North 24 Parganas News: রোদ-বৃষ্টিতে আর কষ্ট নয়! ডেলিভারি বয়দের বিশ্রামের জন্য কমিউনিটি জোন নিউ টাউনে!
- Published by:Piya Banerjee
Last Updated:
North 24 Parganas News: আর রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে রাস্তায় অপেক্ষা করতে হবে না ডেলিভারি বয়দের! তাঁদের বিশ্রামের জন্য নিউটাউনে তৈরি হল কমিউনিটি জোন! জানুন কি কি সুবিধা পাবেন!
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
হিডকো সূত্রে খবর , এই কমিউনিটি জোনের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে এনকেডিএ । হিডকোর ম্যানেজিং ডিরেক্টর দেবাশিস সেন বলেন , ' বর্তমান সমাজে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা ডেলিভারি বয়দের । অথচ কাজের ফাঁকে অবসর যাপনে কোথাও কোনও ভালো বন্দোবস্ত নেই তাঁদের জন্যে । তাই এই কমিউনিটি জোন তৈরি করলাম আমরা।' শুধু ডেলিভারি বয়রা নন , পথচলতি সাধারণ মানুষও এর উপকার পাচ্ছেন বলেই জানানো হয় হিটকো তরফ থেকে। (লেখা ও ছবি: রুদ্র নারায়ন রায় )
advertisement
অ্যাকশন এরিয়া ওয়ানে বিশ্ববাংলা সরণির উত্তর ও দক্ষিণ মিলিয়ে মোট তিনটি বড় শপিং মল রয়েছে। অতীতে, ব্রিজের নীচে সন্ধে হলেই অনেক অসামাজিক কাজকর্ম হত। লোকজন অবৈধ ভাবে গাড়ি পার্ক করেও রাখত। নতুন কমিউনিটি জোনে তৈরি হওয়ার ফলে এলাকার পরিবেশও এখন অনেকটাই বদলেছে বলে দাবি স্থানীয়দের। (লেখা ও ছবি: রুদ্র নারায়ন রায় )
