

গত কয়েকদিন ধরেই বিক্রমের সঙ্গে যোগাযোগ স্থাপন করার সমস্ত রকম প্রচেষ্টা করা হয়েছে ইসরোর তরফে ৷ হাতে ছিল ১৪দিন সময় ৷ আজ সেই সময় শেষ হতে চলেছে ৷ তবে এখনও বিক্রমের থেকে কোনও সিগন্যাল পাওয়া যায়নি ৷ তাহলে কী আর যোগযোগ স্থাপন করা যাবে না ?


বিজ্ঞানীরা জানিয়েছেন, বিক্রমকে ১৪দিনের জন্য পাঠানো হয়েছিল চাঁদের দক্ষিণ মেরুতে ৷ সেপ্টেম্বর ৭ চাঁদের মাটিতে ল্যান্ডিংয়ের ঠিক ২.১ কিলোমিটার আগে যোগাযোগ বিছিন্ন হয়ে যায় বিক্রমের সঙ্গে ৷


আজ থেকে অন্ধকার নেমে আসতে চলেছে চাঁদে ৷ চাঁদে অন্ধকার এতটাই হয় যে তার মধ্যে কোনও কিছু দেখা প্রায় অসম্ভব হয়ে পড়ে ৷ এই মুহূর্তে বিক্রম চাঁদের যে জায়গায় রয়েছে সেখানে আগামী ১৪ দিন সূর্যের আলো পৌঁছবে না ৷ এর জেরে চাঁদের তাপমাত্রা কমে মাইনাস ১৮৩ ডিগ্রি সেলসিয়ায় হয়ে যাবে ৷ এই তাপমাত্রায় বিক্রমের পক্ষে অক্ষত থাকা সম্ভব নয় ৷ এত কম তাপমাত্রায় বিক্রমের বেশ কিছু ইনস্ট্রুমেন্ট নষ্ট হয়ে যাবে বলে মনে করা হচ্ছে ৷


চন্দ্রযান ২ এর অরবিটারের মাধ্যমে চাঁদের মাটিতে বিক্রমের ছবি পাওয়া গিয়েছিল৷ মনে করা হচ্ছে সফ্ট ল্যান্ডিংয়ের বদলে হার্ড ল্যান্ডিং হয় বিক্রমের ৷ অক্ষত অবস্থায় থাকলে একদিকে হেলে রয়েছিল বিক্রম ফলে তার সঙ্গে যোগাযোগ করা যায়নি ৷ যত সময় যাচ্ছে ব্যাটারির চার্জ শেষ হয়ে আসছে ৷ ফলে এর ফলে বিক্রমের পক্ষে কোনও কাজ করা সম্ভব নয় ৷ তাই ধরেই নেওয়া হচ্ছে যে বিক্রমের সঙ্গে যোগাযোগ স্থাপন করা প্রায় অসম্ভব হয়ে গিয়েছে ৷