টানা ৪ দিন ধরে একসঙ্গে জ্বলছে ৪৬টি দাবানল, উত্তরাখণ্ডে পুড়ে খাক বন্যপ্রাণীরা

Last Updated:
1/7
• করোনা, ভূমিকল্প, হরপা বান, অমফান, পঙ্গোপাল... আর এবার দাবানল । আমাদের দেশ আজ ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন । একের পর এক প্রাকৃতি বিপর্যয়ে নাভিশ্বাস উঠছে দেশবাসীর । চারিদিক থেকে নানারকম সমস্যা গ্রাস করছে ধীরে ধীরে । কী ভাবে সমস্ত প্রতিকূলতাকে জয় করতে পারব আমরা, এখন শুধু সেই ভাবার ।
• করোনা, ভূমিকল্প, হরপা বান, অমফান, পঙ্গোপাল... আর এবার দাবানল । আমাদের দেশ আজ ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন । একের পর এক প্রাকৃতি বিপর্যয়ে নাভিশ্বাস উঠছে দেশবাসীর । চারিদিক থেকে নানারকম সমস্যা গ্রাস করছে ধীরে ধীরে । কী ভাবে সমস্ত প্রতিকূলতাকে জয় করতে পারব আমরা, এখন শুধু সেই ভাবার ।
advertisement
2/7
• আমাজন, অস্ট্রেলিয়ার পর এবার আমাদের দেশ । দাউ দাউ করে চলছে উত্তরাখণ্ডের বিস্তীর্ণ বনভূমি । টানা ৪ দিন ধরে জ্বলছে প্রায় ৭১ হেক্টর সবুজ ।
• আমাজন, অস্ট্রেলিয়ার পর এবার আমাদের দেশ । দাউ দাউ করে চলছে উত্তরাখণ্ডের বিস্তীর্ণ বনভূমি । টানা ৪ দিন ধরে জ্বলছে প্রায় ৭১ হেক্টর সবুজ ।
advertisement
3/7
• ৪৬টি দাবানল লেগেছে গোটা বনাঞ্চলে । আর তাতেই পুড়ে খাক হয়ে যাচ্ছে বনের অবলা পশুপক্ষীরা । বন দফতরের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই প্রায় ১.৩২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে ।
• ৪৬টি দাবানল লেগেছে গোটা বনাঞ্চলে । আর তাতেই পুড়ে খাক হয়ে যাচ্ছে বনের অবলা পশুপক্ষীরা । বন দফতরের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই প্রায় ১.৩২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে ।
advertisement
4/7
• বন দফতরের তরফে জানানো হয়েছে দাবানলের কারণে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কুমায়ুন অঞ্চলের জঙ্গলগুলির।
• বন দফতরের তরফে জানানো হয়েছে দাবানলের কারণে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কুমায়ুন অঞ্চলের জঙ্গলগুলির।
advertisement
5/7
• চলতি বছরে শুধুমাত্র এই অঞ্চলেই আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে প্রায় ১২০০ হেক্টর বন। কুমায়ুন ছাড়াও দাবানলের খবর পাওয়া গিয়েছে নৈনিতাল, আলমোরা, পউরি গাড়ওয়াল, দেরাদুন এবং তেহরি থেকেও।
• চলতি বছরে শুধুমাত্র এই অঞ্চলেই আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে প্রায় ১২০০ হেক্টর বন। কুমায়ুন ছাড়াও দাবানলের খবর পাওয়া গিয়েছে নৈনিতাল, আলমোরা, পউরি গাড়ওয়াল, দেরাদুন এবং তেহরি থেকেও।
advertisement
6/7
• আগুন যত ছড়িয়ে পড়ছে বাড়ছে উষ্ণতা । বনভূমি যতই গরম হয়ে যাচ্ছে ততই হু হু করে ছড়িয়ে পড়ছে দাবানল । বহু মূল্যবান বৃক্ষ ও বিরল প্রজাতির প্রাণীর জীবন আজ চরম সংকটে ।
• আগুন যত ছড়িয়ে পড়ছে বাড়ছে উষ্ণতা । বনভূমি যতই গরম হয়ে যাচ্ছে ততই হু হু করে ছড়িয়ে পড়ছে দাবানল । বহু মূল্যবান বৃক্ষ ও বিরল প্রজাতির প্রাণীর জীবন আজ চরম সংকটে ।
advertisement
7/7
• আগুন নেভাতে দিন-রাত এক করে কাজ করছেন দমকলকর্মীরা । আগুন নেভাতে গিয়ে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে দু’জনের । আরও একজনের অবস্থা আশঙ্কাজনক ।
• আগুন নেভাতে দিন-রাত এক করে কাজ করছেন দমকলকর্মীরা । আগুন নেভাতে গিয়ে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে দু’জনের । আরও একজনের অবস্থা আশঙ্কাজনক ।
advertisement
advertisement
advertisement