মাত্র ১৫০ টাকাতে পৌঁছে যাবে দিঘাতে! ভাবছেন, এ আবার কীভাবে সম্ভব! কলকাতা-সহ উত্তর ২৪ পরগনার জেলাবাসীদের জন্য এবার সুখবর।
2/ 8
নিউব্যারাকপুর থেকে দিঘা বাস পরিষেবা নতুন করে আবারও চালু হয়েছে। নিউব্যারাকপুর পুরসভা উদ্যোগে এবং দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বেলঘরিয়া ডিপোর সহযোগিতা নতুন করে পরিষেবা চালু করা হয়েছে।
3/ 8
পরিষেবার শুভ উদ্বোধন হয়েছে পুরপ্রধান প্রবীর সাহার হাত দিয়ে। ২০১৮ সালে এই বাস পরিষেবা চালু হয়। তবে করোনা কালীন পরিস্থিতিতে বন্ধ হয়ে যায় এই পরিষেবা।
4/ 8
তারপর থেকেই দীর্ঘদিন বন্ধ ছিল এই দীঘা নিউবারাকপুর বাস। অবশেষে সব রকম জটিলতা কাটিয়ে এবং আধিকারিকদের সহযোগিতায় নতুন করে যাত্রী পরিষেবা দেওয়ার জন্য ফের চালু এই বাস পরিষেবা।
5/ 8
নিয়মিত এই বাস সকাল ৬ টা ৪৫ এ ছাড়বে নিউ বারাকপুর থানা সংলগ্ন কৃষ্টি হলের সামনে থেকে। বাসটি নিউ ব্যারাকপুর থেকে ছেড়ে ডানলপ হয়ে নন্দকুমার হয়ে দীঘা পৌঁছাবে।
6/ 8
আবারও দিঘা থেকে দুপুর দুটোয় ছেড়ে নিউ ব্যারাকপুরে পৌঁছাবে। দিঘা থেকে নিউ ব্যারাকপুর যাওয়ার জন্য প্রায় চার ঘন্টার কিছু বেশি সময় ধরা হয়েছে।
7/ 8
তবে প্রায় ১৯৫ কিমি যাত্রার বাসের ভাড়া রাখা হয়েছে মাত্র ১৫০ টাকা। যা সর্বসাধারণের নাগালের মধ্যেই থাকবে বলে জানানো হয়েছে সংস্থার তরফ থেকে।
8/ 8
প্রতিদিনই এই বাস চলবে নিয়ম করে। গরমের মরসুমে নিউব্যারাকপুর-দিঘা বাস পরিসেবা চালু হওয়ার খুশি এলাকার মানুষজন।
Digha: মাত্র ১৫০ টাকায় আরামে দিঘা যাওয়ার সুযোগ! গরমের মধ্যে সময় করে ঘুরে আসুন
নিউব্যারাকপুর থেকে দিঘা বাস পরিষেবা নতুন করে আবারও চালু হয়েছে। নিউব্যারাকপুর পুরসভা উদ্যোগে এবং দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বেলঘরিয়া ডিপোর সহযোগিতা নতুন করে পরিষেবা চালু করা হয়েছে।
Digha: মাত্র ১৫০ টাকায় আরামে দিঘা যাওয়ার সুযোগ! গরমের মধ্যে সময় করে ঘুরে আসুন
তারপর থেকেই দীর্ঘদিন বন্ধ ছিল এই দীঘা নিউবারাকপুর বাস। অবশেষে সব রকম জটিলতা কাটিয়ে এবং আধিকারিকদের সহযোগিতায় নতুন করে যাত্রী পরিষেবা দেওয়ার জন্য ফের চালু এই বাস পরিষেবা।
Digha: মাত্র ১৫০ টাকায় আরামে দিঘা যাওয়ার সুযোগ! গরমের মধ্যে সময় করে ঘুরে আসুন
নিয়মিত এই বাস সকাল ৬ টা ৪৫ এ ছাড়বে নিউ বারাকপুর থানা সংলগ্ন কৃষ্টি হলের সামনে থেকে। বাসটি নিউ ব্যারাকপুর থেকে ছেড়ে ডানলপ হয়ে নন্দকুমার হয়ে দীঘা পৌঁছাবে।