হোম » ছবি » দেশ » ওষুধের টাকা চাইতে তিন তালাক, সন্তানদের সঙ্গে সাক্ষাতে কড়া নিষেধ
নিষ্ঠুরতার জালে অসহায় মাতৃত্ব, ওষুধের টাকা চাইতে তিন তালাক, সন্তানদের সঙ্গে সাক্ষাতে কড়া নিষেধ
Bangla Editor
1/ 5
সম্প্রতি সংসদে পাশ হয়ে গিয়েছে তিন তালাক বিরোধী আইন ।
2/ 5
নয়া আইন অনুযায়ী লিখিত বা তাৎক্ষণিক তিন তালাক এখন ফৌজদারি অপরাধ । তবে আইন পাশ হওয়ার পরেও থামছেনা এই ঘটনা ।
3/ 5
উত্তরপ্রদেশের হাপুর জেলায় স্বামীর বিরুদ্ধে তিন তালাকের অভিযোগ এনেছেন এক মহিলা । তাঁর অভিযোগ স্বামীর কাছ থেকে ওষুধ কেনার জন্য ৩০ টাকা চেয়েছিলেন তিনি ও তারপরই তাঁকে তিন তালাক দেন তাঁর স্বামী । শ্বশুরবাড়ি থেকেও বিতাড়িত করা হয়েছে তাঁকে ।
4/ 5
তিন বছর আগে বিয়ে হয়েছিল ওই মহিলার। দুই সন্তানও রয়েছে তাঁর । ওষুধ কেনার জন্য স্বামীর কাছে ৩০ টাকা চাইলে তাঁকে সঙ্গে সঙ্গেই তিন তালাক দিয়েছেন । মহিলার অভিযোগ দুই সন্তানের সঙ্গেও তাঁকে দেখা করতে দেওয়া হচ্ছেনা ।
5/ 5
হাপুরের ডিএসপি রাজেশ সিং জানিয়েছেন ওই মহিলার অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে । অভিযোগ প্রমাণিত হলে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে ।
নিষ্ঠুরতার জালে অসহায় মাতৃত্ব, ওষুধের টাকা চাইতে তিন তালাক, সন্তানদের সঙ্গে সাক্ষাতে কড়া নিষেধ
উত্তরপ্রদেশের হাপুর জেলায় স্বামীর বিরুদ্ধে তিন তালাকের অভিযোগ এনেছেন এক মহিলা । তাঁর অভিযোগ স্বামীর কাছ থেকে ওষুধ কেনার জন্য ৩০ টাকা চেয়েছিলেন তিনি ও তারপরই তাঁকে তিন তালাক দেন তাঁর স্বামী । শ্বশুরবাড়ি থেকেও বিতাড়িত করা হয়েছে তাঁকে ।
নিষ্ঠুরতার জালে অসহায় মাতৃত্ব, ওষুধের টাকা চাইতে তিন তালাক, সন্তানদের সঙ্গে সাক্ষাতে কড়া নিষেধ
তিন বছর আগে বিয়ে হয়েছিল ওই মহিলার। দুই সন্তানও রয়েছে তাঁর । ওষুধ কেনার জন্য স্বামীর কাছে ৩০ টাকা চাইলে তাঁকে সঙ্গে সঙ্গেই তিন তালাক দিয়েছেন । মহিলার অভিযোগ দুই সন্তানের সঙ্গেও তাঁকে দেখা করতে দেওয়া হচ্ছেনা ।