RPF Arrest in Vande bharat case: হঠাৎ জোরে এমারজেন্সি ব্রেক! ট্রেনের ভিতরে চূড়ান্ত বিশৃঙ্খলা...ইঞ্জিনে লাগানো সিসিটিভিতে এমন কিছু ধরা পড়ল, সব কিছু পরিষ্কার
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
বিহারের গয়া জেলায় বন্দে ভারত এক্সপ্রেসে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। ট্রেনটি বারাণসী থেকে রাঁচীর উদ্দেশে যাচ্ছিল, কিন্তু গয়া জংশনের ঠিক আগে, এমন কিছু ঘটে যাতে লোকো পায়লটকে জরুরি ব্রেক লাগাতে হয়েছিল। কী ঘটেছিল সেখানে?
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
চাদৌতি থানা এলাকার শেরপুর গ্রামের তিন যুবককে গ্রেফতার করে রফিগঞ্জ রেলওয়ে পুলিশ। গ্রেফতার হওয়া যুবকদের নাম সৌরভ কুমার, মুন্না কুমার এবং বিকাশ দাস। তাদের সকলের বয়স ১৮ বছর এবং তারা শেরপুর গ্রামের বাসিন্দা। ট্রেনের সিসিটিভি ফুটেজের ভিত্তিতে এই পদক্ষেপ করা হয়৷ ফুটেজে ওই তিন যুবকের পাথর ছোঁড়ার দৃশ্য ধরা পড়েছে।
advertisement
রফিগঞ্জ রেলওয়ে পুলিশ ট্রেনে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখে, সেখানে তিন যুবক পাথর ছুঁড়ছে। ফুটেজের ভিত্তিতে, পুলিশ শেরপুর গ্রামে অভিযান চালিয়ে তিন অভিযুক্তকে হেফাজতে নেয়। জিজ্ঞাসাবাদে, যুবকরা তাদের অপরাধ স্বীকার করে নেয়। পুলিশ তাদের বিরুদ্ধে রেলওয়ে আইনের ১৫৩ এবং ১৪৭ ধারায় মামলা দায়ের করে। সকল অভিযুক্তকে স্থানীয় আদালতে হাজির করা হয়েছিল, সেখান থেকে তাদের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।