Viswakarma Puja:বিশ্বকর্মা পুজোয় চোখ ধাঁধানো মণ্ডপ, থিমে  চন্দ্রাযান বসিরহাটে

Last Updated:
দুর্গাপুজো, কালীপুজোয় বহু বছর ধরেই থিমের দেখা মেলে। বেশ কয়েক বছর ধরে বিশ্বকর্মা পুজোয় দেখা যাচ্ছে থিমের।  উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাটে এমন থিম রীতিমতো নজর কেড়েছে সকলের।
1/6
গত বছরে দুর্গাপুজো, কালীপুজোর থিমে চন্দ্রাযান এর ছবি ধরা পড়লেও এবার বিশ্বকর্মা পুজোয় দেখা মিলল চন্দ্রাযান এর।
গত বছরে দুর্গাপুজো, কালীপুজোর থিমে চন্দ্রাযান এর ছবি ধরা পড়লেও এবার বিশ্বকর্মা পুজোয় দেখা মিলল চন্দ্রাযান এর।
advertisement
2/6
দুর্গাপুজো, কালীপুজোয় বহু বছর ধরেই থিমের দেখা মেলে। বেশ কয়েক বছর ধরে বিশ্বকর্মা পুজোয় দেখা যাচ্ছে থিমের। উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাটে এমন থিম রীতিমতো নজর কেড়েছে সকলের।
দুর্গাপুজো, কালীপুজোয় বহু বছর ধরেই থিমের দেখা মেলে। বেশ কয়েক বছর ধরে বিশ্বকর্মা পুজোয় দেখা যাচ্ছে থিমের। উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাটে এমন থিম রীতিমতো নজর কেড়েছে সকলের।
advertisement
3/6
গত বছর ২৩ অগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখে ইসরোর মহাকাশযান বিক্রম ল্যান্ডার। প্রসঙ্গত, চাঁদে ল্যান্ড করার সঙ্গে সঙ্গে ইতিহাস গড়ে ফেলে ভারত।
গত বছর ২৩ অগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখে ইসরোর মহাকাশযান বিক্রম ল্যান্ডার। প্রসঙ্গত, চাঁদে ল্যান্ড করার সঙ্গে সঙ্গে ইতিহাস গড়ে ফেলে ভারত।
advertisement
4/6
সেই গর্বের মুহূর্তকেই থিম দিয়ে ফুটিয়ে তুলতে বসিরহাট টাউন ই রিক্সা অপারেটর ইউনিয়নের পুজো।
সেই গর্বের মুহূর্তকেই থিম দিয়ে ফুটিয়ে তুলতে বসিরহাট টাউন ই রিক্সা অপারেটর ইউনিয়নের পুজো।
advertisement
5/6
প্রসঙ্গত, ইসরোর এই অভিযানকে সম্মান জানাতে বিশ্বকর্মা পুজোর এই থিম বলে জানান উদ্যোক্তা ভাস্কর মিত্র।
প্রসঙ্গত, ইসরোর এই অভিযানকে সম্মান জানাতে বিশ্বকর্মা পুজোর এই থিম বলে জানান উদ্যোক্তা ভাস্কর মিত্র।
advertisement
6/6
বিশ্বকর্মা পুজোর চন্দ্রযান-৩ -এর সেই থিম চক্ষুষ করতে এলাকায় ইছামতির তীরে সাধারণ মানুষ রীতিমতো ভিড় জমাচ্ছেন।
বিশ্বকর্মা পুজোর চন্দ্রযান-৩ -এর সেই থিম চক্ষুষ করতে এলাকায় ইছামতির তীরে সাধারণ মানুষ রীতিমতো ভিড় জমাচ্ছেন।
advertisement
advertisement
advertisement