Zero Rupee's Note: দুর্নীতির বিরুদ্ধে এক বড় হাতিয়ার শূন্য টাকার নোট! সঙ্গে অনেক অনিয়ম করবে খতম
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Zero Rupee's|Reserve Bank of India|RBI|Eliminate Corruption Against At All Levels|Buzz: শূন্য টাকার নোটের আসল উদ্দেশ্য হল গোড়া থেকে দুর্নীতিকে দূর করা
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
মানুষকে দুর্নীতির বিরুদ্ধে লড়ার করার জন্য বারেবারে স্মরণ করিয়ে দেয় ৷ ০ টাকার নোট নোট প্রায় ৫০ টাকার নোটের মতই দেখতে ৷ আসল নোটের থেকে আকারে বড় ৷ রিজার্ভ ব্যাঙ্কের জায়গায় লেখা আছে ৷ (Eliminate Corruption Against At All Levels) এছাড়াও এই নোট সঙ্কেত বহন করে অনেক কিছুরই ৷ সাধারণ মানুষ পদক্ষেপ গ্রহণ করতে পারে যদি কোনও কাজের জন্য ঘুষ চাওয়া হয় সেক্ষেত্রে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
নোটের মধ্যে ফোন নম্বর আছে এই নম্বরই বলে দেয় এটি দেশের মুদ্রা নয় এটি দুর্নীতি দমনের একটি অস্ত্র ৷ বিভিন্ন ভাষাতেই এই নোট পাওয়া যায় যেমন - হিন্দি, কন্নড়, তেলুগু, মালায়ালাম, তামিল ৷ দেশবাসীরা এই নোট নোট ডাউনলোড করতে পারেন jpg format-এ, বিশদ তথ্য পাবেন www.5thpillar.org-এই ওয়েবসাইটে ৷ প্রতীকী ছবি ৷