• প্রেম-ভালবাসা মানুষকে কাছে পেতে কে না চায় । প্রিয় মানুষটির জন্য নিজের সবকিছু ছেড়ে দেওয়ায় যায় । কিন্তু ভালবাসা অন্ধ হয়ে যদি কেউ ঠিক-ভুলের হিসাব করতে ভুলে যায়, সেটা তখন দণ্ডনীয় অপরাধ হয়ে ওঠে । প্রতীকী চিত্র ।
2/ 7
• চেন্নাইয়ের ভেনকাটরামান স্ট্রিটের কাছে চোলাইপাল্লাম এলাকায় এমনই নৃশংস ঘটনা ঘটল এক মহিলার সঙ্গে । প্রকাশ্য রাস্তায় তাঁকে ধারাল অস্ত্র দিয়ে কোপাল তাঁরই বহুদিনের লিভ-ইন পার্টনার এক যুবক । প্রতীকী চিত্র ।
3/ 7
• পুলিশ সূত্রে খবর, ওই মহিলা এবং অভিযুক্ত ওই যুবক দু’জনে সম্পর্কে একে অপরের আত্মীয় । বেশ কয়েক মাস আগে দু’জনেই পুরনো সম্পর্কে বিচ্ছেদ ঘটিয়ে একে অপরের সঙ্গে থাকতে শুরু করেছিল । প্রতীকী চিত্র ।
4/ 7
• কিন্তু সম্প্রতি ওই মহিলার সঙ্গে যোগাযোগ বেড়েছিল তাঁর স্বামীর । তিনি ফের স্বামীর সংসারেই ফিরতে চেয়েছিলেন । এতেই ক্ষেপে গিয়েছিলেন ওই যুবক ।প্রতীকী চিত্র ।
5/ 7
• দিন কয়েক আগে ওই মহিলা পুরনো সংসারে ফিরে গেলে তাঁকে মারার পরিকল্পনা করে অভিযুক্ত । ওই মহিলাকে কিছু বলার জন্য বাড়ির বাইরে ডেকে নিয়ে আসে সে । সামনের একটি দোকান থেকে কাঁচি কিনে এনেছিল সে। প্রতীকী চিত্র ।
6/ 7
• বান্ধবীকে দেখেই তাঁকে কাঁচি দিয়ে কুপিয়ে ফালা ফালা করে দিয়ে সেখান থেকে পালিয়ে যায় ওই যুবক । সঙ্গে সঙ্গে ওই মহিলাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে । ঘটনাস্থলে আসে এমজিআর নগর থানার পুলিশ । প্রতীকী চিত্র ।
7/ 7
• প্রাথমিক চিকিৎসার পর ওই মহিলা এখন অনেকটাই সুস্থ । অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ । প্রতীকী চিত্র ।
• প্রেম-ভালবাসা মানুষকে কাছে পেতে কে না চায় । প্রিয় মানুষটির জন্য নিজের সবকিছু ছেড়ে দেওয়ায় যায় । কিন্তু ভালবাসা অন্ধ হয়ে যদি কেউ ঠিক-ভুলের হিসাব করতে ভুলে যায়, সেটা তখন দণ্ডনীয় অপরাধ হয়ে ওঠে । প্রতীকী চিত্র ।
• পুলিশ সূত্রে খবর, ওই মহিলা এবং অভিযুক্ত ওই যুবক দু’জনে সম্পর্কে একে অপরের আত্মীয় । বেশ কয়েক মাস আগে দু’জনেই পুরনো সম্পর্কে বিচ্ছেদ ঘটিয়ে একে অপরের সঙ্গে থাকতে শুরু করেছিল । প্রতীকী চিত্র ।
• দিন কয়েক আগে ওই মহিলা পুরনো সংসারে ফিরে গেলে তাঁকে মারার পরিকল্পনা করে অভিযুক্ত । ওই মহিলাকে কিছু বলার জন্য বাড়ির বাইরে ডেকে নিয়ে আসে সে । সামনের একটি দোকান থেকে কাঁচি কিনে এনেছিল সে। প্রতীকী চিত্র ।
• বান্ধবীকে দেখেই তাঁকে কাঁচি দিয়ে কুপিয়ে ফালা ফালা করে দিয়ে সেখান থেকে পালিয়ে যায় ওই যুবক । সঙ্গে সঙ্গে ওই মহিলাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে । ঘটনাস্থলে আসে এমজিআর নগর থানার পুলিশ । প্রতীকী চিত্র ।