#Yearender2018: স্ট্যাচু অফ ইউনিটি, বিশ্বের উচ্চতম মূর্তি উন্মোচন

Last Updated:
1/7
বছরটি ফিরে দেখলে 'স্ট্যাচু অফ লিবার্টি'-কে এড়ানো অসম্ভব৷ ২০১৮-এর ৩১ অক্টোবর গুজরাতের কেবাডিয়ায় বিশ্বের সবচেয়ে উঁচু স্ট্যাচু, বল্লভভাই প্যাটেলের মূর্তি উন্মোচন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ জনগণের জন্য এই মূর্তিটি খোলা হয় ৩ নভেম্বর৷
বছরটি ফিরে দেখলে 'স্ট্যাচু অফ লিবার্টি'-কে এড়ানো অসম্ভব৷ ২০১৮-এর ৩১ অক্টোবর গুজরাতের কেবাডিয়ায় বিশ্বের সবচেয়ে উঁচু স্ট্যাচু, বল্লভভাই প্যাটেলের মূর্তি উন্মোচন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ জনগণের জন্য এই মূর্তিটি খোলা হয় ৩ নভেম্বর৷
advertisement
2/7
উচ্চতায় প্রায় ৬০০ ফুট৷ চিনের স্প্রিং টেম্পলের বুদ্ধ মূর্তির চেয়েও ২৩ মিটার উঁচু৷ মার্কিন মুলুকের স্ট্যাচু অফ লিবার্টি থেকেও৷ স্ট্যাচু অফ লিবার্টির উচ্চতা ৯৩ মিটার৷
উচ্চতায় প্রায় ৬০০ ফুট৷ চিনের স্প্রিং টেম্পলের বুদ্ধ মূর্তির চেয়েও ২৩ মিটার উঁচু৷ মার্কিন মুলুকের স্ট্যাচু অফ লিবার্টি থেকেও৷ স্ট্যাচু অফ লিবার্টির উচ্চতা ৯৩ মিটার৷
advertisement
3/7
ভারতের 'লৌহমানব' ও স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী৷ স্বাধীনতার আগে ভারতভূখণ্ডের ৫৬২টি রাজ্যকে একত্রিত করে রিপাবলিক অফ ইন্ডিয়া তৈরি করেছিলেন৷ সর্দার পটেলের ১৪৩তম জন্মবার্ষিকীকে উদযাপন করতেই এই সুবিশাল মূর্তি৷
ভারতের 'লৌহমানব' ও স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী৷ স্বাধীনতার আগে ভারতভূখণ্ডের ৫৬২টি রাজ্যকে একত্রিত করে রিপাবলিক অফ ইন্ডিয়া তৈরি করেছিলেন৷ সর্দার পটেলের ১৪৩তম জন্মবার্ষিকীকে উদযাপন করতেই এই সুবিশাল মূর্তি৷
advertisement
4/7
নর্মদা নদীর তীরে এই সুবিশাল মূর্তির সঙ্গে যোগসূত্র স্থাপন করছে ৩.৫ কিমি হাইওয়ে৷ সোজা কেবাডিয়া শহর পর্যন্ত৷ মূর্তিটি তৈরিতে খরচ হয় ২ হাজার ৯৮৯ কোটি টাকা৷
নর্মদা নদীর তীরে এই সুবিশাল মূর্তির সঙ্গে যোগসূত্র স্থাপন করছে ৩.৫ কিমি হাইওয়ে৷ সোজা কেবাডিয়া শহর পর্যন্ত৷ মূর্তিটি তৈরিতে খরচ হয় ২ হাজার ৯৮৯ কোটি টাকা৷
advertisement
5/7
বিশ্বের সবচেয়ে বড় মূর্তি স্ট্যাচু অফ ইউনিটি৷ মার্কিন মুলুকের স্ট্যাচু অফ লিবার্টির চেয়েও উঁচু৷ মূর্তিটি তৈরি করেছে ইনজিনিয়ারিং সংস্থা L&T৷ এমন ভাবে তৈরি করা হয়েছে, রিখটার স্কেলে ৬.৫ মাত্রার ভূমিকম্পেও কোনও ক্ষতি হবে না মূর্তির৷ এমন একটি জায়গায় মূর্তিটি রাখা হচ্ছে, যেখানে মধ্যপ্রদেশ, গুজরাট ও মহারাষ্ট্রের সংযোগস্থল৷ ১৩৫ মেট্রিক টন লোহা লেগেছে৷
