কারা ভোটার? কারা নয়? স্পষ্ট নির্দেশ নির্বাচন কমিশনের! জেনে নিন বিস্তারিত

Last Updated:
কে ভোটার হতে পারবে?
1/5
এ ছাড়াও সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক পরিচয়পত্র হিসাবে আধার কার্ড দেখানো যাবে। তবে তা দেখিয়ে নাগরিকত্বের দাবি করা যাবে না। কমিশন জানিয়েছে, আধার কার্ডের সঙ্গে এই ১১টি নথির যে কোনও একটি দিতে হবে। এই ১১টি নথির বাইরে কোনও নথি যদি নাগরিকত্ব প্রমাণ করতে পারে, তবে তা-ও গ্রহণ করা হবে।
দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক করে এসআইআর বা ভোটার তালিকায় নিবিড় সংশোধনী ঘোষণা করল নির্বাচন কমিশন। এসআইআর ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫ থেকে পশ্চিমবঙ্গ-সহ ১২ রাজ্যে একসঙ্গে এসআইআর শুরু হতে চলেছে। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, গোয়া, গুজরাত, কেরল, লাক্ষাদীপ, মধ্যপ্রদেশ, পুদুচেরি, আন্দামান নিকোবরে শুরু হচ্ছে এসআইআর।
advertisement
2/5
বিহার বিধানসভা নির্বাচন, নির্বাচনী আচরণবিধি, আচরণবিধির নিয়ম, নির্বাচন কমিশন, ভোটের তারিখ ঘোষণা, বিহার ভোট ২০২৫, নির্বাচন নির্দেশিকা, আচরণবিধি কার্যকর, রাজনৈতিক নিয়ম, আচরণবিধি লঙ্ঘন, নির্বাচন আইন, ভোট প্রচার নিষেধ, সরকারি কাজ স্থগিত, নির্বাচন কমিশনের নির্দেশ, শাসক দলের বিধিনিষেধ, নির্বাচন পর্যবেক্ষক, নির্বাচন প্রক্রিয়া, নির্বাচন বিধি লঙ্ঘন, Bihar election 2025, Bihar Assembly election, Model Code of Conduct, Election Commission of India,
এর মাঝেই কারা ভারতের ভোটার হতে পারবেন সেই বিষয়ে সাংবাদিক সম্মেলনে স্পষ্ট করেছেন নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার।
advertisement
3/5
যাঁরা অন্যত্র চলে গিয়েছেন বা যাঁদের নাম দু’টি এপিক নম্বরে দু’জায়গায় রয়েছে তাঁদের নাম এক জায়গা থেকে বাদ পড়বে। কারচুপি করে তালিকায় নাম তোলা ব্যক্তিরা ‘অবৈধ ভোটার’। এ ক্ষেত্রে বিশেষত বাংলাদেশ এবং মায়ানমার থেকে আসা অনুপ্রবেশকারীদের ইঙ্গিত করা হয়েছে। কমিশন মনে করছে, কারচুপি করে ওই ১১টি নথির মধ্যে কোনও একটি তৈরি করা গেলেও ২০০২ সালের ভোটার তালিকায় সংশ্লিষ্ট ব্যক্তিরা বাবা বা মায়ের নাম দেখাতে পারবেন না। স্বাভাবিক ভাবেই তখন নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠবে। ভারতের নাগরিক প্রমাণ করতে না পারলে নাম বাদ যাবে।
কে ভোটার হতে পারবে?এই বিষয়ে প্রথম শর্ত হল ওই ব্যক্তিকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
advertisement
4/5
 দ্বিতীয় শর্ত অনুযায়ী ওই ব্যক্তিকে অবশ্যই ১৮ বছর বা তার বেশি বয়সের হতে হবে।<br />ভোট দেওয়ার ক্ষেত্রে ব্যক্তিকে ওই সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় থাকতে হবে
দ্বিতীয় শর্ত অনুযায়ী ওই ব্যক্তিকে অবশ্যই ১৮ বছর বা তার বেশি বয়সের হতে হবে।ভোট দেওয়ার ক্ষেত্রে ব্যক্তিকে ওই সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় থাকতে হবে
advertisement
5/5
SIR -এর জন্য কোন ১১টি নথি বৈধ প্রমাণ হিসেবে বিবেচিত হয়? নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুসারে, পরিচয় এবং বয়সের প্রমাণ হিসেবে নিম্নলিখিত ১১টি নথির যে কোনও একটি জমা দেওয়া যেতে পারে:
এছাড়াও, ব্যক্তিকে কোনও আইনে ভোট দেওয়ার অধিকার বাতিল হলে চলবে না।
advertisement
advertisement
advertisement