দিল্লির জনসংখ্যার ৮০ শতাংশের সৃষ্ট দূষণ হজম করে যমুনা নদী। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড তো সেই কবেই যমুনার দৃষণের রিপোর্ট জমা দিয়েছে। আপ প্রতিশ্রুতি দিয়েছিল, যমুনার দূষণ কমাতে সমবরকম ব্যবস্থা নেওয়া হবে। কথা থেকে গিয়েছে কথার জায়গায়। কাজ অনেক দূরে।