কিছুতেই খুলছে না ট্রেনের 'টয়লেট'! রেলের কামরায় মুশকিলে যাত্রীরা, ১২ ঘণ্টা পর RPF এসে দরজা ভাঙতেই...!

Last Updated:
Indian Railways: রহস্য ঘনীভূত হচ্ছিল এক্সপ্রেস ট্রেনের কামরায়। দীর্ঘ ১২ ঘণ্টা ধরে বন্ধ একটি শৌচালয়ের দরজা। বার বার ডাকাডাকি, কিন্তু সাড়া নেই। যাত্রীরা উদ্বিগ্ন, আতঙ্ক ট্রেনজুড়ে। তার পর যা হল...!
1/8
রহস্য ঘনীভূত হচ্ছিল লিচ্ছভি এক্সপ্রেসের এক কামরায়। দীর্ঘ ১২ ঘণ্টা ধরে বন্ধ একটি শৌচালয়ের দরজা। বার বার ডাকাডাকি, কিন্তু সাড়া নেই। যাত্রীরা উদ্বিগ্ন, আতঙ্ক ছড়িয়েছে ট্রেনজুড়ে। শেষমেশ মউ স্টেশনে দাঁড়ানো মাত্রই রেল আধিকারিকরা দরজা ভেঙে ভিতরে প্রবেশ করতেই সামনে এল অবাক করে দেওয়া দৃশ্য।
রহস্য ঘনীভূত হচ্ছিল লিচ্ছভি এক্সপ্রেসের এক কামরায়। দীর্ঘ ১২ ঘণ্টা ধরে বন্ধ রেলের একটি শৌচালয়ের দরজা। বার বার ডাকাডাকি, কিন্তু সাড়া নেই। যাত্রীরা উদ্বিগ্ন, আতঙ্ক ছড়িয়েছে ট্রেনজুড়ে। (Representative Image: AI)
advertisement
2/8
অনেক সময় সাধারণ যাত্রাপথই এমন বিপদসংকুল, দুর্গম পরিস্থিতিতে ভরে যায় যে প্রতি মুহূর্ত লড়াই করতে হয় প্রাণ নিয়ে ফেরার জন্য। বিশেষ করে রেল সফরে নানা বিপদ ওঁত পেতে থাকে প্রায়ই। সম্প্রতি ৩৫ বছরের যুবক অনিল কুমারের সঙ্গে যা হল, শুনলে শিউরে উঠবেন।
অনেক সময় সাধারণ যাত্রাপথই এমন বিপদসংকুল, দুর্গম পরিস্থিতিতে ভরে যায় যে প্রতি মুহূর্ত লড়াই করতে হয় প্রাণ নিয়ে ফেরার জন্য। বিশেষ করে রেল সফরে নানা বিপদ ওঁত পেতে থাকে প্রায়ই। সম্প্রতি ৩৫ বছরের যুবক অনিল কুমারের সঙ্গে যা হল, শুনলে শিউরে উঠবেন। (Representative Image: AI)
advertisement
3/8
দিল্লিতে এক প্রাইভেট সংস্থায় কর্মরত অনিল। আনন্দ বিহার থেকে লিচ্ছবি এক্সপ্রেস ধরেছিলেন। ট্রেন গাজিয়াবাদ পৌঁছলে উঠে টয়লেটে গিয়েছিলেন অনিল। আর তাঁকে কেউ বেরতে দেখেনি।
দিল্লিতে এক প্রাইভেট সংস্থায় কর্মরত অনিল। আনন্দ বিহার থেকে লিচ্ছবি এক্সপ্রেস ধরেছিলেন। ট্রেন গাজিয়াবাদ পৌঁছলে উঠে টয়লেটে গিয়েছিলেন অনিল। তার পর কী হল কেউ জানে না।  (Representative Image: AI)
advertisement
4/8
শেষমেশ মউ স্টেশনে দাঁড়ানো মাত্রই রেল আধিকারিকরা দরজা ভেঙে ভিতরে প্রবেশ করতেই সামনে এল অবাক করে দেওয়া দৃশ্য। 
এদিকে ট্রেনের টয়লেটের দরজা বন্ধ। ১২ ঘণ্টা হয়ে যেতে আতঙ্ক শুরু হয়। যাত্রীরা আরপিএফকে (RPF) জানায়। শেষমেশ মউ স্টেশনে দাঁড়ানো মাত্রই রেল আধিকারিকরা দরজা ভেঙে ভিতরে প্রবেশ করতেই সামনে এল অবাক করে দেওয়া দৃশ্য।  (Representative Image: File image)
