মনোজ কুমার এবং তার স্ত্রী খুশবু৷ ইতমাদৌলার প্রকাশ নগরের বাসিন্দা তারা৷ কয়েকদিন আগে আগ্রা ট্রান্স যমুনা কলোনির রামবাগের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। যেখানে একসঙ্গে ৪টি সন্তানের জন্ম দিয়েছেন ওই মহিলা। যদিও এই প্রসব সহজ ছিল না, তবে চিকিৎসকদের কঠোর পরিশ্রমে মা ও শিশুরা সম্পূর্ণ সুস্থ। খুশবু ও মনোজের ইতিমধ্যেই তিনটি সন্তান রয়েছে। ফলে ৭ সন্তানের বাবা-মা হলেন তারা৷