Indian Railways: সপ্তাহব্যাপী ট্রেন বাতিল, বহু ট্রেন চলবে ঘুরপথে, কিছু ট্রেনের বদলাচ্ছে রুট! দুর্ভোগ এড়াতে দেখুন তালিকা
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Shantonu Das
Last Updated:
Indian Railways: দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনে ট্রেন চলাচলে আবারও ব্যাঘাত, সপ্তাহব্যাপী একাধিক ট্রেন বাতিল। বাতিল করা হয়েছে দু'টি গুরুত্বপূর্ণ ট্রেন-সহ যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে একাধিক ট্রেনের।
*দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে ট্রেন চলাচলে আবারও ব্যাঘাত, সপ্তাহব্যাপী একাধিক ট্রেন বাতিল। রেলের তরফ থেকে জানানো হয়েছে, আজ ২৮ অক্টোবর মঙ্গলবার থেকে আগামী ২ নভেম্বর রবিবার পর্যন্ত এক সপ্তাহ ব্যাপী আদ্রা ডিভিশনের বিভিন্ন রুটে রক্ষণাবেক্ষণ ও বিভাগীয় কাজের জন্য ‘রোলিং ব্লক’ রাখা হয়েছে। ফলে দু'টি গুরুত্বপূর্ণ ট্রেন সম্পূর্ণভাবে বাতিল এবং একাধিক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। ফলে চরম দুর্ভোগের সম্মুখীন হতে চলেছেন রেল যাত্রীরা।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
*আজ ২৮ অক্টোবর ও আগামী ৩১ অক্টোবর ঝাড়গ্রাম-ধানবাদ-ঝাড়গ্রাম মেমু এক্সপ্রেসের বোকারো রেল স্টেশনে যাত্রা সমাপ্ত ও সূচনা হবে। বোকারো-ধানবাদ-বোকারো সেকসেনে পরিষেবা বাতিল থাকবে। যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে ৬৩৫৯৪/৬৩৫৯৩ আসানসোল-পুরুলিয়া-আসানসোল মেমু প্যাসেঞ্জার। আগামী ৩০ অক্টোবর ও ২ নভেম্বর আসানসোল-পুরুলিয়া-আসানসোল মেমু প্যাসেঞ্জারের আদ্রা রেল স্টেশনে যাত্রা সমাপ্ত ও সূচনা হবে। আদ্রা-পুরুলিয়া-আদ্রা সেকসেনে পরিষেবা বাতিল থাকবে।
advertisement
advertisement
