ফটো গ্যালারির জন্য সীমান্তবর্তী এলাকায় মনোরম দৃশ্যের পাশাপাশি নিলিবিলি পরিবেশে নদীর পাড়ে একান্তে সময় কাটাতে চান প্রিয়জন বা পরিবারের সঙ্গে? তাহলে একদিনের ছুটি কাটাতে ঘুরে আসতেই পারেন টাকি। সদর শহর বারাসাত থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরত্বে ইছামতীর নদীর ধারেই রয়েছে এই সুন্দর ভ্রমণ স্থল। ( রুদ্র নারায়ণ রায় )
ভাবছেন কীভাবে যাবেন? কলকাতার শিয়ালদা স্টেশন থেকে হাসনাবাদের ট্রেনে চেপে মাত্র দু' ঘন্টার যাত্রাপথ টাকি। এছাড়াও সড়কপথে বারাসতের চাঁপাডালি মোড় থেকে হাসনাবাদ রুটের বাস ধরেও যাওয়া যাবে ইছামতীর পার ঘেসা এই সুন্দর টাকি শহরে। তবে সড়কপথের তুলনায় ট্রেনে টাকি অনেকটাই আরামদায়ক এবং তাতে সময়ও অনেকটাই কম লাগে।