রাফাল ওড়াবেন ভারতীয় বায়ুসেনার মহিলা পাইলট! কঠিন পরীক্ষার পর মিলল ছাড়পত্র

Last Updated:
২০১৬ সালে প্রথম বার তিন জন মহিলা ফ্লাইং অফিসারের নাম ঘোষণা করে ভারতীয় বায়ুসেনা৷ তার এক বছর আগে পরীক্ষামূলক ভাবে মহিলাদের যুদ্ধবিমান ওড়ানোর সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার৷
1/6
ভারতীয় বায়ুসেনার যে পাইলটরা রাফাল ওড়াবেন, সেই বাহিনীতে খুব শিগগিরই যোগ দিতে চলেছেন একজন মহিলা বিমানচালক৷ সোমবার সরকারি সূত্রেই এ খবর জানা গিয়েছে৷ ওই মহিলা পাইলটের মিগ ২১ ওড়ানোর অভিজ্ঞতা রয়েছে৷
ভারতীয় বায়ুসেনার যে পাইলটরা রাফাল ওড়াবেন, সেই বাহিনীতে খুব শিগগিরই যোগ দিতে চলেছেন একজন মহিলা বিমানচালক৷ সোমবার সরকারি সূত্রেই এ খবর জানা গিয়েছে৷ ওই মহিলা পাইলটের মিগ ২১ ওড়ানোর অভিজ্ঞতা রয়েছে৷
advertisement
2/6
 সরকারি সূত্রে দাবি করা হয়েছে, কঠিন পরীক্ষা এবং নির্বাচন প্রক্রিয়ায় উত্তীর্ণ হওয়ার পরই ওই মহিলা পাইলটকে রাফাল ওড়ানোর জন্য বাছা হয়েছে৷ খুব শিগগিরই তিনি আম্বালার গোল্ডেন অ্যারোজ স্কোয়াড্রোনে যোগ দেবেন৷ রাফাল ওড়ানোর দায়িত্বে রয়েছে ভারতীয় বায়ুসেনার এই গোল্ডেন অ্যারোজ স্কোয়াড্রোনই৷
সরকারি সূত্রে দাবি করা হয়েছে, কঠিন পরীক্ষা এবং নির্বাচন প্রক্রিয়ায় উত্তীর্ণ হওয়ার পরই ওই মহিলা পাইলটকে রাফাল ওড়ানোর জন্য বাছা হয়েছে৷ খুব শিগগিরই তিনি আম্বালার গোল্ডেন অ্যারোজ স্কোয়াড্রোনে যোগ দেবেন৷ রাফাল ওড়ানোর দায়িত্বে রয়েছে ভারতীয় বায়ুসেনার এই গোল্ডেন অ্যারোজ স্কোয়াড্রোনই৷
advertisement
3/6
২০১৮ সালে ফ্লাইং অফিসার অবনী চতুর্বেদী প্রথম ভারতীয় মহিলা পাইলট হিসেবে একা যুদ্ধবিমান উড়িয়েছিলেন৷ মিগ ২১ যুদ্ধবিমান উড়িয়ে নজির তৈরি করেন তিনি৷
২০১৮ সালে ফ্লাইং অফিসার অবনী চতুর্বেদী প্রথম ভারতীয় মহিলা পাইলট হিসেবে একা যুদ্ধবিমান উড়িয়েছিলেন৷ মিগ ২১ যুদ্ধবিমান উড়িয়ে নজির তৈরি করেন তিনি৷
advertisement
4/6
২০১৬ সালে প্রথম বার তিন জন মহিলা ফ্লাইং অফিসারের নাম ঘোষণা করে ভারতীয় বায়ুসেনা৷ তার এক বছর আগে পরীক্ষামূলক ভাবে মহিলাদের যুদ্ধবিমান ওড়ানোর সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার৷ প্রথম যে তিনজন মহিলা ফ্লাইং অফিসারের নাম ঘোষণা করা হয়, তাঁরা হলেন অবনী চতুর্বেদী, ভাওয়ানা কান্থ এবং মোহনা সিং৷
২০১৬ সালে প্রথম বার তিন জন মহিলা ফ্লাইং অফিসারের নাম ঘোষণা করে ভারতীয় বায়ুসেনা৷ তার এক বছর আগে পরীক্ষামূলক ভাবে মহিলাদের যুদ্ধবিমান ওড়ানোর সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার৷ প্রথম যে তিনজন মহিলা ফ্লাইং অফিসারের নাম ঘোষণা করা হয়, তাঁরা হলেন অবনী চতুর্বেদী, ভাওয়ানা কান্থ এবং মোহনা সিং৷
advertisement
5/6
 এই মুহূর্তে ভারতীয় বায়ুসেনায় ১০ জন মহিলা পাইলট এবং ১৮ জন মহিলা নেভিগেটর রয়েছেন৷ ভারতীয় বায়ুসেনায় ১৮৭৫ জন মহিলা অফিসার রয়েছেন৷
এই মুহূর্তে ভারতীয় বায়ুসেনায় ১০ জন মহিলা পাইলট এবং ১৮ জন মহিলা নেভিগেটর রয়েছেন৷ ভারতীয় বায়ুসেনায় ১৮৭৫ জন মহিলা অফিসার রয়েছেন৷
advertisement
6/6
ইতিমধ্যেই ভারতের হাতে দশটি রাফাল যুদ্ধবিমান তুলে দিয়েছে ফ্রান্স৷ তার মধ্যে পাঁচটি ভারতে এসে গেলেও ভারতীয় বায়ুসেনার পাইলটদের প্রশিক্ষণের জন্য বাকি পাঁচটি রাফাল এখনও ফ্রান্সেই রয়েছে৷ আগামী নভেম্বর মাসের মধ্যেই আরও চার থেকে পাঁচটি রাফালের ভারতে এসে পৌঁছনোর কথা৷
ইতিমধ্যেই ভারতের হাতে দশটি রাফাল যুদ্ধবিমান তুলে দিয়েছে ফ্রান্স৷ তার মধ্যে পাঁচটি ভারতে এসে গেলেও ভারতীয় বায়ুসেনার পাইলটদের প্রশিক্ষণের জন্য বাকি পাঁচটি রাফাল এখনও ফ্রান্সেই রয়েছে৷ আগামী নভেম্বর মাসের মধ্যেই আরও চার থেকে পাঁচটি রাফালের ভারতে এসে পৌঁছনোর কথা৷
advertisement
advertisement
advertisement