২০০২-এর ভোটার লিস্টে আপনার 'নাম' আছে তো...? SIR শুরুর আগেই কীভাবে দেখবেন? জেনে নিন SIR সংক্রান্ত জরুরি আপডেট

Last Updated:
Voter List: বাংলায় শুরু হয়ে যাচ্ছে এসআইআর। অফিস থেকে বাড়ির ড্রইং রুম, শোরগোল পরে গিয়েছে ভোটার লিস্টের বিশেষ নিবিড় এই সংশোধন নিয়ে। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামিকাল, মঙ্গলবার থেকেই দেশের বাংলা ও উত্তরপ্রদেশ-সহ ১২ রাজ্যে শুরু হচ্ছে এই ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া।
1/10
বাংলায় শুরু হয়ে যাচ্ছে এসআইআর। অফিস থেকে বাড়ির ড্রইং রুম, শোরগোল পরে গিয়েছে ভোটার লিস্টের বিশেষ নিবিড় এই সংশোধন নিয়ে। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামিকাল, মঙ্গলবার থেকেই দেশের বাংলা ও উত্তরপ্রদেশ-সহ ১২ রাজ্যে শুরু হচ্ছে এই ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া।
বাংলায় শুরু হয়ে যাচ্ছে এসআইআর। অফিস থেকে বাড়ির ড্রইং রুম, শোরগোল পরে গিয়েছে ভোটার লিস্টের বিশেষ নিবিড় এই সংশোধন নিয়ে। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামিকাল, মঙ্গলবার থেকেই দেশের বাংলা ও উত্তরপ্রদেশ-সহ ১২ রাজ্যে শুরু হচ্ছে এই ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া।
advertisement
2/10
তবে ইতিমধ্যেই এই নিয়ে সকলের মনে হাজার হাজার প্রশ্ন। SIR হলে কি বাদ যাবে নাম? কাদের নামই বা বাদ যাওয়ার আশঙ্কা? কী করে বুঝবেন আপনি কোন তালিকায়? আপনার পরিবার ও বাবা-মা কী আদৌ দিতে পারবেন ভোট?
তবে ইতিমধ্যেই এই নিয়ে সকলের মনে হাজার হাজার প্রশ্ন। SIR হলে কি বাদ যাবে নাম? কাদের নামই বা বাদ যাওয়ার আশঙ্কা? কী করে বুঝবেন আপনি কোন তালিকায়? আপনার পরিবার ও বাবা-মা কী আদৌ দিতে পারবেন ভোট?
advertisement
3/10
এইরকম হাজারো প্রশ্ন ও বিতর্কের মধ্যেই অনেকেই ভাবছেন ২০০২ সালের ভোটার লিস্ট কোথায় পাবেন। কীভাবেই বা দেখবেন নাম আছে কী নেই? কাদের নাম বাদ যেতে পারে। এই প্রতিবেদনে রইল এসআইআর সংক্রান্ত এমনই কিছু উল্লেখযোগ্য প্রশ্নের উত্তর।
এইরকম হাজারো প্রশ্ন ও বিতর্কের মধ্যেই অনেকেই ভাবছেন ২০০২ সালের ভোটার লিস্ট কোথায় পাবেন। কীভাবেই বা দেখবেন নাম আছে কী নেই? কাদের নাম বাদ যেতে পারে। এই প্রতিবেদনে রইল এসআইআর সংক্রান্ত এমনই কিছু উল্লেখযোগ্য প্রশ্নের উত্তর।
advertisement
4/10
নির্বাচন কমিশনের তরফে ওয়েবসাইটে ইতিমধ্যেই ২০০২ সালের ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। সেই সময়ের বিধানসভা অঞ্চল অনুযায়ী তালিকা প্রকাশিত করা হয়েছে। ভোটগ্রহণ কেন্দ্রের অর্থাৎ আপনার বুথের সঙ্গে মিলিয়ে ভোটাররা চাইলে এই মুহূর্তে বাড়ি বসেই দেখে নিতে পারবেন ২০০২-এর তালিকায় আপনার নাম রয়েছে কি না।
নির্বাচন কমিশনের তরফে ওয়েবসাইটে ইতিমধ্যেই ২০০২ সালের ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। সেই সময়ের বিধানসভা অঞ্চল অনুযায়ী তালিকা প্রকাশিত করা হয়েছে। ভোটগ্রহণ কেন্দ্রের অর্থাৎ আপনার বুথের সঙ্গে মিলিয়ে ভোটাররা চাইলে এই মুহূর্তে বাড়ি বসেই দেখে নিতে পারবেন ২০০২-এর তালিকায় আপনার নাম রয়েছে কি না।
advertisement
5/10
