কর্নাটকের শিমোগা জেলার তীর্থহল্লি তালুকের আরাগা তুদানকালের কাছে এমন এক অদ্ভুত ঘটনা ঘটেছে। প্রতিদিনের মতো রাতে ঘুমনোর জন্য নিজের বিছানায় শুয়ে ছিলেন তুদানকাল গ্রামের এক তরুণী। কিন্তু সেই বিছানায় যে আগে থেকেই সাপ ছিল, তা বোঝেননি কেউ। স্বাভাবিক ভাবে রাতে ঘুমিয়ে পড়েন তরুণী। photo source collected
কিন্তু সকালে ঘুম ভাঙতেই নিজের বিছানায় ঠান্ডা ঠান্ডা কিছু অনুভব করেন তিনি। চোখ মেলতেই তিনি হতবাক। বুঝতে পারেন সারা রাত একটি সাপের সঙ্গে শুয়েছিলেন। সম্প্রতি এই ঘটনার কথা জানাজানি হয়েছে শিমোগার তীর্থহল্লিতে। যদিও এই প্রথম নয়, এর আগেও শিমোগায় সাপ সংক্রান্ত এক অদ্ভুত ঘটনা ঘটেছিল।photo source collected
এদিকে সম্প্রতি পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় বিষধর সাপের কামড়ে মৃত্যু হয় এক ১৪ বছরের কিশোরীর। প্রাথমিক ভাবে পরিবারের লোকজন বুঝতেই পারেননি ওই কিশোরীকে দংশন করেছে বিষধর সাপ। প্রথমে শরীরে শুরু হয় বিভিন্ন ধরনের উপসর্গ। অসুস্থতার কারণেই তাকে নিয়ে যাওয়া হয় হবিবপুর উপস্বাস্থ্য কেন্দ্রে। বমি, ঝিমঝিম ভাব নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ায় তাঁকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।photo source collected