advertisement
5/8
দরজা ভাঙতে দেখা গেল, শৌচালয়ের ভিতরে অচেতন অবস্থায় পড়ে রয়েছেন এক যাত্রী। তিনিই অনিল। পুলিশ সূত্রের খবর, দিল্লি থেকে নিজের বাড়ি দেওরিয়া ফিরছিলেন তিনি। গাজিয়াবাদ স্টেশনের কাছাকাছি সময় শৌচালয়ে যান অনিল। সেখানেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং ভিতরে আটকে পড়েন।
দরজা ভাঙতে দেখা গেল, শৌচালয়ের ভিতরে অচেতন অবস্থায় পড়ে রয়েছেন এক যাত্রী। তিনিই অনিল। পুলিশ সূত্রের খবর, দিল্লি থেকে নিজের বাড়ি দেওরিয়া ফিরছিলেন তিনি। গাজিয়াবাদ স্টেশনের কাছাকাছি সময় শৌচালয়ে যান অনিল। সেখানেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং ভিতরে আটকে পড়েন। (Representative Image: File image)
advertisement
6/8
যন্ত্রণায় কাতরাচ্ছিলেন অনিল। দম বন্ধ হয়ে আসছিল। ১২ ঘণ্টা আটকে রইলেন অনিল সেভাবেই। এর পর আরপিএফ এসে তাঁকে উদ্ধার করে। বাড়ির লোকও আসে খবর পেয়ে।
যন্ত্রণায় কাতরাচ্ছিলেন অনিল। দম বন্ধ হয়ে আসছিল। ১২ ঘণ্টা আটকে রইলেন অনিল সেভাবেই। এর পর আরপিএফ এসে তাঁকে উদ্ধার করে। বাড়ির লোকও আসে খবর পেয়ে। (Representative Image: File image)
advertisement
7/8
একজন সচেতন সহযাত্রী বিষয়টি রেল কর্তৃপক্ষকে অনলাইনে জানালে, তৎক্ষণাৎ ব্যবস্থা নেয় রেল প্রশাসন। মউ স্টেশনে পৌঁছনোর পর রেল পুলিশ, চিকিৎসক ও টেকনিক্যাল দলের সহযোগিতায় দরজা ভেঙে অনিলকে উদ্ধার করা হয়। পরে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। চিকিৎসকেরা জানিয়েছেন, আপাতত স্থিতিশীল রয়েছেন অনিল।
একজন সচেতন সহযাত্রী বিষয়টি রেল কর্তৃপক্ষকে অনলাইনে জানালে, তৎক্ষণাৎ ব্যবস্থা নেয় রেল প্রশাসন। মউ স্টেশনে পৌঁছনোর পর রেল পুলিশ, চিকিৎসক ও টেকনিক্যাল দলের সহযোগিতায় দরজা ভেঙে অনিলকে উদ্ধার করা হয়। পরে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। চিকিৎসকেরা জানিয়েছেন, আপাতত স্থিতিশীল রয়েছেন অনিল। (Representative Image: AI)
advertisement
8/8
এই ঘটনা আরও একবার প্রমাণ করল ভারতীয় রেলের সতর্কতা ও সচেতনতার গুরুত্ব। আরপিএফ সময়মতো পদক্ষেপ না নিলে ঘটতে পারত বড় বিপর্যয়।
এই ঘটনা আরও একবার প্রমাণ করল ভারতীয় রেলের সতর্কতা ও সচেতনতার গুরুত্ব। আরপিএফ সময়মতো পদক্ষেপ না নিলে ঘটতে পারত বড় বিপর্যয়।
advertisement
advertisement
advertisement