চূড়ান্ত ভয়াবহ পরিস্থিতির মধ্যে বাস করছে শিশুরা! UNICEF-এর সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্টে বলা হচ্ছে, সারা বিশ্বে প্রায় ৮০ কোটি বাচ্চার রক্তে মিশে যাচ্ছে ক্ষতিকর সিসা। Representative image
advertisement
2/4
সিসা এক জাতীয় শক্তিশালী নিউরোটক্সিন, শিশুদের মস্তিষ্কে মারাত্মক ক্ষতি করে। ৫ বছরের কম বয়সি শিশুদের ক্ষেত্রে বিপদের আশঙ্কা আরও বেশি। ঠিক ভাবে বিকশিত হওয়ার আগেই মস্তিষ্ক বিকল হয়ে পড়ে। Representative image
advertisement
3/4
সিসার কারণে সারাজীবন স্নায়ুজনিত সমস্যায় আক্রান্ত হয় শিশুরা। ব্যবহারেও চূড়ান্ত পরিবর্তণ দেখা যায়, অনেকের মধ্যে জন্ম নেয় ক্রিমিনাল সাইকোলজি। পরবর্তীতে দেখা দিতে পারে হার্ট ও কিডনির অসুখ-ও। Representative image
advertisement
4/4
ইউনিসেফ জানাচ্ছে, অ্যাসিড ব্যাটারির অবৈধ পুনর্ব্যবহারই মূলত বিপদ ডেকে আনছে। অ্যাসিড ব্যাটারির খোলস ভেঙে মসলা ছড়িয়ে দেওয়া হয়, সেই অ্যাসিড ও সিসার ধূলিকণা মাটিতে পড়ে। অপরিশোধিত সিসা উন্মুক্ত চুল্লিতে গলানো হয় যা থেকে বিষাক্ত ধোঁয়া নির্গত হয়। Representative image