বিশ্বের সবচেয়ে বড় মূর্তি স্ট্যাচু অফ ইউনিটি৷ মার্কিন মুলুকের স্ট্যাচু অফ লিবার্টির চেয়েও উঁচু৷ মূর্তিটি তৈরি করেছে ইনজিনিয়ারিং সংস্থা L&T৷ এমন ভাবে তৈরি করা হয়েছে, রিখটার স্কেলে ৬.৫ মাত্রার ভূমিকম্পেও কোনও ক্ষতি হবে না মূর্তির৷ এমন একটি জায়গায় মূর্তিটি রাখা হচ্ছে, যেখানে মধ্যপ্রদেশ, গুজরাট ও মহারাষ্ট্রের সংযোগস্থল৷ ১৩৫ মেট্রিক টন লোহা লেগেছে৷
advertisement
6/7
৩ হাজার কর্মী সাড়ে ৩ বছর ধরে মূর্তিটি নির্মাণ করেছেন৷ যার মধ্যে L&T-র ৩০০ ইনজিনিয়ার রয়েছেন৷  ২০১০ সালে আহমেদাবাদে পুরভোটের মুখে মূর্তিটি তৈরির কথা ঘোষণা করেছিলেন গুজরাটের তত্‍কালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ১ লক্ষ ৬৯ হাজারটি গ্রামের প্রায় ১ কোটি কৃষক ১২৯ টন লোহা দান করেছেন৷
৩ হাজার কর্মী সাড়ে ৩ বছর ধরে মূর্তিটি নির্মাণ করেছেন৷ যার মধ্যে L&T-র ৩০০ ইনজিনিয়ার রয়েছেন৷ ২০১০ সালে আহমেদাবাদে পুরভোটের মুখে মূর্তিটি তৈরির কথা ঘোষণা করেছিলেন গুজরাটের তত্‍কালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ১ লক্ষ ৬৯ হাজারটি গ্রামের প্রায় ১ কোটি কৃষক ১২৯ টন লোহা দান করেছেন৷
advertisement
7/7
পদ্মভূষণ প্রাপ্ত ভাস্কর রাম ভি সুতার মূর্তিটির নেপথ্যে রয়েছেন৷ অসাধারণ ব্রোঞ্জের কাজ করেছে চিনের বিখ্যাত সংস্থা৷ একসঙ্গে ২০০ মানুষ যাতে মূর্তিটি চাক্ষুষ করতে পারেন, তার জন্য বিশাল গ্যালারি তৈরি করা হয়েছে৷ তিনটি স্তরের এই মূর্তির একদম উপরের স্তর কংক্রিটের৷ দ্বিতীয় স্তর স্টিল ও তৃতীয় স্তরে ৮এমএম ব্রোঞ্জের৷ মূর্তির মাথায় পৌঁছতে দুটি লিফট থাকছে৷ একসঙ্গে ২৬ জনকে চটজলদি উপরে নিয়ে যাবে সেই লিফট৷
পদ্মভূষণ প্রাপ্ত ভাস্কর রাম ভি সুতার মূর্তিটির নেপথ্যে রয়েছেন৷ অসাধারণ ব্রোঞ্জের কাজ করেছে চিনের বিখ্যাত সংস্থা৷ একসঙ্গে ২০০ মানুষ যাতে মূর্তিটি চাক্ষুষ করতে পারেন, তার জন্য বিশাল গ্যালারি তৈরি করা হয়েছে৷ তিনটি স্তরের এই মূর্তির একদম উপরের স্তর কংক্রিটের৷ দ্বিতীয় স্তর স্টিল ও তৃতীয় স্তরে ৮এমএম ব্রোঞ্জের৷ মূর্তির মাথায় পৌঁছতে দুটি লিফট থাকছে৷ একসঙ্গে ২৬ জনকে চটজলদি উপরে নিয়ে যাবে সেই লিফট৷
advertisement
advertisement
advertisement