• করোনা, ভূমিকল্প, হরপা বান, অমফান, পঙ্গোপাল... আর এবার দাবানল । আমাদের দেশ আজ ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন । একের পর এক প্রাকৃতি বিপর্যয়ে নাভিশ্বাস উঠছে দেশবাসীর । চারিদিক থেকে নানারকম সমস্যা গ্রাস করছে ধীরে ধীরে । কী ভাবে সমস্ত প্রতিকূলতাকে জয় করতে পারব আমরা, এখন শুধু সেই ভাবার ।
advertisement
2/7
• আমাজন, অস্ট্রেলিয়ার পর এবার আমাদের দেশ । দাউ দাউ করে চলছে উত্তরাখণ্ডের বিস্তীর্ণ বনভূমি । টানা ৪ দিন ধরে জ্বলছে প্রায় ৭১ হেক্টর সবুজ ।