Mosquito|| মাত্রাতিরিক্ত মশার অত্যাচারে বাড়িতে টেকা দায়! কী পদক্ষেপ নিচ্ছে নিউটাউন? জানুন
- Published by:Shubhagata Dey
Last Updated:
Mosquito Problem at Newtown: মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী। কখনও সোশ্যাল মিডিয়ায় আবার কখনও এনকেডিএ-র অফিসে গিয়ে অভিযোগ করছেন নিউটাউনবাসীরা। বাসিন্দাদের একটাই কাতর আবেদন, মশার হাত থেকে বাঁচান।
*ঘুম উড়েছে, উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী। কখনও সোশ্যাল মিডিয়ায় আবার কখনও এনকেডিএ-র অফিসে গিয়ে অভিযোগ করছেন নিউটাউনবাসীরা। বাসিন্দাদের একটাই কাতর আবেদন, মশার হাত থেকে বাঁচান। সন্ধ্যে হলেই ঘরে টেকা দায় হয়ে যাচ্ছে। সারাক্ষণ ভোঁ ভোঁ আওয়াজ। দরজা, জানাল কিছু খোলার উপায় থাকছে না। সারা শরীরে হুল ফুটিয়ে দিচ্ছে বিষাক্ত মশা। (প্রতিবেদক- রুদ্র নারায়ণ রায়)
advertisement
advertisement
advertisement
*এনকেডিএর চেয়ারম্যান দেবাশিস সেন ও সিইও অনিমেষ ভট্টাচার্য মাছ ছেড়েছেন কেষ্টপুর খালে। দেবাশিস সেন বলেন, মশাকে জন্মানোর সময় যদি ধ্বংস করা যায় তাহলে এরা আর বংশবিস্তার করতে পারবে না। তাই মশার উৎপত্তিস্থল হিসাবে প্রতিটি জলাশয়, খালে গাপ্পি মাছ ছাড়া হচ্ছে। এরা খুব সহজেই মশার লার্ভা খেয়ে বংশ বিস্তার রোখে।
advertisement
*এনকেডিএ সূত্রে খবর, এই মূহুর্তে নিউটাউনে ৩০টি ব্লকে মোট ৫০ টি আবাসন সমিতি আছে। সবমিলিয়ে ওই আবাসনগুলিতে এক লক্ষের কাছাকাছি মানুষ বাস করেন। ওই সমস্ত আবাসন গুলিতে নিয়মিত নজরদারি চালাচ্ছে এনকেডিএর একাধিক টিম। তাঁরা পেরিফেরি ক্যানাল, বাগজোলা ক্যানাল, কেস্টপুর ক্যানাল ছাড়াও প্রতিটি হাউজিং গুলিতে যাচ্ছেন। সেখানকার জল পরীক্ষা করে দেখছেন তাতে মশার লার্ভা আছে কিনা। থাকলে কীটনাশক স্প্রে করা বা ওই এলাকায় ফগিং করা হচ্ছে।
advertisement
advertisement