Train accident news: ফের রেলে বিপদ! লাইনে থাকা বড় পাথরে ধাক্কা যাত্রীবোঝাই ট্রেনের, আতঙ্কিত যাত্রীরা

Last Updated:
Train accident news: মঙ্গলবারই তামিলনাড়ুতে ট্রেন দুর্ঘটনা ঘটেছিল। বুধবার রেল নিয়ে আরও একটি বিপজ্জনক ঘটনা সামনে এনেছে ভারতীয় রেল।
1/6
মঙ্গলবারই তামিলনাড়ুতে ট্রেন দুর্ঘটনা ঘটেছিল। তামিলনাড়ুর ভিল্লুপুরম স্টেশনের কাছে বেলাইন হয়ে যায় প্যাসেঞ্জার ট্রেনের ৫টি কামরা। Representative Image
মঙ্গলবারই তামিলনাড়ুতে ট্রেন দুর্ঘটনা ঘটেছিল। তামিলনাড়ুর ভিল্লুপুরম স্টেশনের কাছে বেলাইন হয়ে যায় প্যাসেঞ্জার ট্রেনের ৫টি কামরা। Representative Image
advertisement
2/6
বুধবার রেল নিয়ে আরও একটি বিপজ্জনক ঘটনা সামনে এনেছে ভারতীয় রেল। জানা গিয়েছে, বরেলি-পিলভিট লাইনের উপরে একটি বড় পাথর রাখা ছিল। Representative Image
বুধবার রেল নিয়ে আরও একটি বিপজ্জনক ঘটনা সামনে এনেছে ভারতীয় রেল। জানা গিয়েছে, বরেলি-পিলভিট লাইনের উপরে একটি বড় পাথর রাখা ছিল। Representative Image
advertisement
3/6
সেই সময় ওই লাইন দিয়ে যাচ্ছিল টনকপুর-বরেলি মেমু ট্রেন। পাথরে ধাক্কা লেগে বিকট শব্দ হয়। সঙ্গে সঙ্গে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। Representative Image
সেই সময় ওই লাইন দিয়ে যাচ্ছিল টনকপুর-বরেলি মেমু ট্রেন। পাথরে ধাক্কা লেগে বিকট শব্দ হয়। সঙ্গে সঙ্গে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। Representative Image
advertisement
4/6
ঘটনা প্রসঙ্গে, ইজ্জতনগরের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার বলেন, “এরম ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সেই জন্য একটি এফআইআর রুজু করা হয়েছে”। Representative Image
ঘটনা প্রসঙ্গে, ইজ্জতনগরের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার বলেন, “এরম ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সেই জন্য একটি এফআইআর রুজু করা হয়েছে”। Representative Image
advertisement
5/6
রেল সূত্রে খবর, ওই ট্রেনটি সোমবার বিকেল ৫টা ৪৫ নাগাদ বিজাউরিয়া স্টেশনের কাছে পাথরটিতে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে বিকট শব্দ হয়। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। Representative Image
রেল সূত্রে খবর, ওই ট্রেনটি সোমবার বিকেল ৫টা ৪৫ নাগাদ বিজাউরিয়া স্টেশনের কাছে পাথরটিতে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে বিকট শব্দ হয়। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। Representative Image
advertisement
6/6
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জিআরপি। কী ভাবে পাথরটি লাইনে এল, কে বা কারা রাখল জানতে তদন্ত শুরু করা হয়েছে। Representative Image
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জিআরপি। কী ভাবে পাথরটি লাইনে এল, কে বা কারা রাখল জানতে তদন্ত শুরু করা হয়েছে। Representative Image
advertisement
advertisement
advertisement