Tomato Price Hike: ২০০-র কাছাকাছি টমেটোর দাম! কিনতে গিয়ে মাথায় হাত! কবে কমবে টমেটোর দাম? জেনে নিন বিস্তারিত

Last Updated:
Tomato Price Hike: বিগত কয়েক দিনে ঝড়ের থেকে বেশি গতিতে বেড়েছে টমেটোর দাম। দেশের একাধিক রাজ্যে টমেটোর দাম সেঞ্চুরি আগেই পার করছিল। এবার সেই দাম পৌছে গেল ডাবল সেঞ্চুরির দোরগোড়ায়। দেশের একাধিক রাজ্যে ২০০ টাকার কাছাকাছি পৌছে গিয়েছে প্রতি কেজি টমেটোর দাম।
1/6
বিগত কয়েক দিনে ঝড়ের থেকে বেশি গতিতে বেড়েছে টমেটোর দাম। দেশের একাধিক রাজ্যে টমেটোর দাম সেঞ্চুরি আগেই পার করছিল। এবার সেই দাম পৌছে গেল ডাবল সেঞ্চুরির দোরগোড়ায়। দেশের একাধিক রাজ্যে ২০০ টাকার কাছাকাছি পৌছে গিয়েছে প্রতি কেজি টমেটোর দাম।
বিগত কয়েক দিনে ঝড়ের থেকে বেশি গতিতে বেড়েছে টমেটোর দাম। দেশের একাধিক রাজ্যে টমেটোর দাম সেঞ্চুরি আগেই পার করছিল। এবার সেই দাম পৌছে গেল ডাবল সেঞ্চুরির দোরগোড়ায়। দেশের একাধিক রাজ্যে ২০০ টাকার কাছাকাছি পৌছে গিয়েছে প্রতি কেজি টমেটোর দাম।
advertisement
2/6
টমেটো একটি এমন সবজি যা প্রতিদিন দরকার পডে বিভিন্ন। রান্না ঘরে ভীষণ প্রয়োজনীয় সবজি এটি। কিন্তু যেইভাবে দাম বাড়ছে তাতে কাটছাট করতে হচ্ছে টমেটোর বাজেটে। আর একেবারে প্রয়োজন যাদের তাদের কোথাও একশোর বেশি ও কোথায় আবার ২০০ কাছকাছি দাম দিেয়ে কিনতে হচ্ছে টমেটো।
টমেটো একটি এমন সবজি যা প্রতিদিন দরকার পডে বিভিন্ন। রান্না ঘরে ভীষণ প্রয়োজনীয় সবজি এটি। কিন্তু যেইভাবে দাম বাড়ছে তাতে কাটছাট করতে হচ্ছে টমেটোর বাজেটে। আর একেবারে প্রয়োজন যাদের তাদের কোথাও একশোর বেশি ও কোথায় আবার ২০০ কাছকাছি দাম দিেয়ে কিনতে হচ্ছে টমেটো।
advertisement
3/6
উত্তরপ্রদেশের গোরখপুরে, খুচরো বাজারে টমেটোর দাম কেজি প্রতি ১৬০ থেকে ১৮০ টাকায় পৌঁছে গিয়েছে। দিল্লি, তামিলনাড়ু-সহ দেশের অন্যান্য অংশেও টমটোর দাম ক্রমশ বাড়ছে। আগামি দিনে এই দাম আরও বাড়তে পারে বলেই মনে করছেন ব্যাবসায়ীরা।
উত্তরপ্রদেশের গোরখপুরে, খুচরো বাজারে টমেটোর দাম কেজি প্রতি ১৬০ থেকে ১৮০ টাকায় পৌঁছে গিয়েছে। দিল্লি, তামিলনাড়ু-সহ দেশের অন্যান্য অংশেও টমটোর দাম ক্রমশ বাড়ছে। আগামি দিনে এই দাম আরও বাড়তে পারে বলেই মনে করছেন ব্যাবসায়ীরা।
advertisement
4/6
উপভোক্তা বিষয়ক দফরের কাছে পাওয়া তথ্য অনুসারে, ২৭ জুন সর্বভারতীয় স্তরে টমেটোর গড় দাম ছিল ৪৬ টাকা প্রতি কেজি। তারপর থেকেই টমেটোর দামে আর লাগাম পড়ানো যায়নি। বিদ্যুতের গতিতে দেশের বিভিন্ন বাজারে বেড়েছে এই প্রয়োজনীয় জিনিসের দাম।
উপভোক্তা বিষয়ক দফরের কাছে পাওয়া তথ্য অনুসারে, ২৭ জুন সর্বভারতীয় স্তরে টমেটোর গড় দাম ছিল ৪৬ টাকা প্রতি কেজি। তারপর থেকেই টমেটোর দামে আর লাগাম পড়ানো যায়নি। বিদ্যুতের গতিতে দেশের বিভিন্ন বাজারে বেড়েছে এই প্রয়োজনীয় জিনিসের দাম।
advertisement
5/6
সরকারি পরিসংখ্যান বলছে যে কর্ণাটকের বেল্লারিতে টমেটোর দাম কেজি প্রতি ১২২ টাকা রেকর্ড করা হয়েছে। দিল্লি-এনসিআর অঞ্চলে, দুধ এবং ফলমূল এবং শাকসবজি বিক্রি করে এমন মাদার ডেয়ারির দোকানেও টমেটোর দাম দ্বিগুণ হয়ে গিয়েছে। বাংলার ও কলকাতাতেও টমেটোর দাম আগুন।
সরকারি পরিসংখ্যান বলছে যে কর্ণাটকের বেল্লারিতে টমেটোর দাম কেজি প্রতি ১২২ টাকা রেকর্ড করা হয়েছে। দিল্লি-এনসিআর অঞ্চলে, দুধ এবং ফলমূল এবং শাকসবজি বিক্রি করে এমন মাদার ডেয়ারির দোকানেও টমেটোর দাম দ্বিগুণ হয়ে গিয়েছে। বাংলার ও কলকাতাতেও টমেটোর দাম আগুন।
advertisement
6/6
অত্যধিক তাপমাত্রা, বিলম্বিত বর্ষার কারণে টমেটোর ফলন নিম্নমুখী। ফলে পাইকারি ও খুচরো বাজারে দাম ঊর্ধ্বমুখী। তবে টমেটোর দামের তীব্র লাফকে একটি অস্থায়ী এবং আবহাওয়া-সম্পর্কিত পরিস্থিতি হিসাবে বর্ণনা করা হয়েছে সরকারি রিপোর্টে। খুব তাড়াতাড়ি ১০ থেকে ১৫ দিনের মধ্যে দাম নিয়ন্ত্রণে আসবে বলে মনে করা হচ্ছে।
অত্যধিক তাপমাত্রা, বিলম্বিত বর্ষার কারণে টমেটোর ফলন নিম্নমুখী। ফলে পাইকারি ও খুচরো বাজারে দাম ঊর্ধ্বমুখী। তবে টমেটোর দামের তীব্র লাফকে একটি অস্থায়ী এবং আবহাওয়া-সম্পর্কিত পরিস্থিতি হিসাবে বর্ণনা করা হয়েছে সরকারি রিপোর্টে। খুব তাড়াতাড়ি ১০ থেকে ১৫ দিনের মধ্যে দাম নিয়ন্ত্রণে আসবে বলে মনে করা হচ্ছে।
advertisement
advertisement
advertisement