২০১৮ সালের জুলাইয়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর ৪১তম বার্ষিক সাধারণ সভায় জিও ফোন ২ ঘোষণা করেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর কর্ণধার মুকেশ আম্বানি৷ ১৫ অগাস্ট থেকে মেলে নতুন ফোন ৷ মাত্র ৫০১ টাকাতেই৷ ফোনটির দাম ২৯৯৯ টাকা৷ মনসুন হাঙ্গামা অফারে পুরনো জিও ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোন গ্রাহকরা পেয়ে যান ৫০১ টাকায় ৷ নতুন অফারটি শুরু হয় ২১ জুলাই থেকে৷
JioPhone2-এ থাকছে হরাইজোন্টাল ডিসপ্লে স্ক্রিন যাতে রয়েছে ২.৪ ইঞ্চি ডিসপ্লে ৷ QWERTY কিবোর্ড সুবিধা পাবেন এই ফোনে ৷ ফলে টাইপিং-এ সুবিধা হবে অনেকটাই ৷ 512MB র্যাম থাকছে ৷ 4GB স্টোরেজ তো থাকবেই, এক্সার্টানল স্টোরেজের মাধ্যমে 128GB পর্যন্ত হতে পারে আপনার ফোনের স্টোরেজ ৷ ২ মেগাপিক্সেল ক্যামারের সঙ্গে থাকছে ফ্রন্ট VGA ক্যামেরা যাতে সেলফি উঠবে দারুণ ৷ Wi-Fi, GPS,ব্লু টুথ আর FM-এ সুবিধাও থাকছে ৷