Kashmir Terrorist Attack: 'বাবা অন্ত প্রাণ! ৩ বছরের ছেলের চোখের সামনে...', ওর প্রশ্নের কী উত্তর দেব? বিতানের স্ত্রী সোহিনীর কথায় বুকফাটা আর্তি
- Published by:Shubhagata Dey
Last Updated:
Kashmir Terrorist Attack: দক্ষিণ কলকাতার বাসিন্দা বিতান ১৬ থেকে ২৪ এপ্রিল কাশ্মীর সফরের পরিকল্পনা করেন দেশে ফেরার পর। কিন্তু সেই বেড়ানোই যে তাঁদের পুরো পরিবারের জীবনে এমন আঁধার নিয়ে আসবে তা দুঃস্বপ্নেও ভাবতে পারেনি কেউ।
*'ওর চোখের সামনে যা ঘটল...! তিন বছরের ছেলেকে কী বলব?' বিতানের মর্মান্তিক মৃত্যুর পর থেকে একথাই বারে বারে বলে চলেছেন স্ত্রী সোহিনী। ফ্লোরিডার বাসিন্দা তথ্যপ্রযুক্তি কর্মী বিতন অধিকারী স্ত্রী সোহিনী ও তিন বছরের ছেলেকে নিয়ে পারিবারিক ছুটি কাটাতে কাশ্মীরে গিয়েছিলেন। আদতে দক্ষিণ কলকাতার বাসিন্দা বিতান ১৬ থেকে ২৪ এপ্রিল কাশ্মীর সফরের পরিকল্পনা করেন দেশে ফেরার পর। কিন্তু সেই বেড়ানোই যে তাঁদের পুরো পরিবারের জীবনে এমন আঁধার নিয়ে আসবে তা দুঃস্বপ্নেও ভাবতে পারেনি কেউ। সংগৃহীত ছবি।
advertisement
*পহেলগাঁওয়ে বিতানকে সন্ত্রাসবাদীরা নৃশংসভাবে গুলি করে হত্যা করে। স্ত্রী সোহিনীর বর্তমানে কথা বলার শক্তিও নেই। স্বামীর মৃত্যুর পর থেকে বলে চলেছেন, 'আমি ছেলেকে কী বলব। বাবা কোথায়? আমরা এই কষ্ট সহ্য করতে পারছি না।' মন্ত্রী অরূপ বিশ্বাস মঙ্গলবার সন্ধ্যায় কলকাতায় তাঁদের বাড়িতে গেলে বিতানের খুড়তুতো ভাই দীপক চক্রবর্তী কান্নায় ভেঙে পড়েন। জানান, তাঁদেরও যাওয়ার জন্য বারে বারে বলেছিল ভাই। কিন্তু তাঁরা যাননি। বলেছিলেন, 'তোরা ভাল করে ঘুরে আয়'। দীপক বলেন, 'ওঁরা আনন্দ করতে গিয়েছিল, মরতে নয়।' সংগৃহীত ছবি।
advertisement
advertisement
*বিতানের বাবা-মা শোকে পাথর। বলেন, "১৯৬৪ সালে তারা যখন বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে এসেছিলাম, তখন প্রশ্ন ছিল ধর্ম নিয়ে।" মা মায়া অধিকারী বলেন, "দাঙ্গার সেই দিন আমাদের জীবনে এভাবে ফিরে আসবে, কখনও কল্পনাও করিনি। তখন আমাদের কাছে ধর্ম জানতে চাওয়া হয়েছিল। আজ ফের ধর্ম নিয়ে প্রশ্ন তুলেছে। ছেলেটা এভাবে চলে গেল। আমি মরে গেলেই ভাল হত।" সংগৃহীত ছবি।
advertisement
*বাবা বলেন, 'পরিবারে একমাত্র উপার্জনকারী বিতান। এখন কিভাবে পরিবার চলবে? সন্তানের পড়াশোনা, চিকিৎসা কিভাবে চলবে। কে আমাকে ওষুধ কিনে দেবে?' বিতানের স্ত্রী, ছেলে এখনও কাশ্মীরে। প্রশাসনিক সূত্রের খবর, বিতানের মৃতদেহ ফিরিয়ে আনার প্রক্রিয়া যাতে দ্রুত হয়, তার জন্য সক্রিয় পদক্ষেপ নিচ্ছে রাজ্য। সংগৃহীত ছবি।
advertisement
*মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করে এক্স-কে লেখেন, "জম্মু ও কাশ্মীরে আজ পর্যটকদের উপর বিধ্বংসী সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্থদের পরিবারের প্রতি আমার হৃদয় কাঁদছে। আক্রান্তদের মধ্যে বিতান অধিকারী পশ্চিমবঙ্গের বাসিন্দা। আমি তাঁর স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছি। যদিও এই দুঃখের মুহূর্তে তাঁকে সান্ত্বনা দেওয়ার জন্য কোনও শব্দই যথেষ্ট নয়, তবে আমি তাঁকে আশ্বস্ত করেছি যে আমার সরকার তাঁর মৃতদেহ কলকাতায় ফিরিয়ে আনার জন্য সমস্ত পদক্ষেপ নিচ্ছে। এই অমানবিক সন্ত্রাসবাদী হামলায় যে সমস্ত পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছে তাদের প্রতি আমার গভীর সমবেদনা।" পরিবারকে সবরকম সাহায্যের আশ্বাসও দিয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস। সংগৃহীত ছবি।