Char Dham Yatra Pakistani: চারধাম যাত্রায় ভারতে আসার জন্য আবেদন করেছিলেন ৭৬ জন পাকিস্তানি! কেন্দ্রের সিদ্ধান্তে কী হবে তাঁদের?
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Char Dham Yatra Pakistani: পহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলার পর পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করার নির্দেশ দিয়েছে ভারত সরকার। এখন পাকিস্তান থেকে কোনও নাগরিক ভারতে আসতে পারবে না এবং যারা ইতিমধ্যে এখানে আছে তাদেরও থাকতে দেওয়া হবে না। চারধাম যাত্রায় ভারতে আসার জন্য আবেদন করেছিলেন ৭৬ জন পাকিস্তানি! কেন্দ্রের সিদ্ধান্তে কী হবে তাঁদের?
advertisement
advertisement
৩০ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া চার ধাম যাত্রা। ওই দিনই গঙ্গোত্রী-যমুনোত্রীর দরজা খোলা হবে। ২ মে কেদারনাথ এবং ৪ মে বদ্রীনাথের দ্বার খোলা হবে। এই চারযাত্রার জন্য সারা বিশ্বের বহু মানুষ নিজেদের নাম নথিভুক্ত করেছেন। এই পরিস্থিতিতে চার ধাম দর্শনের জন্য ৭৬ পাকিস্তানি নাগরিক রেজিস্ট্রেশন করিয়েছেন, যখন একজন রেজিস্ট্রেশন হেমকুন্ড সাহিবের জন্য হয়েছে।
advertisement
advertisement
advertisement