শুধুই মানবধর্ম, দেশের প্রথম মহিলা পেলেন 'নো কাস্ট নো রিলিজিয়ন' সার্টিফিকেট
Last Updated:
ভারতে এই প্রথম কোনও মহিলা সরকারের কাছ থেকে পেলেন 'নো কাস্ট নো রিলিজিয়ন' সার্টিফিকেট৷ ভেলোরের ৩৫ বছর বয়সি মহিলা পেশায় আইনজীবী স্নেহা৷
advertisement
News18-কে স্নেহা জানিয়েছেন, তিনি এমন একটি পরিবারে বড় হয়েছেন, যেখানে কখনও জাতপাত, ধর্ম ছিল না৷ মানবধর্মই পরম ধর্ম বিশ্বাস করেছি৷ তাঁর কথায়, 'সরকারি কাস্ট সার্টিফিকেট থাকা সত্ত্বেও আমি বলব, কোনও ছাত্র-ছাত্রীর শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম বা জাতের উল্লেখ করা৷ যদিও অনেক স্কুল পড়ুয়াদের জাতপাত বিচার করে৷'
advertisement
advertisement