Tomato Price: সরকারি হস্তক্ষেপে কিছুটা স্বস্তি, দেশের কোথায় কোথায় কমল টমেটোর দাম?

Last Updated:
কেন্দ্র সরকরের হস্তক্ষেপে খানিকটা কমল টমোটোর দাম৷ ১৫০-২০০ থেকে কমিয়ে প্রতি কিলেগ্রাম ৯০ থেকে ৮০ টাকায় বিক্রি করা হবে টমোটো৷
1/5
কোথাও ১৫০ তো কোথাও ২০০, এমনকী কোথাও ২৫০৷ গোটা দেশ জুড়ে আকাশছোঁয়া দামে বিক্রি হয়েছে টমোটো৷ মধ্যবিত্তের সাধ্যের বাইরে চলে গিয়েছিল রান্নাঘরের অতি প্রয়োজনীয় এই সবজি৷ তবে এবার স্বস্তি মিলবে৷ কারণ সরকারি হস্তক্ষেপে কিছুটা কমল টমেটোর দাম৷ দিল্লি এনসিআর, পটনা-সহ বেশ কিছু শহরে কেন্দ্র সরকরের হস্তক্ষেপে খানিকটা কমল টমোটোর দাম৷ ১৫০-২০০ থেকে কমিয়ে প্রতি কিলেগ্রাম ৯০ থেকে ৮০ টাকায় বিক্রি করা হবে টমোটো৷
কোথাও ১৫০ তো কোথাও ২০০, এমনকী কোথাও ২৫০৷ গোটা দেশ জুড়ে আকাশছোঁয়া দামে বিক্রি হয়েছে টমোটো৷ মধ্যবিত্তের সাধ্যের বাইরে চলে গিয়েছিল রান্নাঘরের অতি প্রয়োজনীয় এই সবজি৷ তবে এবার স্বস্তি মিলবে৷ কারণ সরকারি হস্তক্ষেপে কিছুটা কমল টমেটোর দাম৷ দিল্লি এনসিআর, পটনা-সহ বেশ কিছু শহরে কেন্দ্র সরকরের হস্তক্ষেপে খানিকটা কমল টমোটোর দাম৷ ১৫০-২০০ থেকে কমিয়ে প্রতি কিলেগ্রাম ৯০ থেকে ৮০ টাকায় বিক্রি করা হবে টমোটো৷
advertisement
2/5
উপভোক্তা বিষয়ক সচিব রোহিত কুমার সিং রবিবার টমোটোর দাম কমানোর বিষয়ে বলেন৷ মাত্রাছাড়া টমেটোর দামে লাগাম টানতে কেন্দ্রীয় সরকার শুক্রবার থেকে দিল্লি-এনসিআর, পটনা এবং লখনউয়ের মতো নির্বাচিত শহরগুলিতে প্রতি কেজি ৯০ টাকা ছাড়ে টমেটো বিক্রি শুরু করেছিল৷ যা এখন আরও ১০ টাকা কমানো হয়েছে।
উপভোক্তা বিষয়ক সচিব রোহিত কুমার সিং রবিবার টমোটোর দাম কমানোর বিষয়ে বলেন৷ মাত্রাছাড়া টমেটোর দামে লাগাম টানতে কেন্দ্রীয় সরকার শুক্রবার থেকে দিল্লি-এনসিআর, পটনা এবং লখনউয়ের মতো নির্বাচিত শহরগুলিতে প্রতি কেজি ৯০ টাকা ছাড়ে টমেটো বিক্রি শুরু করেছিল৷ যা এখন আরও ১০ টাকা কমানো হয়েছে।
advertisement
3/5
ভারতের ন্যাশনাল কো-অপারেটিভ কনজিউমার ফেডারেশন (NCCF) এবং ন্যাশনাল এগ্রিকালচারাল কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া (Nafed) কেন্দ্রের পক্ষ থেকে মোবাইল ভ্যানের মাধ্যমে ভর্তুকি মূল্যে টমেটো বিক্রি করা হচ্ছে।
ভারতের ন্যাশনাল কো-অপারেটিভ কনজিউমার ফেডারেশন (NCCF) এবং ন্যাশনাল এগ্রিকালচারাল কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া (Nafed) কেন্দ্রের পক্ষ থেকে মোবাইল ভ্যানের মাধ্যমে ভর্তুকি মূল্যে টমেটো বিক্রি করা হচ্ছে।
advertisement
4/5
উপভোক্তা মামলার সচিব বলেন, "নাফেড এবং এনসিসিএফ-এর মাধ্যমে দিল্লি, নয়ডা, লখনউ, কানপুর, বারাণসী, পাটনা, মুজাফফরপুর এবং আরাহ-এর অনেক পয়েন্টে আজ বিক্রি শুরু হয়েছে।"
উপভোক্তা মামলার সচিব বলেন, "নাফেড এবং এনসিসিএফ-এর মাধ্যমে দিল্লি, নয়ডা, লখনউ, কানপুর, বারাণসী, পাটনা, মুজাফফরপুর এবং আরাহ-এর অনেক পয়েন্টে আজ বিক্রি শুরু হয়েছে।"
advertisement
5/5
এই ধরনের জায়গায় বর্তমান বাজার মূল্যের ভিত্তিতে সোমবার থেকে এটি আরও শহরে বাড়ানো হবে। তিনি এও বলেন যে, ভারত সরকার উপভোক্তাদের স্বস্তি দিতে  প্রতিশ্রুতিবদ্ধ।
এই ধরনের জায়গায় বর্তমান বাজার মূল্যের ভিত্তিতে সোমবার থেকে এটি আরও শহরে বাড়ানো হবে। তিনি এও বলেন যে, ভারত সরকার উপভোক্তাদের স্বস্তি দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
advertisement
advertisement
advertisement