এক লহমায় বদলে গেল জীবন! জোড়া হিরের খোঁজ পেয়ে রাতারাতি ধনী দুই শ্রমিক

Last Updated:
স্থানীয় ডায়মন্ড অফিসে হিরে দু'টি জমা দেওয়া হয়েছে৷ এবার সেই হিরেগুলি নিলামে তোলা হবে৷
1/6
দামি হিরের খোঁজ পাবেন৷ এই আশাতেই দিনের পর দিন হিরের খনিতে কাজ করতেন দুই শ্রমিক৷ শেষ পর্যন্ত তাঁদের স্বপ্নপূরণ হল৷ ৭.৪৪ এবং ১৪.৯৮ ক্যারেটের দু'টি হিরে পেয়ে রাতারাতি বড়লোক হয়ে গেলেন দু'জনে৷
দামি হিরের খোঁজ পাবেন৷ এই আশাতেই দিনের পর দিন হিরের খনিতে কাজ করতেন দুই শ্রমিক৷ শেষ পর্যন্ত তাঁদের স্বপ্নপূরণ হল৷ ৭.৪৪ এবং ১৪.৯৮ ক্যারেটের দু'টি হিরে পেয়ে রাতারাতি বড়লোক হয়ে গেলেন দু'জনে৷
advertisement
2/6
এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের পান্নার দু'টি হিরের খনিতে৷ দিলীপ মিস্ত্রি নামে এক শ্রমিক ৭.৪৪ ক্যারেটের হিরেটির খোঁজ পান জারুয়াপুরের একটি খনি৷ আর লক্ষ্মণ যাদব নামে অন্য এক শ্রমিক ১৪.৯৮ ক্যারেটের হিরেটির খঁুজে পান কৃষ্ণ কল্যাণপুর এলাকায়৷
এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের পান্নার দু'টি হিরের খনিতে৷ দিলীপ মিস্ত্রি নামে এক শ্রমিক ৭.৪৪ ক্যারেটের হিরেটির খোঁজ পান জারুয়াপুরের একটি খনি৷ আর লক্ষ্মণ যাদব নামে অন্য এক শ্রমিক ১৪.৯৮ ক্যারেটের হিরেটির খঁুজে পান কৃষ্ণ কল্যাণপুর এলাকায়৷
advertisement
3/6
স্থানীয় ডায়মন্ড অফিসে হিরে দু'টি জমা দেওয়া হয়েছে৷ এবার সেই হিরেগুলি নিলামে তোলা হবে৷ জানা গিয়েছে, ১২.৫ শতাংশ রাজস্ব কেটে নিয়ে হিরের মূল্যের বাকি অর্থ পাবেন ওই দুই শ্রমিক৷
স্থানীয় ডায়মন্ড অফিসে হিরে দু'টি জমা দেওয়া হয়েছে৷ এবার সেই হিরেগুলি নিলামে তোলা হবে৷ জানা গিয়েছে, ১২.৫ শতাংশ রাজস্ব কেটে নিয়ে হিরের মূল্যের বাকি অর্থ পাবেন ওই দুই শ্রমিক৷
advertisement
4/6
হিরে দু'টির দাম কত রাখা হবে, তা কর্তৃপক্ষ ঠিক করবে৷ তবে ৭.৪৪ ক্যারেটের হিরেটির আনুমানিক দাম হতে চলেছে ৩০ লক্ষ টাকা৷ আর দ্বিতীয় হিরেটির দাম দাঁড়াবে প্রায় দ্বিগুণ৷
হিরে দু'টির দাম কত রাখা হবে, তা কর্তৃপক্ষ ঠিক করবে৷ তবে ৭.৪৪ ক্যারেটের হিরেটির আনুমানিক দাম হতে চলেছে ৩০ লক্ষ টাকা৷ আর দ্বিতীয় হিরেটির দাম দাঁড়াবে প্রায় দ্বিগুণ৷
advertisement
5/6
লক্ষ্মণ যাদব নামে যে শ্রমিক বড় হিরেটির খোঁজ পেয়েছেন, তিনি একটি দু' একর জমিতে চাষের কাজ করেন৷ এই প্রথম হিরের খোঁজ পেলেন তিনি৷ ওই শ্রমিক জানিয়েছেন, হিরে দাম বাবদ পাওয়া অর্থে নিজের সন্তানদের পড়াশোনার কাজে লাগাবেন তিনি৷
লক্ষ্মণ যাদব নামে যে শ্রমিক বড় হিরেটির খোঁজ পেয়েছেন, তিনি একটি দু' একর জমিতে চাষের কাজ করেন৷ এই প্রথম হিরের খোঁজ পেলেন তিনি৷ ওই শ্রমিক জানিয়েছেন, হিরে দাম বাবদ পাওয়া অর্থে নিজের সন্তানদের পড়াশোনার কাজে লাগাবেন তিনি৷
advertisement
6/6
দিলীপ মিস্ত্রি নামে দ্বিতীয় শ্রমিক জানিয়েছেন, পরিচিত চার জন মিলে নিজেদের ব্যক্তিগত জমিতেই গত ছ' মাস ধরে হিরে খোঁজ চালাচ্ছিলেন তাঁরা৷ এই প্রথমবার ভাল মানের হিরের খোঁজ পেয়েছেন তিনি৷ বুন্দেলখন্ড জেলার পান্না হিরের খনির জন্য বিখ্যাত৷ প্রতীকী চিত্র ।
দিলীপ মিস্ত্রি নামে দ্বিতীয় শ্রমিক জানিয়েছেন, পরিচিত চার জন মিলে নিজেদের ব্যক্তিগত জমিতেই গত ছ' মাস ধরে হিরে খোঁজ চালাচ্ছিলেন তাঁরা৷ এই প্রথমবার ভাল মানের হিরের খোঁজ পেয়েছেন তিনি৷ বুন্দেলখন্ড জেলার পান্না হিরের খনির জন্য বিখ্যাত৷ প্রতীকী চিত্র ।
advertisement
advertisement
advertisement