Pet Cat Lost : ডাক্তার দেখাতে গিয়ে নিখোঁজ ‘চিগি’র সন্ধানে পোস্টার, পোষা বিড়ালের খোঁজে পুলিশকুকুরের কথা ভাবনা পরিবারে

Last Updated:
Pet Cat Lost : আলিপুরদয়ার জেলা শহরের বাবুপাড়া এলাকা থেকে নিখোঁজ হয় বছর ৬ এর 'চিগি'৷ তার পর থেকেই নাওয়া-খাওয়া শিকেয় উঠেছে পরিবারের।
1/5
হারানো 'চিগি' কে খুঁজতে মরিয়া বাবা ও মেয়ে। শহরজুড়ে পড়ল পোস্টার, শুরু হলো মাইকিং। এমনকি 'চিগি'কে খুঁজতে স্নিফার ডগ আনার আবেদন জানাচ্ছেন ওই পরিবার। ( প্রতিবেদন : রাজকুমার কর্মকার)
হারানো 'চিগি' কে খুঁজতে মরিয়া বাবা ও মেয়ে। শহরজুড়ে পড়ল পোস্টার, শুরু হলো মাইকিং। এমনকি 'চিগি'কে খুঁজতে স্নিফার ডগ আনার আবেদন জানাচ্ছেন ওই পরিবার। ( প্রতিবেদন : রাজকুমার কর্মকার)
advertisement
2/5
গত ১০ ই মে আলিপুরদয়ার জেলা শহরের বাবুপাড়া এলাকা থেকে নিখোঁজ হয় বছর ৬ এর 'চিগি'৷ তার পর থেকেই নাওয়া-খাওয়া শিকেয় উঠেছে পরিবারের। কে এই 'চিগি' ? যাকে খুঁজতে এতো হুলুস্থুল, এটাই ভাবছেন ? 'চিগি' হল আলিপুরদুয়ার জেলা শহরের সাথীর গলি এলাকার দেবনাথ পরিবারের পোষ্য বেড়াল।
গত ১০ ই মে আলিপুরদয়ার জেলা শহরের বাবুপাড়া এলাকা থেকে নিখোঁজ হয় বছর ৬ এর 'চিগি'৷ তার পর থেকেই নাওয়া-খাওয়া শিকেয় উঠেছে পরিবারের। কে এই 'চিগি' ? যাকে খুঁজতে এতো হুলুস্থুল, এটাই ভাবছেন ? 'চিগি' হল আলিপুরদুয়ার জেলা শহরের সাথীর গলি এলাকার দেবনাথ পরিবারের পোষ্য বেড়াল।
advertisement
3/5
বছর ৬ আগে হায়দ্রাবাদ থেকে ওই বিড়ালটিকে আলিপুরদুয়ারে নিয়ে আসা হয় ৷ দীর্ঘদিন ধরে 'চিগি'র সঙ্গে এক নিবিড় সম্পর্ক গড়ে ওঠে ওই পরিবারের। এককথায় পরিবারের অন্যতম এক সদস্য 'চিগি'। তাই সে নিখোঁজ হওয়ার পর থেকে শোকের ছায়া দেবনাথ পরিবারে।
বছর ৬ আগে হায়দ্রাবাদ থেকে ওই বিড়ালটিকে আলিপুরদুয়ারে নিয়ে আসা হয় ৷ দীর্ঘদিন ধরে 'চিগি'র সঙ্গে এক নিবিড় সম্পর্ক গড়ে ওঠে ওই পরিবারের। এককথায় পরিবারের অন্যতম এক সদস্য 'চিগি'। তাই সে নিখোঁজ হওয়ার পর থেকে শোকের ছায়া দেবনাথ পরিবারে।
advertisement
4/5
জানা গিয়েছে 'চিগি'-র শারীরিক পরিস্থিতি খারাপ দেখে গত ১০ মে বাবুপাড়া পশু চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা করাতে গেলে, সেখান থেকেই নিখোঁজ হয় 'চিগি'। তার পর থেকেই 'চিগি'কে খুঁজতে হন্তদন্ত হয়ে শুরু করে ওই পরিবার।
জানা গিয়েছে 'চিগি'-র শারীরিক পরিস্থিতি খারাপ দেখে গত ১০ মে বাবুপাড়া পশু চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা করাতে গেলে, সেখান থেকেই নিখোঁজ হয় 'চিগি'। তার পর থেকেই 'চিগি'কে খুঁজতে হন্তদন্ত হয়ে শুরু করে ওই পরিবার।
advertisement
5/5
ইতিমধ্যেই পোস্টার ছাপিয়ে সংবাদপত্রের সঙ্গে জেলা শহরের বাবুপাড়া এলাকা-সহ বিভিন্ন এলাকায় নিখোঁজের সন্ধান পেতে প্রচার চালানো হয়। শনিবার বিকেল থেকে শহরজুড়ে মাইকিং করা হয়। এর পরও যদি 'চিগি'র খোঁজ না মেলে , পুলিশের দ্বারস্থ হয়ে স্নিফার ডগ এর সাহায্যে খোঁজ শুরু করার ভাবনা ওই পরিবারের।
ইতিমধ্যেই পোস্টার ছাপিয়ে সংবাদপত্রের সঙ্গে জেলা শহরের বাবুপাড়া এলাকা-সহ বিভিন্ন এলাকায় নিখোঁজের সন্ধান পেতে প্রচার চালানো হয়। শনিবার বিকেল থেকে শহরজুড়ে মাইকিং করা হয়। এর পরও যদি 'চিগি'র খোঁজ না মেলে , পুলিশের দ্বারস্থ হয়ে স্নিফার ডগ এর সাহায্যে খোঁজ শুরু করার ভাবনা ওই পরিবারের।
advertisement
advertisement
advertisement