Toilet: পাবলিক শৌচালয়ে ভয়ঙ্কর কাণ্ড! দেওয়ালে উঠে গোপনে মহিলার ভিডিও করছিল যুবক, চিৎকার করতেই যা ঘটল...

Last Updated:
Toilet: অভিযোগকারী মহিলা জানান, তাদের হোটেলের মার্কেটে এলাকায় একটি শৌচালয় রয়েছে। প্রতিদিনের মত এদিন‌ও তিনি শৌচকর্ম করার জন্য সেখানে যান। সেই সময় তিনি দেখতে পান এক যুবক মোবাইল ফোন নিয়ে শৌচালয়ের দেওয়ালে উঠে তার ভিডিও করছে।
1/7
অশ্লীলতার সীমা ঝাঁপিয়ে শৌচালয়ের দেওয়ালে উঠে মহিলার ভিডিও করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল এক যুবক। ধরা পড়া মাত্রই জনতার হাতে উত্তম মধ্যম ধোলাই যুবকের।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
অশ্লীলতার সীমা ঝাঁপিয়ে শৌচালয়ের দেওয়ালে উঠে মহিলার ভিডিও করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল এক যুবক। ধরা পড়া মাত্রই জনতার হাতে উত্তম মধ্যম ধোলাই যুবকের।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
2/7
এমনই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল মালদহ শহরের নেতাজি সুপার মার্কেট এলাকায়। ঘটনায় ক্রোধিত জনতার হাত থেকে উদ্ধারের পর ওই যুবককে আটক করে নিয়ে যায় ইংরেজবাজার থানার পুলিশ।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
এমনই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল মালদহ শহরের নেতাজি সুপার মার্কেট এলাকায়। ঘটনায় ক্রোধিত জনতার হাত থেকে উদ্ধারের পর ওই যুবককে আটক করে নিয়ে যায় ইংরেজবাজার থানার পুলিশ।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
3/7
জানা গিয়েছে, ওই এলাকায় এক মহিলা সেই মার্কেটের একটি হোটেলে কাজ করেন। হোটেলের পাশেই রয়েছে একটি শৌচালয়। এদিন ওই শৌচালয়ে শৌচ কর্ম করতে যান ওই হোটেল কর্মী মহিলা। সেই সময় এক যুবক মোবাইল ফোন নিয়ে ওই মহিলার ভিডিও করে বলে অভিযোগ।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
জানা গিয়েছে, ওই এলাকায় এক মহিলা সেই মার্কেটের একটি হোটেলে কাজ করেন। হোটেলের পাশেই রয়েছে একটি শৌচালয়। এদিন ওই শৌচালয়ে শৌচ কর্ম করতে যান ওই হোটেল কর্মী মহিলা। সেই সময় এক যুবক মোবাইল ফোন নিয়ে ওই মহিলার ভিডিও করে বলে অভিযোগ।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
4/7
অভিযোগকারী মহিলা জানান,
অভিযোগকারী মহিলা জানান, 'তাদের হোটেলের মার্কেটে এলাকায় একটি শৌচালয় রয়েছে। প্রতিদিনের মত এদিন‌ও তিনি শৌচকর্ম করার জন্য সেখানে যান। সেই সময় তিনি দেখতে পান এক যুবক মোবাইল ফোন নিয়ে শৌচালয়ের দেওয়ালে উঠে তার ভিডিও করছে।'(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
5/7
এরপর ওই মহিলা চিৎকার চেঁচামেচি করলে সেখানে জড়ো হয় জনতা। ছুটে আসে মার্কেটের অন্যান্য দোকানদার এবং কর্মীরা। এসে ওই যুবককে ধরে ফেলে উত্তম মধ্যম প্রহার শুরু করে। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
এরপর ওই মহিলা চিৎকার চেঁচামেচি করলে সেখানে জড়ো হয় জনতা। ছুটে আসে মার্কেটের অন্যান্য দোকানদার এবং কর্মীরা। এসে ওই যুবককে ধরে ফেলে উত্তম মধ্যম প্রহার শুরু করে। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
6/7
এই ঘটনায় শোরগোল ছড়িয়ে পড়ে মালদহ শহরের নেতাজি সুপার মার্কেটে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইংরেজবাজার থানার পুলিশ। ঘটনাস্থল থেকে ওই যুবককে উদ্ধারের পর আটক করে নিয়ে যায় পুলিশ।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
এই ঘটনায় শোরগোল ছড়িয়ে পড়ে মালদহ শহরের নেতাজি সুপার মার্কেটে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইংরেজবাজার থানার পুলিশ। ঘটনাস্থল থেকে ওই যুবককে উদ্ধারের পর আটক করে নিয়ে যায় পুলিশ।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
7/7
এই ঘটনার রীতিমত আতঙ্ক সৃষ্টি হয়েছে মার্কেটের মহিলাদের মধ্যে। তাঁরা তাদের নিরাপত্তার দাবি তুলে সোচ্চার হয়েছেন। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
এই ঘটনার রীতিমত আতঙ্ক সৃষ্টি হয়েছে মার্কেটের মহিলাদের মধ্যে। তাঁরা তাদের নিরাপত্তার দাবি তুলে সোচ্চার হয়েছেন। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
advertisement
advertisement