Durga Puja 2023: সিলিকনের দুর্গার পর 'প্ল্যাটফর্ম'! এবারেও বিরাট চমক বরাহনগর ন'পাড়া দাদাভাই সংঘে

Last Updated:
Durga Puja 2023: এ বছর তাদের দুর্গাপুজোর থিমে ফুটে উঠছে প্ল্যাটফর্ম, 'জীবন যুদ্ধে প্রত্যেকেই ছুটে চলেছে কোনও একটি প্ল্যাটফর্ম পাওয়ার জন্যই' দাবি উদ্যোক্তাদের।
1/6
গত বছর সিলিকনের দুর্গা প্রতিমা করে তাক লাগিয়ে দিয়েছিল বরাহনগর  ন'পাড়া দাদাভাই সংঘের পুজো। সেই মুর্তি ঠাঁই পেয়েছে কলকাতা বিমানবন্দরে।
গত বছর সিলিকনের দুর্গা প্রতিমা করে তাক লাগিয়ে দিয়েছিল বরাহনগর  ন'পাড়া দাদাভাই সংঘের পুজো। সেই মুর্তি ঠাঁই পেয়েছে কলকাতা বিমানবন্দরে।
advertisement
2/6
এ বছর তাদের দুর্গাপুজোর থিমে ফুটে উঠছে প্ল্যাটফর্ম, 'জীবন যুদ্ধে প্রত্যেকেই ছুটে চলেছে কোনও একটি প্লাটফর্ম পাওয়ার জন্যই' দাবি উদ্যোক্তাদের।
এ বছর তাদের দুর্গাপুজোর থিমে ফুটে উঠছে প্ল্যাটফর্ম, 'জীবন যুদ্ধে প্রত্যেকেই ছুটে চলেছে কোনও একটি প্লাটফর্ম পাওয়ার জন্যই' দাবি উদ্যোক্তাদের।
advertisement
3/6
লোহা, টিন, তার সহ নানা জিনিস ব্যবহার করে ফুটিয়ে তোলা হচ্ছে মন্ডপের শিল্প  ভবনা।
লোহা, টিন, তার সহ নানা জিনিস ব্যবহার করে ফুটিয়ে তোলা হচ্ছে মন্ডপের শিল্প ভবনা।
advertisement
4/6
মহালয়ার দিন থেকেই খুলে যাবে এই প্যান্ডেলের দরজা, এবছরও বিশেষ চমক দেওয়ার অপেক্ষায় উদ্যোক্তারা
মহালয়ার দিন থেকেই খুলে যাবে এই প্যান্ডেলের দরজা, এবছরও বিশেষ চমক দেওয়ার অপেক্ষায় উদ্যোক্তারা
advertisement
5/6
প্রতিমার দায়িত্বে রয়েছেন গত বছর সিলিকনের দুর্গা বানিয়ে নজরকারা শিল্পী সুবিমল দাস, জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
প্রতিমার দায়িত্বে রয়েছেন গত বছর সিলিকনের দুর্গা বানিয়ে নজরকারা শিল্পী সুবিমল দাস, জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
advertisement
6/6
উদ্যোক্তাদের দাবি প্রতিবছরের মতই এ বছরও দাদা ভাই সংঘের মন্ডপসজ্জা আকর্ষিত করবে দর্শনার্থীদের।
উদ্যোক্তাদের দাবি প্রতিবছরের মতই এ বছরও দাদা ভাই সংঘের মন্ডপসজ্জা আকর্ষিত করবে দর্শনার্থীদের।
advertisement
advertisement
advertisement