Tripura Election Result 2023: টেনশন দিয়ে শুরু সকাল, মিষ্টিমুখ দিয়ে শেষ! পার্টি অফিসে সঙ্গে আবির খেলায় মাতলেন মানিক সাহা

Last Updated:
পরে বিজেপির নির্বাচনী কার্যালয়েও খুশি খুশি চেহারায় দেখা গেল মানিক সাহাকে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ও বিজেপি নেতা সম্বিত পাত্রকে সঙ্গে নিয়েই আবির খেলায় মেতে ওঠেন৷ একে অপরকে মিষ্টিমুখও করান৷
1/5
দিনের শুরুটা খুব একটা স্বস্তি দিয়ে হয়নি। এমনকি, জয় যখন মোটামুটি নিশ্চিত, তখনও ত্রিপুরার বিদায়ী মুখ্যমন্ত্রী মানিক সাহার গলায় আক্ষেপ। যতটা ভাল ফল হওয়ার কথা ছিল, ঠিক ততটা ভাল ফল হল না। বলেছিলেন মানিক। তবে দুপুর গড়িয়ে বিকেলের দিকে দিন গড়াতেই শুরু হয়ে গেল বিজয় উৎসব। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সঙ্গে গলা জড়িয়ে শামিল হলেন বিজয় উৎসবে।
দিনের শুরুটা খুব একটা স্বস্তি দিয়ে হয়নি। এমনকি, জয় যখন মোটামুটি নিশ্চিত, তখনও ত্রিপুরার বিদায়ী মুখ্যমন্ত্রী মানিক সাহার গলায় আক্ষেপ। যতটা ভাল ফল হওয়ার কথা ছিল, ঠিক ততটা ভাল ফল হল না। বলেছিলেন মানিক। তবে দুপুর গড়িয়ে বিকেলের দিকে দিন গড়াতেই শুরু হয়ে গেল বিজয় উৎসব। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সঙ্গে গলা জড়িয়ে শামিল হলেন বিজয় উৎসবে।
advertisement
2/5
এদিন সকালে গিয়েছিলেন ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিতে। সেখান থেকে সোজা বাড়ি এসে বন্দি ছিলেন নিজের ঘরেই৷ সঙ্গী ছিল নিজের ফোন৷ আর সারাক্ষণ চোখ ছিল টিভির পর্দায়৷
এদিন সকালে গিয়েছিলেন ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিতে। সেখান থেকে সোজা বাড়ি এসে বন্দি ছিলেন নিজের ঘরেই৷ সঙ্গী ছিল নিজের ফোন৷ আর সারাক্ষণ চোখ ছিল টিভির পর্দায়৷
advertisement
3/5
বেলা বাড়ার সাথে সাথেই প্রস্তুত হতে শুরু করেন। যদিও তাঁর নিজের কেন্দ্র নিয়ে মাঝেমধ্যেই একটা টেনশন কাজ করছিল। অন্তত তৃতীয় রাউন্ড পর্যন্ত যে দিকে ভোটের ফল এগোচ্ছিল বেশ চিন্তাতেই ছিলেন তিনি। মাঝে বেশ কয়েকবার পিছিয়ে পড়়েছিলেন। অবশেষে ১ হাজার ৩২১ ভোটের লিড নিয়ে কোনওরকমে জয়।
বেলা বাড়ার সাথে সাথেই প্রস্তুত হতে শুরু করেন। যদিও তাঁর নিজের কেন্দ্র নিয়ে মাঝেমধ্যেই একটা টেনশন কাজ করছিল। অন্তত তৃতীয় রাউন্ড পর্যন্ত যে দিকে ভোটের ফল এগোচ্ছিল বেশ চিন্তাতেই ছিলেন তিনি। মাঝে বেশ কয়েকবার পিছিয়ে পড়়েছিলেন। অবশেষে ১ হাজার ৩২১ ভোটের লিড নিয়ে কোনওরকমে জয়।
advertisement
4/5
 নিজের জয়ের খবর আসতেই খুশিতে মেতে ওঠেন মানিকের সমর্থকেরা৷ বাড়ির সকলকে নিয়ে আনন্দে মাততে দেখা যায় ত্রিপুরার মুখ্যমন্ত্রীকেও।
নিজের জয়ের খবর আসতেই খুশিতে মেতে ওঠেন মানিকের সমর্থকেরা৷ বাড়ির সকলকে নিয়ে আনন্দে মাততে দেখা যায় ত্রিপুরার মুখ্যমন্ত্রীকেও।
advertisement
5/5
পরে বিজেপির নির্বাচনী কার্যালয়েও খুশি খুশি চেহারায় দেখা গেল মানিক সাহাকে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ও বিজেপি নেতা সম্বিত পাত্রকে সঙ্গে নিয়েই আবির খেলায় মেতে ওঠেন৷ একে অপরকে মিষ্টিমুখও করান৷
পরে বিজেপির নির্বাচনী কার্যালয়েও খুশি খুশি চেহারায় দেখা গেল মানিক সাহাকে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ও বিজেপি নেতা সম্বিত পাত্রকে সঙ্গে নিয়েই আবির খেলায় মেতে ওঠেন৷ একে অপরকে মিষ্টিমুখও করান৷
advertisement
advertisement
advertisement