North 24 Parganas News: রোদ-বৃষ্টিতে আর কষ্ট নয়! ডেলিভারি বয়দের বিশ্রামের জন্য কমিউনিটি জোন নিউ টাউনে!

Last Updated:
North 24 Parganas News: আর রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে রাস্তায় অপেক্ষা করতে হবে না ডেলিভারি বয়দের! তাঁদের বিশ্রামের জন্য নিউটাউনে তৈরি হল কমিউনিটি জোন! জানুন কি কি সুবিধা পাবেন!
1/10
বিগত কয়েক বছরের করোনা অতিমারির জেরে উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে অনলাইন ব্যবসা। ঘরে বসেই পছন্দের জিনিস পেয়ে যাচ্ছেন গ্রাহকরা। খাওয়ার হোক বা পছন্দের পোশাক ছবি মিলছে ঘরের দুয়ারে। (লেখা ও ছবি: রুদ্র নারায়ন রায় )
বিগত কয়েক বছরের করোনা অতিমারির জেরে উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে অনলাইন ব্যবসা। ঘরে বসেই পছন্দের জিনিস পেয়ে যাচ্ছেন গ্রাহকরা। খাওয়ার হোক বা পছন্দের পোশাক ছবি মিলছে ঘরের দুয়ারে। (লেখা ও ছবি: রুদ্র নারায়ন রায় )
advertisement
2/10
মানুষের অনলাইন নির্ভরতার কারণে অ্যামাজন , ফ্লিপকার্টের পাশাপাশি সুইগি , জোম্যাটো , উবের ইটস - এর মতো অনলাইন ফুড ডেলিভারির জনপ্রিয়তাও তাই এখন আকাশছোঁয়া। চাহিদা বেড়েছে উবের - ওলা বাইক ট্যাক্সিরও। (লেখা ও ছবি: রুদ্র নারায়ন রায় )
মানুষের অনলাইন নির্ভরতার কারণে অ্যামাজন , ফ্লিপকার্টের পাশাপাশি সুইগি , জোম্যাটো , উবের ইটস - এর মতো অনলাইন ফুড ডেলিভারির জনপ্রিয়তাও তাই এখন আকাশছোঁয়া। চাহিদা বেড়েছে উবের - ওলা বাইক ট্যাক্সিরও। (লেখা ও ছবি: রুদ্র নারায়ন রায় )
advertisement
3/10
শহর ও শহরতলীর হাজার হাজার যুবক এখন এই ধরনের কাজে যুক্ত। নিউ টাউনে প্রতিদিনই বাড়ছে ডেলিভারি বয়ের সংখ্যা। (লেখা ও ছবি: রুদ্র নারায়ন রায় )
শহর ও শহরতলীর হাজার হাজার যুবক এখন এই ধরনের কাজে যুক্ত। নিউ টাউনে প্রতিদিনই বাড়ছে ডেলিভারি বয়ের সংখ্যা। (লেখা ও ছবি: রুদ্র নারায়ন রায় )
advertisement
4/10
প্রখর গরম, বৃষ্টি, এমনকি ঠান্ডা কে উপেক্ষা করে দৈনিক দশ থেকে বারো ঘণ্টা এই কাজ করে জীবিকা নির্বাহ করেন তাঁরা। (লেখা ও ছবি: রুদ্র নারায়ন রায় )
প্রখর গরম, বৃষ্টি, এমনকি ঠান্ডা কে উপেক্ষা করে দৈনিক দশ থেকে বারো ঘণ্টা এই কাজ করে জীবিকা নির্বাহ করেন তাঁরা। (লেখা ও ছবি: রুদ্র নারায়ন রায় )
advertisement
5/10
কাজের ফাঁকে কিছুক্ষণের বিশ্রাম বা সময় কাটানোর জন্যে উপযুক্ত জায়গার অভাবের ফলে রাস্তায় বা কোন গাছের তলায় আশ্রয় নিতে হয় একটু জিরিয়ে নেওয়ার জন্য। (লেখা ও ছবি: রুদ্র নারায়ন রায় )
কাজের ফাঁকে কিছুক্ষণের বিশ্রাম বা সময় কাটানোর জন্যে উপযুক্ত জায়গার অভাবের ফলে রাস্তায় বা কোন গাছের তলায় আশ্রয় নিতে হয় একটু জিরিয়ে নেওয়ার জন্য। (লেখা ও ছবি: রুদ্র নারায়ন রায় )
advertisement
6/10
বেশির ভাগ সময় দেখা যায় কোন শপিং মলের সিঁড়িতে বা বাইকের সিটেই বসে থাকতে। (লেখা ও ছবি: রুদ্র নারায়ন রায় )
বেশির ভাগ সময় দেখা যায় কোন শপিং মলের সিঁড়িতে বা বাইকের সিটেই বসে থাকতে। (লেখা ও ছবি: রুদ্র নারায়ন রায় )
advertisement
7/10
