Bizzare News : মর্মান্তিক, মৃত মা! শিশু সন্তান ভাবল মা ২ দিন ধরে ঘুমিয়ে রয়েছে

Last Updated:
Bizzare News: পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য পাঠায়। এটিকে স্বাভাবিক মৃত্যু বলেই মনে করছে পুলিশ।
1/4
বেঙ্গালুরু:  কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে, এক মহিলার মর্মান্তিক মৃত্যুর  ঘটনা প্রকাশ্যে এসেছে যা শুনলে গভীর দুঃখের অনুভূতি হচ্ছে সকলের৷ ভদ্রমহিলা ঘুমের মধ্যেই মারা যান৷ তাঁর মৃত্যুর পর অবধি দু- দিন পর্যন্ত  ঘরে শুয়ে ছিলেন এবং তাঁর ছেলে ভেবেছিল তাঁর মা গভীর ঘুমের রয়েছেন। Photo- Representative
বেঙ্গালুরু:  কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে, এক মহিলার মর্মান্তিক মৃত্যুর  ঘটনা প্রকাশ্যে এসেছে যা শুনলে গভীর দুঃখের অনুভূতি হচ্ছে সকলের৷ ভদ্রমহিলা ঘুমের মধ্যেই মারা যান৷ তাঁর মৃত্যুর পর অবধি দু- দিন পর্যন্ত  ঘরে শুয়ে ছিলেন এবং তাঁর ছেলে ভেবেছিল তাঁর মা গভীর ঘুমের রয়েছেন। Photo- Representative
advertisement
2/4
১১ বছর বয়সী ছেলেটি তার মৃত মায়ের সঙ্গে একই বাড়িতে দু দিন কাটিয়েছে, বুঝতে পারেনি যে সে তার ঘুমের মধ্যে মারা গেছেন। পুলিশ জানিয়েছে, ৪৫ বছর বয়সী ওই মহিলার ঘুমের মধ্যেই কম সুগার ও রক্তচাপজনিত কারণে মারা যান। এক বছর আগে কিডনি বিকল হয়ে শিশুটির বাবাও মারা গিয়েছিল।  ছেলেটি এবং তার মা ভাড়া বাড়িতে থাকতেন।
১১ বছর বয়সী ছেলেটি তার মৃত মায়ের সঙ্গে একই বাড়িতে দু দিন কাটিয়েছে, বুঝতে পারেনি যে সে তার ঘুমের মধ্যে মারা গেছেন। পুলিশ জানিয়েছে, ৪৫ বছর বয়সী ওই মহিলার ঘুমের মধ্যেই কম সুগার ও রক্তচাপজনিত কারণে মারা যান। এক বছর আগে কিডনি বিকল হয়ে শিশুটির বাবাও মারা গিয়েছিল।  ছেলেটি এবং তার মা ভাড়া বাড়িতে থাকতেন।
advertisement
3/4
মহিলার মৃত্যুর ঘটনায় পুলিশ জানিয়েছে, ওই মহিলার ঘরের মধ্যেই মৃত্যু হয়েছে। ২৮ ফেব্রুয়ারি সকালে শিশুটি ঘুম থেকে উঠে দেখে তাঁর মা তখনো বিছানায়। তিনি অসুস্থ এবং ঘুমিয়ে ছিলেন বলে বিশ্বাস করে সে স্কুলে চলে যান। সে সন্ধ্যায় খেলাধুলো করে  তার বন্ধুর বাড়িতে রাতের খাবার খেয়ে  করে বাড়ি ফিরে আসে। এরপর সে  বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ে এবং পরের দিনেও এই রুটিনটি চালিয়ে যায়৷
মহিলার মৃত্যুর ঘটনায় পুলিশ জানিয়েছে, ওই মহিলার ঘরের মধ্যেই মৃত্যু হয়েছে। ২৮ ফেব্রুয়ারি সকালে শিশুটি ঘুম থেকে উঠে দেখে তাঁর মা তখনো বিছানায়। তিনি অসুস্থ এবং ঘুমিয়ে ছিলেন বলে বিশ্বাস করে সে স্কুলে চলে যান। সে সন্ধ্যায় খেলাধুলো করে  তার বন্ধুর বাড়িতে রাতের খাবার খেয়ে  করে বাড়ি ফিরে আসে। এরপর সে  বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ে এবং পরের দিনেও এই রুটিনটি চালিয়ে যায়৷
advertisement
4/4
পুলিশ জানিয়েছে যে বৃহস্পতিবার সেই বালকটি জানায় যে কিছু প্রতিবেশীকে সে জানায়  যে তার মা তার উপর রাগান্বিত এবং গত দুই দিন ধরে তার  সঙ্গে কথা বলছে না। প্রতিবেশীরা তার খোঁজ খবর নিলে জানা যায় ওই মহিলা মৃত। তারা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য পাঠায়। এটিকে স্বাভাবিক মৃত্যু বলেই মনে করছে পুলিশ।
পুলিশ জানিয়েছে যে বৃহস্পতিবার সেই বালকটি জানায় যে কিছু প্রতিবেশীকে সে জানায়  যে তার মা তার উপর রাগান্বিত এবং গত দুই দিন ধরে তার  সঙ্গে কথা বলছে না। প্রতিবেশীরা তার খোঁজ খবর নিলে জানা যায় ওই মহিলা মৃত। তারা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য পাঠায়। এটিকে স্বাভাবিক মৃত্যু বলেই মনে করছে পুলিশ।
advertisement
advertisement
advertisement