Indian Railways: আমার সঙ্গে যাবে? ট্রেনে সুন্দরীকে বলল যুবক, রাজি হতেই নিয়ে গেল বন্ধুর কাছে, ১ লাখ টাকায় তরুণীর সঙ্গে যা হল

Last Updated:
Indian Railways: উত্তরপ্রদেশের বারাণসীতে অবাক করার মতো ঘটনা সামনে এসেছে। ট্রেনে চড়ে যাচ্ছিলেন এক তরুণী। ট্রেনেই এক ব্যক্তির সঙ্গে তাঁর দেখা হয়, তারপরে দুজনের মধ্যে বন্ধুত্বও তৈরি হয়। তারপরেই ভয়ঙ্কর ঘটনা..
1/5
বারাণসী: উত্তরপ্রদেশের বারাণসীতে অবাক করার মতো ঘটনা সামনে এসেছে। ট্রেনে চড়ে যাচ্ছিলেন এক তরুণী। ট্রেনেই এক ব্যক্তির সঙ্গে তাঁর দেখা হয়, তারপরে দুজনের মধ্যে বন্ধুত্বও তৈরি হয়। তার পরে ওই তরুণীর সঙ্গে সেই যুবক তার এক বন্ধুর সঙ্গে বিয়ে ঠিক করে। যখন মেয়েটি এই বিষয়টি জানতে পারে, তখন সে বিয়ে করতে অস্বীকার করে। তারপর জানা যায় ওই তরুণী ১ লাখ টাকায় বিক্রি হয়ে গিয়েছে। Image: AI
বারাণসী: উত্তরপ্রদেশের বারাণসীতে অবাক করার মতো ঘটনা সামনে এসেছে। ট্রেনে চড়ে যাচ্ছিলেন এক তরুণী। ট্রেনেই এক ব্যক্তির সঙ্গে তাঁর দেখা হয়, তারপরে দুজনের মধ্যে বন্ধুত্বও তৈরি হয়। তার পরে ওই তরুণীর সঙ্গে সেই যুবক তার এক বন্ধুর সঙ্গে বিয়ে ঠিক করে। যখন মেয়েটি এই বিষয়টি জানতে পারে, তখন সে বিয়ে করতে অস্বীকার করে। তারপর জানা যায় ওই তরুণী ১ লাখ টাকায় বিক্রি হয়ে গিয়েছে। Image: AI
advertisement
2/5
ঘটনাস্থল থেকে ওই তরুণী কোনও মতে পালিয়ে থানায় পৌঁছয় এবং কাঁদতে কাঁদতে পুরো ঘটনা জানায়। এই ঘটনায় তরুণী অভিযোগ করে তাঁকে বিয়ে দেওয়ার নাম করে ১ লাখ টাকায় বিক্রি করে দেওয়া হয়েছে। আলতাফ নামের এক ব্যক্তি-সহ মোট চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে ওই তরুণী।
ঘটনাস্থল থেকে ওই তরুণী কোনও মতে পালিয়ে থানায় পৌঁছয় এবং কাঁদতে কাঁদতে পুরো ঘটনা জানায়। এই ঘটনায় তরুণী অভিযোগ করে তাঁকে বিয়ে দেওয়ার নাম করে ১ লাখ টাকায় বিক্রি করে দেওয়া হয়েছে। আলতাফ নামের এক ব্যক্তি-সহ মোট চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে ওই তরুণী।
advertisement
3/5
ঘটনাটি ঘটেছে, সত্যম নগর কলোনির লঙ্কা ভগবানপুর এলাকার। ওই তরুণী জানিয়েছে, ৯ জুলাই সন্ধ্যায় সে তার দিদির বাড়ি থেকে কায়মগঞ্জ যাওয়ার জন্য বেরিয়েছিল, যেখানে ট্রেনে তার আলতাফের সাথে দেখা হয়। পরে তাদের বন্ধুত্ব হয়ে যায়। আলতাফ তাকে ফাররুখাবাদ যাওয়ার প্রস্তাব দেয়। তারা আগরা পৌঁছয়, কিন্তু সেখানে কোনো গাড়ি না পাওয়ায় তারা মেনপুরি চলে যায়। মেনপুরিতে আলতাফ তাকে আত্মীয়ের বাড়িতে নিয়ে যায় এবং তারপর করহল থানা এলাকার গ্রাম হিম্মতপুরে নিয়ে গিয়ে হৃদেশ নামক যুবকের সাথে বিয়ের কথা বলে।
ঘটনাটি ঘটেছে, সত্যম নগর কলোনির লঙ্কা ভগবানপুর এলাকার। ওই তরুণী জানিয়েছে, ৯ জুলাই সন্ধ্যায় সে তার দিদির বাড়ি থেকে কায়মগঞ্জ যাওয়ার জন্য বেরিয়েছিল, যেখানে ট্রেনে তার আলতাফের সাথে দেখা হয়। পরে তাদের বন্ধুত্ব হয়ে যায়। আলতাফ তাকে ফাররুখাবাদ যাওয়ার প্রস্তাব দেয়। তারা আগরা পৌঁছয়, কিন্তু সেখানে কোনো গাড়ি না পাওয়ায় তারা মেনপুরি চলে যায়। মেনপুরিতে আলতাফ তাকে আত্মীয়ের বাড়িতে নিয়ে যায় এবং তারপর করহল থানা এলাকার গ্রাম হিম্মতপুরে নিয়ে গিয়ে হৃদেশ নামক যুবকের সাথে বিয়ের কথা বলে।
advertisement
4/5
হৃদেশের আত্মীয় রামনিবাস পালও যুবতীকে বিয়ের জন্য চাপ দিতে থাকে। ১১ আগস্ট তিনজন অভিযুক্ত যুবতীকে কোর্টে বিয়ের জন্য নিয়ে করহল তহসিল যায়। পীড়িতা বিয়ে করতে অস্বীকার করলে রামনিবাস পাল বলে যে আলতাফ তাকে ১ লাখ টাকায় বিক্রি করে দিয়েছে। ভীত যুবতী সুযোগ দেখে সেখান থেকে পালিয়ে পুলিশ থানায় পৌঁছে অভিযোগ দায়ের করে।
হৃদেশের আত্মীয় রামনিবাস পালও যুবতীকে বিয়ের জন্য চাপ দিতে থাকে। ১১ আগস্ট তিনজন অভিযুক্ত যুবতীকে কোর্টে বিয়ের জন্য নিয়ে করহল তহসিল যায়। পীড়িতা বিয়ে করতে অস্বীকার করলে রামনিবাস পাল বলে যে আলতাফ তাকে ১ লাখ টাকায় বিক্রি করে দিয়েছে। ভীত যুবতী সুযোগ দেখে সেখান থেকে পালিয়ে পুলিশ থানায় পৌঁছে অভিযোগ দায়ের করে।
advertisement
5/5
পুলিশ পীড়িতার অভিযোগের ভিত্তিতে আলতাফ, রামনিবাস পাল এবং হৃদেশের বিরুদ্ধে মামলা দায়ের করে তিনজন অভিযুক্তের গ্রেফতারের জন্য খোঁজ শুরু করেছে। বর্তমানে তিনজন অভিযুক্ত পলাতক।
পুলিশ পীড়িতার অভিযোগের ভিত্তিতে আলতাফ, রামনিবাস পাল এবং হৃদেশের বিরুদ্ধে মামলা দায়ের করে তিনজন অভিযুক্তের গ্রেফতারের জন্য খোঁজ শুরু করেছে। বর্তমানে তিনজন অভিযুক্ত পলাতক।
advertisement
advertisement
advertisement