Unique Wedding : নাসিকে বৃহন্নলাকে বিয়ে করে নজির গড়লেন যুবক! অন্যরকম বিয়েতে খুশি গ্রামবাসীরাও, রইল বিয়ের অ্যালবাম...

Last Updated:
সমাজের চোখে এক উদাহরণ হয়ে দাঁড়িয়েছে এই বিয়ে (Unique Wedding)। তার কারণ বিয়ের পাত্র ও পাত্রী। এখানে এক যুবক তাঁর পছন্দের পাত্রী হিসেবে বেছে নিয়েছেন এক বৃহন্নলাকে (Eunuch)। অনন্য নজির গড়ে তুলেছেন।
1/7
মহারাষ্ট্রের নাসিক শহরের একটি অন্যরকম বিয়ের কাহিনী এখন আলোচনার কেন্দ্রে। কারণ আর পাঁচটা বিয়ের থেকে এই বিয়ে অনেকটাই আলাদা। যদিও অন্য সব বিয়ের মতোই এখানেই হয়েছে মালা বদল, সাত পাক ঘোরা সবই। 
মহারাষ্ট্রের নাসিক শহরের একটি অন্যরকম বিয়ের কাহিনী এখন আলোচনার কেন্দ্রে। কারণ আর পাঁচটা বিয়ের থেকে এই বিয়ে অনেকটাই আলাদা। যদিও অন্য সব বিয়ের মতোই এখানেই হয়েছে মালা বদল, সাত পাক ঘোরা সবই। 
advertisement
2/7
তবুও সমাজের চোখে এক উদাহরণ হয়ে দাঁড়িয়েছে এই বিয়ে। তার কারণ বিয়ের পাত্র ও পাত্রী। এখানে এক যুবক তাঁর পছন্দের পাত্রী হিসেবে বেছে নিয়েছেন এক বৃহন্নলাকে। অনন্য নজির গড়ে তুলেছেন।
তবুও সমাজের চোখে এক উদাহরণ হয়ে দাঁড়িয়েছে এই বিয়ে। তার কারণ বিয়ের পাত্র ও পাত্রী। এখানে এক যুবক তাঁর পছন্দের পাত্রী হিসেবে বেছে নিয়েছেন এক বৃহন্নলাকে। অনন্য নজির গড়ে তুলেছেন।
advertisement
3/7
কথায় বলে প্রেম অন্ধ! কোনও বর্ণ, জাতি, ধনী গরীব বা বয়সের সীমারেখাও আটকে রাখতে পারে না দুটি প্রেমিক হৃদয়কে। মহারাষ্ট্রের নাসিক শহরের এই বিয়ে  যেন সেটাই আরও একবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। শুধু নিখাদ ভালবাসার টানেই সঞ্জয় সমাজ এবং লোকজনের তোয়াক্কা না করেই স্ত্রী হিসাবে বেছে নিলেন এক বৃহন্নলাকে।
কথায় বলে প্রেম অন্ধ! কোনও বর্ণ, জাতি, ধনী গরীব বা বয়সের সীমারেখাও আটকে রাখতে পারে না দুটি প্রেমিক হৃদয়কে। মহারাষ্ট্রের নাসিক শহরের এই বিয়ে যেন সেটাই আরও একবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। শুধু নিখাদ ভালবাসার টানেই সঞ্জয় সমাজ এবং লোকজনের তোয়াক্কা না করেই স্ত্রী হিসাবে বেছে নিলেন এক বৃহন্নলাকে।
advertisement
4/7
বৃহন্নলা শিবলক্ষ্মী (কিন্নার)কে বিয়ে করলেন নাসিকের বাসিন্দা সঞ্জয় ঝালতে। শুধু সঞ্জয়ই নয়, শিবলক্ষ্মীকে আপন করে নিয়েছেন তাঁর পরিবারের প্রত্যেকেই। পরিবারের সদস্যরাও আনন্দের সঙ্গে সম্পূর্ণ খোলা মনে মেনে নিয়েছেন এই অন্যরকম বিয়ে ও পরিবারের নতুন মানুষকে।
বৃহন্নলা শিবলক্ষ্মী (কিন্নার)কে বিয়ে করলেন নাসিকের বাসিন্দা সঞ্জয় ঝালতে। শুধু সঞ্জয়ই নয়, শিবলক্ষ্মীকে আপন করে নিয়েছেন তাঁর পরিবারের প্রত্যেকেই। পরিবারের সদস্যরাও আনন্দের সঙ্গে সম্পূর্ণ খোলা মনে মেনে নিয়েছেন এই অন্যরকম বিয়ে ও পরিবারের নতুন মানুষকে।
advertisement
5/7
প্রাচীন শিব মন্দিরে সাত পাকে বাঁধা পড়েন ওঁরা। সঞ্জয় বলেন, বৃহন্নলা হয়েও শিবলক্ষ্মীরা কিন্তু সবার ওপরে এক একজন মানুষ। ওঁদেরও মন আছে, স্বপ্ন আছে। নিজের মত করে জীবনে বাঁচার অধিকার আছে। তাহলে তাকে বিয়ে করতে সমস্যা কীসের?
প্রাচীন শিব মন্দিরে সাত পাকে বাঁধা পড়েন ওঁরা। সঞ্জয় বলেন, বৃহন্নলা হয়েও শিবলক্ষ্মীরা কিন্তু সবার ওপরে এক একজন মানুষ। ওঁদেরও মন আছে, স্বপ্ন আছে। নিজের মত করে জীবনে বাঁচার অধিকার আছে। তাহলে তাকে বিয়ে করতে সমস্যা কীসের?
advertisement
6/7
শুভক্ষণে সম্পূর্ণ রীতিনীতি মেনেই চার হাত এক হল। সঞ্জয় জানিয়েছেন, টিকটকের মাধ্যমে কিন্নর শিবলক্ষ্মীর সাথে পরিচয় হয়েছিল সঞ্জয়ের। ক্রমে তাঁরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধু হয়ে ওঠেন। তৈরি হয় ভালবাসার সম্পর্ক। পরে দুজনেই বিয়ে করার সিদ্ধান্ত নেন।
শুভক্ষণে সম্পূর্ণ রীতিনীতি মেনেই চার হাত এক হল। সঞ্জয় জানিয়েছেন, টিকটকের মাধ্যমে কিন্নর শিবলক্ষ্মীর সাথে পরিচয় হয়েছিল সঞ্জয়ের। ক্রমে তাঁরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধু হয়ে ওঠেন। তৈরি হয় ভালবাসার সম্পর্ক। পরে দুজনেই বিয়ে করার সিদ্ধান্ত নেন।
advertisement
7/7
শুধু পরিবারই নয় সঞ্জয়-শিবলক্ষ্মীর এই বিয়েতে খুশি ওঁদের গোটা গ্রাম। অন্যদের শরিক হতে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবার, বন্ধু থেকে সঞ্জয় শিবলক্ষ্মীর আপনজনেরাও।
শুধু পরিবারই নয় সঞ্জয়-শিবলক্ষ্মীর এই বিয়েতে খুশি ওঁদের গোটা গ্রাম। অন্যদের শরিক হতে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবার, বন্ধু থেকে সঞ্জয় শিবলক্ষ্মীর আপনজনেরাও।
advertisement
advertisement
advertisement