World Photography Day-Danish Siddiqui: বিশ্ব ফটোগ্রাফি দিবস, দেখুন তালিবান হামলায় নিহত দানিশ সিদ্দিকির তোলা অমর কিছু ছবি...
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
প্রত্যেক বছর ১৯ অগাস্ট বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব ফটোগ্রাফি দিবস (World Photography Day 2021)। ২০১৮ সালে এই পুরস্কার পেয়েছিলেন তিনি (World Photography Day-Danish Siddiqui)।
প্রত্যেক বছর ১৯ অগাস্ট বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব ফটোগ্রাফি দিবস (World Photography Day 2021)। ফটোগ্রাফির নেপথ্যের আর্ট, ক্রাফ্ট, বিজ্ঞান এবং ইতিহাসের কথা মাথায় রেখে বিশ্বজুড়ে এই দিনটি উদযাপন করা হয়। ফটোগ্রাফি বা ছবি তোলা একটা আর্ট। ছবি কোনও গল্প বলার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা মিডিয়াম। বলা যেতে পারে, এটি এমন একটি মাধ্যম যা শব্দের থেকেও তাড়াতাড়ি এবং তৎক্ষণাৎ মনের ভাব প্রকাশ করতে পারে। কোনও স্থানের চিত্র, অভিজ্ঞতা, অনুভূতি, কোনও মুহূর্ত প্রায় সবকিছুই ক্যামেরাবন্দি করা যায়।
advertisement
ছবি দিয়ে গল্প বলার কাজটা দারুণ ভাবে করে গিয়েছেন ভারতের প্রথম পুলিৎজার জয়ী চিত্রসাংবাদিক দানিশ সিদ্দিকি (Danish Siddiqui)। ২০১৮ সালে এই পুরস্কার পেয়েছিলেন তিনি (World Photography Day-Danish Siddiqui)। গত ১৬ জুলাই, ২০২১ আফগানিস্তানে তালিবান হামলায় নিহত হন দানিশ সিদ্দিকি। রোহিঙ্গাদের কষ্ট থেকে করোনায় মৃতদের হাজার চিতা! দানিশের সব ছবি বাস্তবের একেকটা দলিল।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement