World's Highest Railway Bridge: বিশ্বের উচ্চতম রেলসেতু ভারতে, আইফেল টাওয়ারের থেকেও উঁচু, দেখুন অসাধারণ ছবি

Last Updated:
World's Highest Railway Bridge In Kashmir: বিশ্বের উচ্চতম রেল সেতু যেন মেঘের উপর ভাসছে। ছবি দেখলে চোখ জুড়িয়ে যাবে।
1/8
ভারতীয় রেলওয়ে চেনাব নদীর উপর বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে সেতু নির্মাণ করছে এটি ১.৩-কিমি দীর্ঘ্য। জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায় তৈরি হয়েছে এই সেতু।
ভারতীয় রেলওয়ে চেনাব নদীর উপর বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে সেতু নির্মাণ করছে এটি ১.৩-কিমি দীর্ঘ্য। জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায় তৈরি হয়েছে এই সেতু।
advertisement
2/8
শ্রীনগর-বারামুল্লা রেল লিঙ্ক (ইউএসবিআরএল) প্রকল্পের অধীনে কাটরা এবং বানিহালের মধ্যে ১১১-কিমি প্রসারিত রেলপথের সংযোগকারী এই সেতু।
শ্রীনগর-বারামুল্লা রেল লিঙ্ক (ইউএসবিআরএল) প্রকল্পের অধীনে কাটরা এবং বানিহালের মধ্যে ১১১-কিমি প্রসারিত রেলপথের সংযোগকারী এই সেতু।
advertisement
3/8
কেন্দ্রীয় রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সোমবার বিশ্বের উচ্চতম রেল সেতুর ছবি শেয়ার করেছেন। একেবারে যেন মেঘের উপরে রয়েছে সেই সেতু।
কেন্দ্রীয় রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সোমবার বিশ্বের উচ্চতম রেল সেতুর ছবি শেয়ার করেছেন। একেবারে যেন মেঘের উপরে রয়েছে সেই সেতু।
advertisement
4/8
বিশ্বের উচ্চতম সেতু ৩৫৯ মিটার উচ্চতায় রয়েছে। ব্রিজটি প্যারিসের আইফেল টাওয়ার থেকে ৩০ মিটার উঁচু।
বিশ্বের উচ্চতম সেতু ৩৫৯ মিটার উচ্চতায় রয়েছে। ব্রিজটি প্যারিসের আইফেল টাওয়ার থেকে ৩০ মিটার উঁচু।
advertisement
5/8
সেতুটির মোট ওজনু ১০, ৬১৯ মেট্রিক টন।
সেতুটির মোট ওজনু ১০, ৬১৯ মেট্রিক টন।
advertisement
6/8
২০০৪ সাল থেকে এই সেতুর নির্মাণ কাজ শুরু হয়েছিল। কাশ্মীরে এবার এই সেতু আরও একটি দর্শনীয় জায়গা বলে পরিগণিত হবে।
২০০৪ সাল থেকে এই সেতুর নির্মাণ কাজ শুরু হয়েছিল। কাশ্মীরে এবার এই সেতু আরও একটি দর্শনীয় জায়গা বলে পরিগণিত হবে।
advertisement
7/8
এই সেতুর কাজ সাম্প্রতিক সময়ে ভারতের যে কোনো রেল প্রকল্পে সবচেয়ে বড় সিভিল-ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে।
এই সেতুর কাজ সাম্প্রতিক সময়ে ভারতের যে কোনো রেল প্রকল্পে সবচেয়ে বড় সিভিল-ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে।
advertisement
8/8
বিশ্বের সর্বোচ্চ সেতু নির্মাণে ২৮,৬৬০ মেট্রিক টন ইস্পাত, ১০ লাখ কাম আর্থওয়ার্ক, ৬৬ হাজার কাম কংক্রিট এবং ২৬ কিলোমিটার মোটরেবল রাস্তা তৈরি করা হয়েছে।
বিশ্বের সর্বোচ্চ সেতু নির্মাণে ২৮,৬৬০ মেট্রিক টন ইস্পাত, ১০ লাখ কাম আর্থওয়ার্ক, ৬৬ হাজার কাম কংক্রিট এবং ২৬ কিলোমিটার মোটরেবল রাস্তা তৈরি করা হয়েছে।
advertisement
advertisement
advertisement