Train Tragedy || PM Modi: দুর্ঘটনাস্থলে পৌঁছতেই হঠাৎ এই 'দুই' আধিকারিককে ফোন প্রধানমন্ত্রী মোদির! কেন? রইল আসল কারণ
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Train Tragedy || PM Narendra Modi At Accident Site: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার বিকেলে ওড়িশার বালাসোর জেলার বাহঙ্গায় ভয়াবহ রেল দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ত্রাণ ও উদ্ধারকাজ সরেজমিনে খতিয়ে দেখেন।
বালাসোর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার বিকেলে ওড়িশার বালাসোর জেলার বাহঙ্গায় ভয়াবহ রেল দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ত্রাণ ও উদ্ধারকাজ সরেজমিনে খতিয়ে দেখেন। এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। প্রধানমন্ত্রীকে উভয় কেন্দ্রীয় মন্ত্রী এবং দুর্যোগ ব্যবস্থাপনা দলের কর্মকর্তারা বর্তমান পরিস্থিতি সম্পর্কে যাবতীয় বিস্তারিত তথ্য জানা।
advertisement
ঘটনাস্থলেই ক্যাবিনেট সেক্রেটারি এবং স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী মোদি। উপস্থিত রেল আধিকারিক ও উদ্ধারকারী দলের প্রধানরা জানান, প্রধানমন্ত্রী আহতদের এবং তাদের পরিবারকে সম্ভাব্য সব ধরনের সহায়তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন। শোকাহত পরিবারগুলির কোনও অসুবিধা যাতে না হয় এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয় তা নিশ্চিত করতেও বলেন প্রধানমন্ত্রী মোদি।
advertisement
এই দুই প্রধানের সঙ্গে ফোনে ঘটনাস্থল থেকেই কথা মোদির : প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ঘটনাস্থল থেকেই ফোনে কথা হয় ওডিশার রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী প্রমিলা মালিকের। হয় বিস্তারিত আলোচনা। পাশাপাশি স্থানীয় পুলিশ প্রধানের সঙ্গেও কথা বলেন মোদি। দুর্ঘটনার পরে এই রুটে ট্রেন পরিষেবা পুনরুদ্ধার করার জন্য যে কাজ চলছে তার অগ্রগতি সম্পর্কেও খোঁজখবর নেন মোদি।
advertisement
advertisement
advertisement
advertisement
এদিন বাহঙ্গা বাজারে দুর্ঘটনাস্থলে পৌঁছনোর আগে প্রধানমন্ত্রী ট্রেন দুর্ঘটনা নিয়ে নয়াদিল্লিতে একটি উচ্চ-পর্যায়ের বৈঠকের সভাপতিত্ব করেন শনিবার সকালে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ট্যুইট করে জানানো হয়, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওড়িশায় ট্রেন দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে পরিস্থিতি পর্যালোচনা করতে একটি উচ্চ পর্যায়ের বৈঠকের সভাপতিত্ব করেছেন। পর্যালোচনা সভায় ক্ষতিগ্রস্তদের উদ্ধার, ত্রাণ ও চিকিৎসা সংক্রান্ত দিক নিয়ে আলোচনা হয়।"
advertisement
advertisement
advertisement
advertisement