তিতলি নামের একাধিক ব্যখ্যা, মিষ্টি নাম তবে স্বভাবে ভয়ঙ্কর, জেনে নিন আসল সত্য

Last Updated:
1/6
গতকালের সংবাদ শিরোনামে ছিল তিতলি । অন্ধ্র ও ওড়িশা উপকূল তছনছ করে দাপট চালিয়েছে তিতলি । প্রাণ হারিয়েছেন একাধিক মানুষ । ভারি বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে যোগাযোগ ব্যবস্থা ও পরিবহণ ব্যবস্থা । তবে জানেন কি এহেন ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের এরকম নাম কেন ?  (Image: AP)
গতকালের সংবাদ শিরোনামে ছিল তিতলি । অন্ধ্র ও ওড়িশা উপকূল তছনছ করে দাপট চালিয়েছে তিতলি । প্রাণ হারিয়েছেন একাধিক মানুষ । ভারি বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে যোগাযোগ ব্যবস্থা ও পরিবহণ ব্যবস্থা । তবে জানেন কি এহেন ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের এরকম নাম কেন ? (Image: AP)
advertisement
2/6
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই মৌসুমী বায়ু প্রভাবিত দেশগুলিতে আনুষ্ঠানিকভাবে ঘূর্ণিঝড়ের নামকরণের কাজ শুরু হয় । মূলত পূর্বাভাসের সুবিধার জন্য এই নামকরণের প্রচলন শুরু হয় । (Image: AP)
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই মৌসুমী বায়ু প্রভাবিত দেশগুলিতে আনুষ্ঠানিকভাবে ঘূর্ণিঝড়ের নামকরণের কাজ শুরু হয় । মূলত পূর্বাভাসের সুবিধার জন্য এই নামকরণের প্রচলন শুরু হয় । (Image: AP)
advertisement
3/6
এই বিষয়ে রাষ্ট্রসংঘের দায়িত্বপ্রাপ্ত প্যানেল চূড়ান্ত নামকরণের কাজটি করে থাকে । ঝড়ের নামকরণের ক্ষেত্রে প্যানেলের সদস্য রাষ্ট্রগুলি পর্যায়ক্রমে নাম পাঠিয়ে থাকে যার মধ্যে থেকে একটি নাম বেছে নেওয়া হয় । (Image: AP)
এই বিষয়ে রাষ্ট্রসংঘের দায়িত্বপ্রাপ্ত প্যানেল চূড়ান্ত নামকরণের কাজটি করে থাকে । ঝড়ের নামকরণের ক্ষেত্রে প্যানেলের সদস্য রাষ্ট্রগুলি পর্যায়ক্রমে নাম পাঠিয়ে থাকে যার মধ্যে থেকে একটি নাম বেছে নেওয়া হয় । (Image: AP)
advertisement
4/6
 প্রসঙ্গত, ভারত, মালদ্বীপ, পাকিস্তান,শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও মায়ানমার থেকে আরব সাগরের ঘূর্ণিঝড়ের নাম প্রস্তাব করা হয় । মোট ৬৪ টি নামের মধ্যে থেকে বেছে নেওয়া হয় একটি নাম । (Image: AP)
প্রসঙ্গত, ভারত, মালদ্বীপ, পাকিস্তান,শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও মায়ানমার থেকে আরব সাগরের ঘূর্ণিঝড়ের নাম প্রস্তাব করা হয় । মোট ৬৪ টি নামের মধ্যে থেকে বেছে নেওয়া হয় একটি নাম । (Image: AP)
advertisement
5/6
তিতলি একটি হিন্দি শব্দ যার অর্থ হল প্রজাপতি । প্যানেলের তালিকা অনুযায়ীই এবারের ঘূর্ণিঝড়ের নামকরণ হয়েছে তিতলি । এই নামটির প্রস্তাব করেছিল প্রতিবেশী দেশ পাকিস্তান থেকে । পরের ঘূর্ণিঝড়টির নাম নেওয়া হবে তালিকার পরের  নাম থেকে । (Image: AP)
তিতলি একটি হিন্দি শব্দ যার অর্থ হল প্রজাপতি । প্যানেলের তালিকা অনুযায়ীই এবারের ঘূর্ণিঝড়ের নামকরণ হয়েছে তিতলি । এই নামটির প্রস্তাব করেছিল প্রতিবেশী দেশ পাকিস্তান থেকে । পরের ঘূর্ণিঝড়টির নাম নেওয়া হবে তালিকার পরের নাম থেকে । (Image: AP)
advertisement
6/6
গতকাল অন্ধ্র ও ওড়িশা উপকূল থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে তিতলি । তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পরেই ক্রমশ নিজের শক্তি হারাবে তিতলি । (Image: AP)
গতকাল অন্ধ্র ও ওড়িশা উপকূল থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে তিতলি । তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পরেই ক্রমশ নিজের শক্তি হারাবে তিতলি । (Image: AP)
advertisement
advertisement
advertisement