Bizzare News : মর্মান্তিক, মৃত মা! শিশু সন্তান ভাবল মা ২ দিন ধরে ঘুমিয়ে রয়েছে
- Published by:Debalina Datta
Last Updated:
Bizzare News: পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য পাঠায়। এটিকে স্বাভাবিক মৃত্যু বলেই মনে করছে পুলিশ।
advertisement
১১ বছর বয়সী ছেলেটি তার মৃত মায়ের সঙ্গে একই বাড়িতে দু দিন কাটিয়েছে, বুঝতে পারেনি যে সে তার ঘুমের মধ্যে মারা গেছেন। পুলিশ জানিয়েছে, ৪৫ বছর বয়সী ওই মহিলার ঘুমের মধ্যেই কম সুগার ও রক্তচাপজনিত কারণে মারা যান। এক বছর আগে কিডনি বিকল হয়ে শিশুটির বাবাও মারা গিয়েছিল। ছেলেটি এবং তার মা ভাড়া বাড়িতে থাকতেন।
advertisement
মহিলার মৃত্যুর ঘটনায় পুলিশ জানিয়েছে, ওই মহিলার ঘরের মধ্যেই মৃত্যু হয়েছে। ২৮ ফেব্রুয়ারি সকালে শিশুটি ঘুম থেকে উঠে দেখে তাঁর মা তখনো বিছানায়। তিনি অসুস্থ এবং ঘুমিয়ে ছিলেন বলে বিশ্বাস করে সে স্কুলে চলে যান। সে সন্ধ্যায় খেলাধুলো করে তার বন্ধুর বাড়িতে রাতের খাবার খেয়ে করে বাড়ি ফিরে আসে। এরপর সে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ে এবং পরের দিনেও এই রুটিনটি চালিয়ে যায়৷
advertisement
পুলিশ জানিয়েছে যে বৃহস্পতিবার সেই বালকটি জানায় যে কিছু প্রতিবেশীকে সে জানায় যে তার মা তার উপর রাগান্বিত এবং গত দুই দিন ধরে তার সঙ্গে কথা বলছে না। প্রতিবেশীরা তার খোঁজ খবর নিলে জানা যায় ওই মহিলা মৃত। তারা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য পাঠায়। এটিকে স্বাভাবিক মৃত্যু বলেই মনে করছে পুলিশ।