Quadlet babies in Agra: এক সঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন স্ত্রী, আগে রয়েছে ৩ সন্তান, গভীর চিন্তায় অটোচালক বাবা

Last Updated:
আগামী দুই-তিন দিন শিশুদের হাসপাতালে রাখা হবে।
1/5
এক সাথে ৪ সন্তানের জন্ম দিয়েছেন এক মহিলা। ঘটনা আগ্রার রামবাগের৷ আপাতত মা ও শিশুরা সম্পূর্ণ সুস্থ রয়েছে। এর আগে ৩টি মেয়ে ও ১টি ছেলের জন্ম দিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এই খবর ভাইরাল হতেই পুরো শহরে চার সন্তানের একসঙ্গে জন্ম নেওয়া নিয়ে আলোচনা চলছে।
এক সাথে ৪ সন্তানের জন্ম দিয়েছেন এক মহিলা। ঘটনা আগ্রার রামবাগের৷ আপাতত মা ও শিশুরা সম্পূর্ণ সুস্থ রয়েছে। এর আগে ৩টি মেয়ে ও ১টি ছেলের জন্ম দিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এই খবর ভাইরাল হতেই পুরো শহরে চার সন্তানের একসঙ্গে জন্ম নেওয়া নিয়ে আলোচনা চলছে।
advertisement
2/5
মনোজ কুমার এবং তার স্ত্রী খুশবু৷ ইতমাদৌলার প্রকাশ নগরের বাসিন্দা তারা৷ কয়েকদিন আগে আগ্রা ট্রান্স যমুনা কলোনির রামবাগের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। যেখানে একসঙ্গে ৪টি সন্তানের জন্ম দিয়েছেন ওই মহিলা। যদিও এই প্রসব সহজ ছিল না, তবে চিকিৎসকদের কঠোর পরিশ্রমে মা ও শিশুরা সম্পূর্ণ সুস্থ। খুশবু ও মনোজের ইতিমধ্যেই তিনটি সন্তান রয়েছে। ফলে ৭ সন্তানের বাবা-মা হলেন তারা৷
মনোজ কুমার এবং তার স্ত্রী খুশবু৷ ইতমাদৌলার প্রকাশ নগরের বাসিন্দা তারা৷ কয়েকদিন আগে আগ্রা ট্রান্স যমুনা কলোনির রামবাগের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। যেখানে একসঙ্গে ৪টি সন্তানের জন্ম দিয়েছেন ওই মহিলা। যদিও এই প্রসব সহজ ছিল না, তবে চিকিৎসকদের কঠোর পরিশ্রমে মা ও শিশুরা সম্পূর্ণ সুস্থ। খুশবু ও মনোজের ইতিমধ্যেই তিনটি সন্তান রয়েছে। ফলে ৭ সন্তানের বাবা-মা হলেন তারা৷
advertisement
3/5
সন্তানদের বাবা মনোজ কুমার আগ্রায় অটো চালক। অটো চালিয়ে দিন গুজরান তিনি৷ কোনও মতে কেটে যায় দিন৷ স্বাভাবিক ভাবেই আর্থিক অবস্থা খুব একটা ভাল নয় তাদের। ইতিমধ্যে তার তিনটি কন্যা সন্তান রয়েছে। এবার একসঙ্গে এসেছে চার সন্তান। একই সঙ্গে সাত সন্তানের লালন-পালন নিয়ে চিন্তিত মনোজ কুমার।
সন্তানদের বাবা মনোজ কুমার আগ্রায় অটো চালক। অটো চালিয়ে দিন গুজরান তিনি৷ কোনও মতে কেটে যায় দিন৷ স্বাভাবিক ভাবেই আর্থিক অবস্থা খুব একটা ভাল নয় তাদের। ইতিমধ্যে তার তিনটি কন্যা সন্তান রয়েছে। এবার একসঙ্গে এসেছে চার সন্তান। একই সঙ্গে সাত সন্তানের লালন-পালন নিয়ে চিন্তিত মনোজ কুমার।
advertisement
4/5
বর্তমানে হাসপাতালে শিশুদের প্রতিদিনের পরিচর্যার খরচ ৬০০০ টাকা। অর্থাৎ সারা দিনে রক্ষণাবেক্ষণে ২৪হাজাক টাকা খরচ হচ্ছে। কোনও মতে চেয়ে- ধার করে সন্তান ও স্ত্রীর পরিচর্যা করছেন তিনি৷
বর্তমানে হাসপাতালে শিশুদের প্রতিদিনের পরিচর্যার খরচ ৬০০০ টাকা। অর্থাৎ সারা দিনে রক্ষণাবেক্ষণে ২৪হাজাক টাকা খরচ হচ্ছে। কোনও মতে চেয়ে- ধার করে সন্তান ও স্ত্রীর পরিচর্যা করছেন তিনি৷
advertisement
5/5
আগামী দুই-তিন দিন শিশুদের হাসপাতালে রাখা হবে। এ নিয়ে মনোজ যদিও খুব চিন্তিত। তবে হাসপাতালের বহু কর্মী মনোজের শিশুদের লেখাপড়ার বিষয়ে সহায়তার আশ্বাস দিয়েছেন।
আগামী দুই-তিন দিন শিশুদের হাসপাতালে রাখা হবে। এ নিয়ে মনোজ যদিও খুব চিন্তিত। তবে হাসপাতালের বহু কর্মী মনোজের শিশুদের লেখাপড়ার বিষয়ে সহায়তার আশ্বাস দিয়েছেন।
advertisement
advertisement
advertisement