প্রতি মুহূর্তে শিশু শরীরে ঢুকে পড়ছে চরম ক্ষতিকর সিসা, ডেকে আনছে চূড়ান্ত বিপদ: UNICEF

Last Updated:
চূড়ান্ত ভয়াবহ পরিস্থিতির মধ্যে বাস করছে শিশুরা
1/4
চূড়ান্ত ভয়াবহ পরিস্থিতির মধ্যে বাস করছে শিশুরা! UNICEF-এর সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্টে বলা হচ্ছে, সারা বিশ্বে প্রায় ৮০ কোটি বাচ্চার রক্তে মিশে যাচ্ছে ক্ষতিকর সিসা। Representative image
চূড়ান্ত ভয়াবহ পরিস্থিতির মধ্যে বাস করছে শিশুরা! UNICEF-এর সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্টে বলা হচ্ছে, সারা বিশ্বে প্রায় ৮০ কোটি বাচ্চার রক্তে মিশে যাচ্ছে ক্ষতিকর সিসা। Representative image
advertisement
2/4
সিসা এক জাতীয় শক্তিশালী নিউরোটক্সিন, শিশুদের মস্তিষ্কে মারাত্মক ক্ষতি করে। ৫ বছরের কম বয়সি শিশুদের ক্ষেত্রে বিপদের আশঙ্কা আরও বেশি। ঠিক ভাবে বিকশিত হওয়ার আগেই মস্তিষ্ক বিকল হয়ে পড়ে। Representative image
সিসা এক জাতীয় শক্তিশালী নিউরোটক্সিন, শিশুদের মস্তিষ্কে মারাত্মক ক্ষতি করে। ৫ বছরের কম বয়সি শিশুদের ক্ষেত্রে বিপদের আশঙ্কা আরও বেশি। ঠিক ভাবে বিকশিত হওয়ার আগেই মস্তিষ্ক বিকল হয়ে পড়ে। Representative image
advertisement
3/4
সিসার কারণে সারাজীবন স্নায়ুজনিত সমস্যায় আক্রান্ত হয় শিশুরা। ব্যবহারেও চূড়ান্ত পরিবর্তণ দেখা যায়, অনেকের মধ্যে জন্ম নেয় ক্রিমিনাল সাইকোলজি। পরবর্তীতে দেখা দিতে পারে হার্ট ও কিডনির অসুখ-ও। Representative image
সিসার কারণে সারাজীবন স্নায়ুজনিত সমস্যায় আক্রান্ত হয় শিশুরা। ব্যবহারেও চূড়ান্ত পরিবর্তণ দেখা যায়, অনেকের মধ্যে জন্ম নেয় ক্রিমিনাল সাইকোলজি। পরবর্তীতে দেখা দিতে পারে হার্ট ও কিডনির অসুখ-ও। Representative image
advertisement
4/4
ইউনিসেফ জানাচ্ছে, অ্যাসিড ব্যাটারির অবৈধ পুনর্ব্যবহারই মূলত বিপদ ডেকে আনছে। অ্যাসিড ব্যাটারির খোলস ভেঙে মসলা ছড়িয়ে দেওয়া হয়, সেই অ্যাসিড ও সিসার ধূলিকণা মাটিতে পড়ে। অপরিশোধিত সিসা উন্মুক্ত চুল্লিতে গলানো হয় যা থেকে বিষাক্ত ধোঁয়া নির্গত হয়। Representative image
ইউনিসেফ জানাচ্ছে, অ্যাসিড ব্যাটারির অবৈধ পুনর্ব্যবহারই মূলত বিপদ ডেকে আনছে। অ্যাসিড ব্যাটারির খোলস ভেঙে মসলা ছড়িয়ে দেওয়া হয়, সেই অ্যাসিড ও সিসার ধূলিকণা মাটিতে পড়ে। অপরিশোধিত সিসা উন্মুক্ত চুল্লিতে গলানো হয় যা থেকে বিষাক্ত ধোঁয়া নির্গত হয়। Representative image
advertisement
advertisement
advertisement