North 24 Parganas News: ফুল-ফলের পাশাপাশি নজর কাড়ছে বনসাই, পুষ্প প্রদর্শনী দেখতে উপচে পড়া ভিড় বসিরহাটে

Last Updated:
North 24 Parganas News: বসিরহাটে পুষ্প প্রদর্শনীকে কেন্দ্র করে প্রতিযোগিতাও হচ্ছে। কে কত ভাল ফুলের বাগান সাজাতে পারে এই হল বিচার্য্য বিষয়।
1/6
ফুল ভালোবাসে না এমন মানুষ পৃথিবীতে বোধহয় নেই। ফুলের অপরূপ সৌন্দর্যে হারিয়ে যাই আমরা। শীতের ফুলের সম্ভাহারে মেতে ওঠে পরিবেশ। ফুলের ডালি সেজে বসিরহাটে শুরু হল পুষ্প প্রদর্শনী।
ফুল ভালোবাসে না এমন মানুষ পৃথিবীতে বোধহয় নেই। ফুলের অপরূপ সৌন্দর্যে হারিয়ে যাই আমরা। শীতের ফুলের সম্ভাহারে মেতে ওঠে পরিবেশ। ফুলের ডালি সেজে বসিরহাটে শুরু হল পুষ্প প্রদর্শনী।
advertisement
2/6
বসিরহাটে পুষ্প প্রদর্শনীকে কেন্দ্র করে প্রতিযোগিতাও হচ্ছে। কে কত ভাল ফুলের বাগান সাজাতে পারে এই হল বিচার্য্য বিষয়।
বসিরহাটে পুষ্প প্রদর্শনীকে কেন্দ্র করে প্রতিযোগিতাও হচ্ছে। কে কত ভাল ফুলের বাগান সাজাতে পারে এই হল বিচার্য্য বিষয়।
advertisement
3/6
চন্দ্রমল্লিকা, ডালিয়া, গোলাপ, গাঁদার পাশাপাশি প্রদর্শনীতে জায়গা করে নিয়েছে স্যালভিয়া, পিটুনিয়া, প্যানজি, ক্লায়ান্থাস, সেলোসিয়ার মতো মরশুমি ফুলে প্রদর্শনী ভরে উঠেছে।
চন্দ্রমল্লিকা, ডালিয়া, গোলাপ, গাঁদার পাশাপাশি প্রদর্শনীতে জায়গা করে নিয়েছে স্যালভিয়া, পিটুনিয়া, প্যানজি, ক্লায়ান্থাস, সেলোসিয়ার মতো মরশুমি ফুলে প্রদর্শনী ভরে উঠেছে।
advertisement
4/6
এই পুষ্প প্রদর্শনীতে শীতকালীন বিভিন্ন ধরনের দেশি এবং বিদেশি ফুলের সম্ভার উপচে পড়ছে। পাশাপাশি বিভিন্ন ধরনের ফলের গাছ‌ও এই প্রদর্শনীতে আছে।
এই পুষ্প প্রদর্শনীতে শীতকালীন বিভিন্ন ধরনের দেশি এবং বিদেশি ফুলের সম্ভার উপচে পড়ছে। পাশাপাশি বিভিন্ন ধরনের ফলের গাছ‌ও এই প্রদর্শনীতে আছে।
advertisement
5/6
ছোট্ট মাটির পাত্রে পূর্ণ গাছের আদলে বট, চাইনিজ এলম যে গাছগুলো সহজে বেঁচে থাকতে পারে তাদের ছোট আকারে সুন্দর করে বাঁচিয়ে রাখার শিল্প যা বনসাই নামে পরিচিত।
ছোট্ট মাটির পাত্রে পূর্ণ গাছের আদলে বট, চাইনিজ এলম যে গাছগুলো সহজে বেঁচে থাকতে পারে তাদের ছোট আকারে সুন্দর করে বাঁচিয়ে রাখার শিল্প যা বনসাই নামে পরিচিত।
advertisement
6/6
প্রদর্শনীতে ছোট বোতাম থেকে শুরু করে মাঝারি ফুটবল পর্যন্ত বিভিন্ন আকারের চন্দ্রমল্লিকা ফুল প্রদর্শনীতে আছে, তেমনি আছে নানা রং ও নকশার বাহার।
প্রদর্শনীতে ছোট বোতাম থেকে শুরু করে মাঝারি ফুটবল পর্যন্ত বিভিন্ন আকারের চন্দ্রমল্লিকা ফুল প্রদর্শনীতে আছে, তেমনি আছে নানা রং ও নকশার বাহার।
advertisement
advertisement
advertisement