তাঁদের কথা ভেবেই এই প্রথম কমিউনিটি জোন তৈরি করেছে হিডকো। বিশ্ববাংলা সরণিতে অ্যাক্সিস মলের পাশের ব্রিজের নীচের অংশ খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। (লেখা ও ছবি: রুদ্র নারায়ন রায় )
তাঁদের কথা ভেবেই এই প্রথম কমিউনিটি জোন তৈরি করেছে হিডকো। বিশ্ববাংলা সরণিতে অ্যাক্সিস মলের পাশের ব্রিজের নীচের অংশ খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। (লেখা ও ছবি: রুদ্র নারায়ন রায় )
advertisement
8/10
বেশ কিছু কংক্রিটের আসনও তৈরি করা হয়েছে ডেলিভারি বয়দের বিশ্রামের কথা ভেবে। ঠিক কাছেই একটি পে অ্যান্ড ইউজ টয়লেটও চালু করা হয়েছে । কয়েকটি ফুড স্টলও রয়েছে । আবার এখানে স্ট্রিট থিয়েটার , পথসভাও করতে পারবেন যে কেউ।(লেখা ও ছবি: রুদ্র নারায়ন রায় )
বেশ কিছু কংক্রিটের আসনও তৈরি করা হয়েছে ডেলিভারি বয়দের বিশ্রামের কথা ভেবে। ঠিক কাছেই একটি পে অ্যান্ড ইউজ টয়লেটও চালু করা হয়েছে । কয়েকটি ফুড স্টলও রয়েছে । আবার এখানে স্ট্রিট থিয়েটার , পথসভাও করতে পারবেন যে কেউ।(লেখা ও ছবি: রুদ্র নারায়ন রায় )
advertisement
9/10
হিডকো সূত্রে খবর , এই কমিউনিটি জোনের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে এনকেডিএ । হিডকোর ম্যানেজিং ডিরেক্টর দেবাশিস সেন বলেন , ' বর্তমান সমাজে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা ডেলিভারি বয়দের । অথচ কাজের ফাঁকে অবসর যাপনে কোথাও কোনও ভালো বন্দোবস্ত নেই তাঁদের জন্যে । তাই এই কমিউনিটি জোন তৈরি করলাম আমরা।' শুধু ডেলিভারি বয়রা নন , পথচলতি সাধারণ মানুষও এর উপকার পাচ্ছেন বলেই জানানো হয় হিটকো তরফ থেকে। (লেখা ও ছবি: রুদ্র নারায়ন রায় )
হিডকো সূত্রে খবর , এই কমিউনিটি জোনের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে এনকেডিএ । হিডকোর ম্যানেজিং ডিরেক্টর দেবাশিস সেন বলেন , ' বর্তমান সমাজে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা ডেলিভারি বয়দের । অথচ কাজের ফাঁকে অবসর যাপনে কোথাও কোনও ভালো বন্দোবস্ত নেই তাঁদের জন্যে । তাই এই কমিউনিটি জোন তৈরি করলাম আমরা।' শুধু ডেলিভারি বয়রা নন , পথচলতি সাধারণ মানুষও এর উপকার পাচ্ছেন বলেই জানানো হয় হিটকো তরফ থেকে। (লেখা ও ছবি: রুদ্র নারায়ন রায় )
advertisement
10/10
অ্যাকশন এরিয়া ওয়ানে বিশ্ববাংলা সরণির উত্তর ও দক্ষিণ মিলিয়ে মোট তিনটি বড় শপিং মল রয়েছে। অতীতে, ব্রিজের নীচে সন্ধে হলেই অনেক অসামাজিক কাজকর্ম হত। লোকজন অবৈধ ভাবে গাড়ি পার্ক করেও রাখত। নতুন কমিউনিটি জোনে তৈরি হওয়ার ফলে এলাকার পরিবেশও এখন অনেকটাই বদলেছে বলে দাবি স্থানীয়দের। (লেখা ও ছবি: রুদ্র নারায়ন রায় )
অ্যাকশন এরিয়া ওয়ানে বিশ্ববাংলা সরণির উত্তর ও দক্ষিণ মিলিয়ে মোট তিনটি বড় শপিং মল রয়েছে। অতীতে, ব্রিজের নীচে সন্ধে হলেই অনেক অসামাজিক কাজকর্ম হত। লোকজন অবৈধ ভাবে গাড়ি পার্ক করেও রাখত। নতুন কমিউনিটি জোনে তৈরি হওয়ার ফলে এলাকার পরিবেশও এখন অনেকটাই বদলেছে বলে দাবি স্থানীয়দের। (লেখা ও ছবি: রুদ্র নারায়ন রায় )
advertisement
advertisement
advertisement