে তৈরি সবটাই নিজের হাতে করেন তারা।
ফালাকাটার পাড়েঙ্গেরপার হাই স্কুলে আয়োজন করা হয়েছিল পিঠেপুলি উৎসবের। সকাল থেকেই মিড ডে মিলের রাঁধুনিদের দেখা যায় আয়োজনে ব্যস্ত থাকতে। বাজার করা থেকে শুরু করে পিঠে তৈরি সবটাই নিজের হাতে করেন তারা।
advertisement
4/5
বিদ্যালয়ের একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা পরিবেশনের দায়িত্ব নিয়েছিল। স্কুলের পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণীর পড়ুয়াদের পিঠে পুলি পাতায় পরিবেশন করেন বড় দাদারা। পরবর্তীতে তারা নিজেদের মুখে খাবার তোলে।
বিদ্যালয়ের একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা পরিবেশনের দায়িত্ব নিয়েছিল। স্কুলের পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণীর পড়ুয়াদের পিঠে পুলি পাতায় পরিবেশন করেন বড় দাদারা। পরবর্তীতে তারা নিজেদের মুখে খাবার তোলে।
advertisement
5/5
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডঃ প্রবীর রায়চৌধুরী জানান,
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডঃ প্রবীর রায়চৌধুরী জানান, " বছরে এটি একটি নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এর সাড়া অভূতপূর্ব। পড়ুয়ারা নতুন কিছু চায় এর থেকেই বোঝা যায়। আগামী বছরেও এমনই আয়োজন করা হবে। "
advertisement
advertisement
advertisement