Tomato Price: সরকারি হস্তক্ষেপে কিছুটা স্বস্তি, দেশের কোথায় কোথায় কমল টমেটোর দাম?
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
কেন্দ্র সরকরের হস্তক্ষেপে খানিকটা কমল টমোটোর দাম৷ ১৫০-২০০ থেকে কমিয়ে প্রতি কিলেগ্রাম ৯০ থেকে ৮০ টাকায় বিক্রি করা হবে টমোটো৷
কোথাও ১৫০ তো কোথাও ২০০, এমনকী কোথাও ২৫০৷ গোটা দেশ জুড়ে আকাশছোঁয়া দামে বিক্রি হয়েছে টমোটো৷ মধ্যবিত্তের সাধ্যের বাইরে চলে গিয়েছিল রান্নাঘরের অতি প্রয়োজনীয় এই সবজি৷ তবে এবার স্বস্তি মিলবে৷ কারণ সরকারি হস্তক্ষেপে কিছুটা কমল টমেটোর দাম৷ দিল্লি এনসিআর, পটনা-সহ বেশ কিছু শহরে কেন্দ্র সরকরের হস্তক্ষেপে খানিকটা কমল টমোটোর দাম৷ ১৫০-২০০ থেকে কমিয়ে প্রতি কিলেগ্রাম ৯০ থেকে ৮০ টাকায় বিক্রি করা হবে টমোটো৷
advertisement
advertisement
advertisement
advertisement