কাদের নাম বাদ যাওয়ার আশঙ্কা?২০০২ সালের ভোটার তালিকায় পরিবারের কারও নাম নেই এবং দেশের নাগরিকত্ব প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন এমন ব্যক্তির নাম বাদ দিতে পারে কমিশন।
কাদের নাম বাদ যাওয়ার আশঙ্কা?২০০২ সালের ভোটার তালিকায় পরিবারের কারও নাম নেই এবং দেশের নাগরিকত্ব প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন এমন ব্যক্তির নাম বাদ দিতে পারে কমিশন।
advertisement
6/10
বাদ পড়বে ভোটার তালিকায় থাকা মৃত ও অবৈধ ভোটারদের নাম। দু’ জায়গায় দুটি এপিক নম্বর থাকলে, একটি জায়গা থেকে নাম বাদ যাবে।
বাদ পড়বে ভোটার তালিকায় থাকা মৃত ও অবৈধ ভোটারদের নাম। দু’ জায়গায় দুটি এপিক নম্বর থাকলে, একটি জায়গা থেকে নাম বাদ যাবে।
advertisement
7/10
আবার একইসঙ্গে কমিশনের যুক্তি, ভুয়ো ভোটাররা কারচুপি করে ১১ টি নথির যে কোনও একটি তৈরি করে ফেললেও ২০০২ সালের ভোটার তালিকায় বাবা বা মায়ের নাম দেখাতে পারবেন না।
আবার একইসঙ্গে কমিশনের যুক্তি, ভুয়ো ভোটাররা কারচুপি করে ১১ টি নথির যে কোনও একটি তৈরি করে ফেললেও ২০০২ সালের ভোটার তালিকায় বাবা বা মায়ের নাম দেখাতে পারবেন না।
advertisement
8/10
SIR-এ অংশ না নিলে কী হবে ?SIR-এর পর ২০২৬ সালের বিধানসভা ভোটের জন্য নতুন তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। কোনও ভোটার এসআইআরে অংশ না নিলে নতুন তালিকায় কিন্তু তাঁদের নাম অনুপস্থিত থাকবে।
SIR-এ অংশ না নিলে কী হবে ?SIR-এর পর ২০২৬ সালের বিধানসভা ভোটের জন্য নতুন তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। কোনও ভোটার এসআইআরে অংশ না নিলে নতুন তালিকায় কিন্তু তাঁদের নাম অনুপস্থিত থাকবে।
advertisement
9/10
SIR তালিকা পাওয়া যাবে কীভাবে?এক্ষেত্রে বিহারের ক্ষেত্রে যে ভাবে কাজ হয়েছে ঠিক একই ভাবে পশ্চিমবঙ্গেও এসআইয়ের-এর একই নিয়ম বলবৎ হবে। SIR-এর মূল কাজ শেষ হওয়ার এক মাস পর খসড়া তালিকা প্রকাশিত হবে। কোনও ভুল বা অভিযোগ থাকলে খসড়া তালিকায় তা খতিয়ে দেখবে কমিশন।
SIR তালিকা পাওয়া যাবে কীভাবে?এক্ষেত্রে বিহারের ক্ষেত্রে যে ভাবে কাজ হয়েছে ঠিক একই ভাবে পশ্চিমবঙ্গেও এসআইয়ের-এর একই নিয়ম বলবৎ হবে। SIR-এর মূল কাজ শেষ হওয়ার এক মাস পর খসড়া তালিকা প্রকাশিত হবে। কোনও ভুল বা অভিযোগ থাকলে খসড়া তালিকায় তা খতিয়ে দেখবে কমিশন।
advertisement
10/10
SIR কেন জরুরি?বস্তুত দেশে প্রতি বছরই ভোটার তালিকা সংশোধন করে নির্বাচন কমিশন। এই সংশোধনের মধ্যে দিয়ে নতুন ফার্স্ট ভোটারের নাম যেমন যুক্ত হয়, তেমনই ভুয়ো এবং মৃত ভোটারের নাম বাদও যায়। তবে নির্বাচন কমিশন মনে করছে, নাম তোলা এবং বাদ যাওয়া সম্পূর্ণ ত্রুটি মুক্ত নয়। তাই ভোটার লিস্টে কারচুপি রুখতেই কমিশন আনছে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া।
SIR কেন জরুরি?বস্তুত দেশে প্রতি বছরই ভোটার তালিকা সংশোধন করে নির্বাচন কমিশন। এই সংশোধনের মধ্যে দিয়ে নতুন ফার্স্ট ভোটারের নাম যেমন যুক্ত হয়, তেমনই ভুয়ো এবং মৃত ভোটারের নাম বাদও যায়। তবে নির্বাচন কমিশন মনে করছে, নাম তোলা এবং বাদ যাওয়া সম্পূর্ণ ত্রুটি মুক্ত নয়। তাই ভোটার লিস্টে কারচুপি রুখতেই কমিশন আনছে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া।
advertisement
advertisement
advertisement